Vastu Tips for Roti Serving: প্লেটে রুটি পরিবেশনের 'বাস্তু' নিয়ম, না মানলে জীবনে নেমে আসবে অসম্ভব অশান্তি-দারিদ্র-খারাপ সময়

Last Updated:
Vaastu Rule: শুধু খাবার পরিবেশন নয়, খাবার তৈরিরও কিছু নিয়ম রয়েছে, না মানলে সমস্যা হবে জীবনে
1/7
বাস্তুশাস্ত্র প্রাচীনকাল থেকেই আমাদের জীবনের একটি অংশ হয়ে এসেছে, তাই গুরুজনরা সবসময় শুভ ও অশুভ দেখে যে কোনো কাজ শুরু করেন। রান্নাঘর আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, তাই রান্নাঘরের বাস্তু হতে হবে নিখুঁত।
বাস্তুশাস্ত্র প্রাচীনকাল থেকেই আমাদের জীবনের একটি অংশ হয়ে এসেছে, তাই গুরুজনরা সবসময় শুভ ও অশুভ দেখে যে কোনো কাজ শুরু করেন। রান্নাঘর আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, তাই রান্নাঘরের বাস্তু হতে হবে নিখুঁত।
advertisement
2/7
বাস্তুশাস্ত্রে শুধু রান্নাঘরের বাস্তু নিয়ম নয়, খাবার পরিবেশন থেকে শুরু করে খাওয়ার নিয়মও বলা আছে। খাবার পরিবেশনের সময় বাস্তু নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে বাড়িতে দারিদ্র্য ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আসুন এখানে বাস্তুশাস্ত্রের খাবার পরিবেশনের নিয়ম সম্পর্কে জেনে নেই।
বাস্তুশাস্ত্রে শুধু রান্নাঘরের বাস্তু নিয়ম নয়, খাবার পরিবেশন থেকে শুরু করে খাওয়ার নিয়মও বলা আছে। খাবার পরিবেশনের সময় বাস্তু নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে বাড়িতে দারিদ্র্য ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আসুন এখানে বাস্তুশাস্ত্রের খাবার পরিবেশনের নিয়ম সম্পর্কে জেনে নেই।
advertisement
3/7
৩ নম্বরটি কোনও শুভ বা ধর্মীয় কাজের জন্য শুভ বলে মনে করা হয় না৷ তাই খাবারের প্লেটে ৩টি রুটি রাখাও অশুভ। ৩টি রুটি এক প্লেটে রাখলে ঘরে দারিদ্র্য আসে। তাই খাবার পরিবেশনের সময় প্লেটে দুটি রুটি রাখা উচিত।
৩ নম্বরটি কোনও শুভ বা ধর্মীয় কাজের জন্য শুভ বলে মনে করা হয় না৷ তাই খাবারের প্লেটে ৩টি রুটি রাখাও অশুভ। ৩টি রুটি এক প্লেটে রাখলে ঘরে দারিদ্র্য আসে। তাই খাবার পরিবেশনের সময় প্লেটে দুটি রুটি রাখা উচিত।
advertisement
4/7
বাস্তু নিয়ম অনুযায়ী, মনে রাখবেন রুটি সবসময় প্লেটে নেওয়া উচিত। হাত দিয়ে রুটি পরিবেশন শুভ বলে মনে করা হয় না। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন এবং ঘর থেকে সুখ-সমৃদ্ধি চলে যেতে পারে।
বাস্তু নিয়ম অনুযায়ী, মনে রাখবেন রুটি সবসময় প্লেটে নেওয়া উচিত। হাত দিয়ে রুটি পরিবেশন শুভ বলে মনে করা হয় না। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন এবং ঘর থেকে সুখ-সমৃদ্ধি চলে যেতে পারে।
advertisement
5/7
কাউকে খাবার পরিবেশন করার সময়, শুধুমাত্র একটি প্লেটে রুটি আনুন।
কাউকে খাবার পরিবেশন করার সময়, শুধুমাত্র একটি প্লেটে রুটি আনুন।
advertisement
6/7
একইভাবে বাসি আটার রুটি বানানোও শাস্ত্রে অশুভ বলে বিবেচিত হয়। কেউ কেউ পরে অবশিষ্ট আটা ব্যবহার করেন, যা উপযুক্ত নয়।এতে ঘরে নেতিবাচক শক্তি আসে। বাস্তু নিয়ম অনুসারে, সবসময় টাটকা আটা মেখে রুটি তৈরি করুন। মা অন্নপূর্ণা এতে খুশি থাকেন এবং তাঁর কৃপায় অন্ন ও অর্থের অভাব হয় না।
একইভাবে বাসি আটার রুটি বানানোও শাস্ত্রে অশুভ বলে বিবেচিত হয়। কেউ কেউ পরে অবশিষ্ট আটা ব্যবহার করেন, যা উপযুক্ত নয়।এতে ঘরে নেতিবাচক শক্তি আসে। বাস্তু নিয়ম অনুসারে, সবসময় টাটকা আটা মেখে রুটি তৈরি করুন। মা অন্নপূর্ণা এতে খুশি থাকেন এবং তাঁর কৃপায় অন্ন ও অর্থের অভাব হয় না।
advertisement
7/7
Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷
Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷
advertisement
advertisement
advertisement