Happy Valentine's Day: শুধুই Physical Relation, কিন্তু Kiss নয়! Valentine's Day-তে সরকারি নির্দেশিকায় চাপে প্রেমিক প্রেমিকা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Happy Valentine's Day: থাইল্যান্ড সরকার কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণের ফলে প্রেমিক দম্পতিদের কাছে বিশেষ অনুরোধ করেছে। থাইল্যান্ডে লাভ বার্ডদের যৌন মিলনের সময় মাস্ক পরতে বলা হয়েছে।
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইনস উইকের শেষে এই দিনে, প্রেমিকরা তাদের ভালবাসা প্রকাশ করে। ঘুরে বেড়ান এবং উপভোগ করুন। তবে এই দিনটিকে নিয়ে থাইল্যান্ড সরকার কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণের ফলে প্রেমিক দম্পতিদের কাছে বিশেষ অনুরোধ করেছে। থাইল্যান্ডে লাভ বার্ডদের যৌন মিলনের সময় মাস্ক পরতে বলা হয়েছে। করোনার কারণে জনগণের কাছে এই অনুরোধ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
থাইল্যান্ড ব্যুরো অফ রিপ্রোডাক্টিভ হেলথের ডিরেক্টর বুনিয়ারিট সক্রেটিস বলেন, করোনা লিঙ্গের মাধ্যমে ছড়ানো কোনো রোগ নয়, তবে যৌন মিলনের সময় এটি একটি থেকে অন্যটিতে ছড়াতে পারে। একে অপরের কাছাকাছি শ্বাস নেওয়া এবং চুম্বনের সময় লালা বিনিময়ের কারণে এটি ঘটতে পারে। তাই এই ভালোবাসা দিবসে যৌনমিলনের সময় মাস্ক পরার জন্য দম্পতিদের অনুরোধ করা হচ্ছে। এতে করোনা ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।
advertisement
advertisement