Viral News: ‘মশার টোস্ট’! মশা মারার র‍্যাকেটে এ কী করছেন মহিলা? দেখে তাজ্জব সকলে, হু হু করে ভাইরাল

Last Updated:
Viral MaccharToast: সকালের ব্রেকফাস্টে পাউরুটি খাওয়ার চল বর্তমানে বেশিরভাগ বাড়িতেই। টোস্ট বানাবার জন‍্য বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু মশা মারার র‍্যাকেটে টোস্ট? এমন উপায়ের কথা আগে শুনেছেন কি?
1/6
সকালের ব্রেকফাস্টে পাউরুটি খাওয়ার চল বর্তমানে বেশিরভাগ বাড়িতেই। টোস্ট বানাবার জন‍্য বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু মশা মারার র‍্যাকেটে টোস্ট? এমন উপায়ের কথা আগে শুনেছেন কী?
সকালের ব্রেকফাস্টে পাউরুটি খাওয়ার চল বর্তমানে বেশিরভাগ বাড়িতেই। টোস্ট বানাবার জন‍্য বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু মশা মারার র‍্যাকেটে টোস্ট? এমন উপায়ের কথা আগে শুনেছেন কী?
advertisement
2/6
মশার জ্বালায় অতিষ্ট সকলে। মশা মারার নানারকম অস্ত্র তাই প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ থাকে। তেমনই একটি মশা মারার অস্ত্র হল এই র‍্যাকেট।
মশার জ্বালায় অতিষ্ট সকলে। মশা মারার নানারকম অস্ত্র তাই প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ থাকে। তেমনই একটি মশা মারার অস্ত্র হল এই র‍্যাকেট।
advertisement
3/6
খানিকটা টেনিস খেলার র‍্যাকেটের মতো দেখতে এই জ্বালে বিদ‍্যুত্‍ সংযোগ করা যায়। ফলে স‍্যুইচ অন থাকলে তড়িতাহিত হয়ে মরে যায় মশা। কিন্তু এ হেন মশার র‍্যাকেটে শেষমেশ রুটি সেঁকার কাজ?
খানিকটা টেনিস খেলার র‍্যাকেটের মতো দেখতে এই জ্বালে বিদ‍্যুত্‍ সংযোগ করা যায়। ফলে স‍্যুইচ অন থাকলে তড়িতাহিত হয়ে মরে যায় মশা। কিন্তু এ হেন মশার র‍্যাকেটে শেষমেশ রুটি সেঁকার কাজ?
advertisement
4/6
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে এই মশা মারার র‍্যাকেটেই পাউরুটির টোস্ট বানাচ্ছেন ওই মহিলা। দেখেই সকলের চক্ষু চড়কগাছ।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে এই মশা মারার র‍্যাকেটেই পাউরুটির টোস্ট বানাচ্ছেন ওই মহিলা। দেখেই সকলের চক্ষু চড়কগাছ।
advertisement
5/6
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। যদিও অভিনব কায়দায় টোস্ট বানাবার জন‍্য প্রশংসার বদলে নিন্দেই জুটেছে বেশি। নেটিজেনদের মধ‍্যে কেউ লিখেছেন, ‘‘মশার ব্রেড টোস্ট’’। আবার কেউ লিখেছেন, ‘‘রোস্টেড ব্রেড সঙ্গে মশা।’’
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। যদিও অভিনব কায়দায় টোস্ট বানাবার জন‍্য প্রশংসার বদলে নিন্দেই জুটেছে বেশি। নেটিজেনদের মধ‍্যে কেউ লিখেছেন, ‘‘মশার ব্রেড টোস্ট’’। আবার কেউ লিখেছেন, ‘‘রোস্টেড ব্রেড সঙ্গে মশা।’’
advertisement
6/6
যেখানে মশা মারা হয়, সেই একই র‍্যাকেটে খাওয়ার বানাবার এই পদ্ধতি দেখে অনেকেই নাক সিঁটকেছেন। কারও মতে, ‘‘আজকাল লোকে রিল বানাবার জন‍্য কিই না করছে।’’ এই পদ্ধতি অস্বাস্থ‍্যকর বলেও মত বেশিরভাগের।
যেখানে মশা মারা হয়, সেই একই র‍্যাকেটে খাওয়ার বানাবার এই পদ্ধতি দেখে অনেকেই নাক সিঁটকেছেন। কারও মতে, ‘‘আজকাল লোকে রিল বানাবার জন‍্য কিই না করছে।’’ এই পদ্ধতি অস্বাস্থ‍্যকর বলেও মত বেশিরভাগের।
advertisement
advertisement
advertisement