Vastu Tips: বাস্তুমতে, বাড়ির কোনদিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে? কোনদিকে এই গাছ রাখা অশুভ? পড়ুন

Last Updated:
1/5
জীবন আর্থিক কষ্টে জেরবার? হাজার চেষ্টা করেও টাকার মুখ দেখতে পারছেন না? উলটে টাকা জলের মত খরচ হয়ে চলেছে? পাশাপাশি সংসারে অশান্তি? কিছুতেই শান্তি-সমৃদ্ধি আসছে না জীবনে? এ সবের সমাধান আছে, এমনটাই দাবি বাস্তুশাস্ত্রের। বাস্তুমতে, বাড়িতে সঠিক দিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে। জীবন ভরে ওঠে সাফল্যে। তবে, সঠিক দিকে রাখতে হবে অ্যালোভেরা গাছ। তবেই মিলবে ফল। নইলে হীতে বিপরীত হবে! জেনে নিন, বাস্তুমতে বাড়ির কোনদিকে অ্যালোভেরা গাছ রাখা শুভ--
জীবন আর্থিক কষ্টে জেরবার? হাজার চেষ্টা করেও টাকার মুখ দেখতে পারছেন না? উলটে টাকা জলের মত খরচ হয়ে চলেছে? পাশাপাশি সংসারে অশান্তি? কিছুতেই শান্তি-সমৃদ্ধি আসছে না জীবনে? এ সবের সমাধান আছে, এমনটাই দাবি বাস্তুশাস্ত্রের। বাস্তুমতে, বাড়িতে সঠিক দিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে। জীবন ভরে ওঠে সাফল্যে। তবে, সঠিক দিকে রাখতে হবে অ্যালোভেরা গাছ। তবেই মিলবে ফল। নইলে হীতে বিপরীত হবে! জেনে নিন, বাস্তুমতে বাড়ির কোনদিকে অ্যালোভেরা গাছ রাখা শুভ--
advertisement
2/5
বাস্তুমতে, কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক অনটন কাটাতে বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগানো শুভ
বাস্তুমতে, কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক অনটন কাটাতে বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগানো শুভ
advertisement
3/5
বাস্তুমতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালেও টাকা আসে।
বাস্তুমতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালেও টাকা আসে।
advertisement
4/5
সংসারে সুখ সমৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা গাছ বাড়ির পূর্ব দিকে রাখুন। মনে করা হয়, পূর্ব দিক হল সূর্য দেবের দিক। এই দিকে অ্যালোভেরা লাগালে আত্মবিশ্বাস বাড়ে। কষ্ট দূর হয়।
সংসারে সুখ সমৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা গাছ বাড়ির পূর্ব দিকে রাখুন। মনে করা হয়, পূর্ব দিক হল সূর্য দেবের দিক। এই দিকে অ্যালোভেরা লাগালে আত্মবিশ্বাস বাড়ে। কষ্ট দূর হয়।
advertisement
5/5
তবে,মাথায় রাখবেন বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা বসালে, উত্তর পূর্বদিকে কোনও বড় গাছ রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা আরও বাড়বে।
তবে,মাথায় রাখবেন বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা বসালে, উত্তর পূর্বদিকে কোনও বড় গাছ রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা আরও বাড়বে।
advertisement
advertisement
advertisement