Viral News: কনে দাঁড়িয়ে ছাদনাতলায়, ঘোড়ায় চেপে এল বর, সাত পাকের আগে যা ঘটল! জানলে অবাক হবেন আপনিও!

Last Updated:
বিয়ে মানেই দুই পরিবারের মিলন আর বিয়ের এই উৎসবে শামিল হতে চান পরিবারের সকলেই। খুশির এই আনন্দের আমেজে সুন্দর পরিণতি হতে পারত। কিন্তু, উত্তরপ্রদেশের হামিরপুরে যা ঘটল তা শুনলে আপনিও চমকে যাবেন।
1/5
জানা গিয়েছে, লাইন পেরোনোর সময়ে হঠাৎ গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন স্থানীয়রা অনেক চেষ্টা করেও গাড়িটি রেললাইন থেকে সরাতে পারেননি। তারপরেই ট্রেন এসে ধাক্কা দেয় গাড়িটিকে। প্রতীকী ছবি।
উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় বরযাত্রী নিয়ে বর পৌঁছালেও কিন্তু তারপরেও বিয়ের একরাশ স্বপ্ন চুরমার হয়ে গেল। কেন জানেন? কারণটা জানলে চমকে যাবেন আপনিও। (প্রতীকী ছবি)
advertisement
2/5
খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়স্বজনরা নিজেদের মতো করে মেয়েকে খুঁজতে শুরু করেন। কিন্তু সন্ধান মেলেনি। এদিকে, মেয়ে যে পালিয়েছে সে কথা বরপক্ষের কাছে বেমালুম চেপে যায় কনের পরিবার। ফলে বর যথাসময়ে বরযাত্রী নিয়ে গণবিবাহের আসরে হাজির হন। বরযাত্রীদের অভিযোগ, বিয়ের আসরে তাঁরা ৬ ঘণ্টা বসেছিলেন। কিন্তু কেউ কিচ্ছুটি জানায়নি। সবাই কনেকে খোঁজাখুঁজি করছিল। Representative Image
বিয়ে মানেই দুই পরিবারের মিলন আর বিয়ের এই উৎসবে শামিল হতে চান পরিবারের সকলেই। খুশির এই আনন্দের আমেজে সুন্দর পরিণতি হতে পারত। কিন্তু, উত্তরপ্রদেশের হামিরপুরে যা ঘটল তা শুনলে আপনিও চমকে যাবেন। (প্রতীকী ছবি)
advertisement
3/5
রামপুর মণিহরণ থেকে বিবেক কুমারের বরযাত্রী পৌঁছেছিল হরিদ্বারে। আর সেখানেই বিয়ের মণ্ডপে চমকে দেওয়া কাণ্ড করে বসলেন বর বিবেক কুমার। নিজেই বিয়ের পবিত্র বৈদিক মন্ত্রগুলি পাঠ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিবেক।
আদতে, কনের বাড়িতে মদের নেশায় চুর হয়ে বরযাত্রীদের সঙ্গে হাজির হন বর। আর তা দেখেই রেগে বিয়েই ভেঙে দেন কনে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
এখন পর্যন্ত এই ভিডিওটি ১৫ লাখের বেশি বার দেখা হয়েছে। সুনন্দা রায় নামে এক মহিলাও এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে নবপরিণীতা স্বামী-স্ত্রী দুজনেই একে অপরকে চুমু খাচ্ছেন, যা অবশ্য ভিডিওতে ঝাপসা দেখায়।
হামিরপুরে জেলায় মেদহা কোতোয়ালি ক্ষেত্রের এক গ্রামের রাজু (নাম পরিবর্তিত) -এর সঙ্গে বিয়ে ঠিক হয়ে ওই জেলারই পাহাড়ি থানার রেখার(কাল্পনিক নাম) সঙ্গে। ব্যান্ডপার্টির সঙ্গে আয়োজন নিয়ে কনের বাড়িতে হাজির হয়েছিলেন বর। (প্রতীকী ছবি)
advertisement
5/5
বিশেষজ্ঞের মতে, "৩০ বা ৪০ বছর বয়সে, অনেক ব্যক্তি তাঁদের ব্যক্তিগত মূল্যবোধ, লক্ষ্য এবং একজন সঙ্গীর কাছ থেকে তাঁরা কী চায় সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা অর্জন করেন। তাই এই বয়সের মধ্যে বিয়ে করা যেতে পারে।"
সবই ঠিক ছিল ওই সময় এক যুবক নেশায় চুর হয়ে নাচতে নাচতে সেখানে হাজির হন। তখনও কনে চুপচাপই ছিলেন। এরপরে বরযাত্রীর সবাই দেদার খানাপিনাও করেন। তারপরে সাতপাকের সময় যখন দেখা যায় বর নিজেও নেশায় চুর তখন বিয়েই ভেঙে দেন কনে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement