গোপনাঙ্গের আলাদা নাম, মাছের সাইজ অনুযায়ী সঙ্গী নির্বাচন! আজব এই যৌন রীতিগুলি জানেন?

Last Updated:
Healthy Lifestyle: কেউ হয়ত সারা জীবন যৌনমিলন থেকে দূরে থাকেন, কেউ বা যৌনতার প্রতীক হিসেবে বগলে আপেল নিয়ে ঘোরেন, কেউ আবার বড় সাইজের মাছ দিয়ে জীবনসঙ্গী বেছে নেন, কোন দেশের বাসিন্দারা আবার যৌনাঙ্গেরও দেন আলাদা নাম!
1/6
সেক্স বা যৌনতা নিয়ে আমাদের দেশে নানা ধরনের ঢাকঢাক গুড়গুড় রয়েছে। এমনকী রয়েছে নানা ট্যাবুও। আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন তাঁদের পারস্পরিক পরিমণ্ডল অনুযায়ী গড়ে নিয়েছেন নানা ধরনের যৌনতার নিয়ম। কারও রয়েছে নানা ভিন্ন ধরনের রীতি। হয়ত সেই সব নিয়ম অন্যদের চোখে আজব ঠেকতে পারে, কিন্তু সেই সব দেশ বাসিন্দারা নিজের নিজের নিয়মে যথেষ্ট সন্তুষ্ট।
সেক্স বা যৌনতা নিয়ে আমাদের দেশে নানা ধরনের ঢাকঢাক গুড়গুড় রয়েছে। এমনকী রয়েছে নানা ট্যাবুও। আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন তাঁদের পারস্পরিক পরিমণ্ডল অনুযায়ী গড়ে নিয়েছেন নানা ধরনের যৌনতার নিয়ম। কারও রয়েছে নানা ভিন্ন ধরনের রীতি। হয়ত সেই সব নিয়ম অন্যদের চোখে আজব ঠেকতে পারে, কিন্তু সেই সব দেশ বাসিন্দারা নিজের নিজের নিয়মে যথেষ্ট সন্তুষ্ট।
2/6
কেউ হয়ত সারা জীবন যৌনমিলন থেকে দূরে থাকেন, কেউ বা যৌনতার প্রতীক হিসেবে বগলে আপেল নিয়ে ঘোরেন, কেউ আবার বড় সাইজের মাছ দিয়ে জীবনসঙ্গী বেছে নেন, কোন দেশের বাসিন্দারা আবার যৌনাঙ্গেরও দেন আলাদা নাম! কন্ডোম ব্যবহারের কথা পৃথিবীর সব প্রান্তেই প্রচার করা হয়। কিন্তু এমন জায়গাও রয়েছে, যেখানে কন্ডোম ছাড়া সেক্স অবৈধ। কোথাও আবার গাড়ির মধ্যে সেক্স করার সময়ে যদি ভুল করে বেজে যায় হর্ন, তবে ধরে নিয়ে চলে যাবে পুলিশ।
কেউ হয়ত সারা জীবন যৌনমিলন থেকে দূরে থাকেন, কেউ বা যৌনতার প্রতীক হিসেবে বগলে আপেল নিয়ে ঘোরেন, কেউ আবার বড় সাইজের মাছ দিয়ে জীবনসঙ্গী বেছে নেন, কোন দেশের বাসিন্দারা আবার যৌনাঙ্গেরও দেন আলাদা নাম! কন্ডোম ব্যবহারের কথা পৃথিবীর সব প্রান্তেই প্রচার করা হয়। কিন্তু এমন জায়গাও রয়েছে, যেখানে কন্ডোম ছাড়া সেক্স অবৈধ। কোথাও আবার গাড়ির মধ্যে সেক্স করার সময়ে যদি ভুল করে বেজে যায় হর্ন, তবে ধরে নিয়ে চলে যাবে পুলিশ।
3/6
হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের গোপন অঙ্গের উপাসনা করেন এবং প্রত্যেকেই গোপনাঙ্গের আলাদা একটি করে নাম রাখেন। কিন্তু তারা সেখানেই থেমে থাকেননি। আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক, সকলেরই যৌনাঙ্গ নিয়ে একটি গোপন মন্ত্র থাকে।
হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের গোপন অঙ্গের উপাসনা করেন এবং প্রত্যেকেই গোপনাঙ্গের আলাদা একটি করে নাম রাখেন। কিন্তু তারা সেখানেই থেমে থাকেননি। আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক, সকলেরই যৌনাঙ্গ নিয়ে একটি গোপন মন্ত্র থাকে।
4/6
সন্তান নেওয়ার জন্যে সরকারি তরফে দেওয়া হয় বিশেষ দিন! অবাক হবেন না, এমনই নিয়ম চালু আছে রাশিয়ায়। মস্কোর পূর্বদিকে উলিয়ানভস্ক-এর গভর্নর ১ সেপ্টেম্বর দিনটিকে গর্ভসঞ্চার দিবস ঘোষণা করেছেন। কারণ ওই অঞ্চলে জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। তাই এই অভিনব উপায় বের করেছে প্রশাসন। সরকারের তরফেই বলে দেওয়া হয়, ১ সেপ্টেম্বর সকলের ছুটি। সেই দিনটি দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য।
সন্তান নেওয়ার জন্যে সরকারি তরফে দেওয়া হয় বিশেষ দিন! অবাক হবেন না, এমনই নিয়ম চালু আছে রাশিয়ায়। মস্কোর পূর্বদিকে উলিয়ানভস্ক-এর গভর্নর ১ সেপ্টেম্বর দিনটিকে গর্ভসঞ্চার দিবস ঘোষণা করেছেন। কারণ ওই অঞ্চলে জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। তাই এই অভিনব উপায় বের করেছে প্রশাসন। সরকারের তরফেই বলে দেওয়া হয়, ১ সেপ্টেম্বর সকলের ছুটি। সেই দিনটি দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য।
5/6
ফুটবলের দেশ ব্রাজিলের মেহিনাকু গ্রামে নারীরা তাদের প্রেমিক বা হবু স্বামীকে বেছে নেওয়ার জন্যে বেছে নিয়েছেন এক অদ্ভূত পথ! একজন নারীকে যদি একাধিক পুরুষ প্রেম নিবেদন করেন, তাহলে প্রত্যেক পুরুষকেই সেই নারীকে দিতে হয় একটি করে মাছ উপহার। সেই মাছের মধ্যে যার মাছটি সবচেয়ে বড় হয়, জীবনসঙ্গী হিসেবে সেই পুরুষকেই বেছে নেন সেই নারী।
ফুটবলের দেশ ব্রাজিলের মেহিনাকু গ্রামে নারীরা তাদের প্রেমিক বা হবু স্বামীকে বেছে নেওয়ার জন্যে বেছে নিয়েছেন এক অদ্ভূত পথ! একজন নারীকে যদি একাধিক পুরুষ প্রেম নিবেদন করেন, তাহলে প্রত্যেক পুরুষকেই সেই নারীকে দিতে হয় একটি করে মাছ উপহার। সেই মাছের মধ্যে যার মাছটি সবচেয়ে বড় হয়, জীবনসঙ্গী হিসেবে সেই পুরুষকেই বেছে নেন সেই নারী।
6/6
সমীক্ষা বলছে, গ্রিসের মানুষজনই সবচেয়ে বেশি বার যৌনমিলন করে থাকেন। পৃথিবীর ২৬টি দেশের ১৬ বছরের বেশি বয়স্ক ৩০ হাজার মানুষকে নিয়ে চালানো হয়েছিল সমীক্ষা। তাতে দেখা যায়, গ্রীসের লোকেরা গড়ে প্রতি বছর ১৬৪ বার যৌনমিলন করে থাকেন। কিন্তু এর কারণ কী? সমীক্ষক দলের দাবি, গ্রিসের আবহাওয়া, জলের গুণ! তবে মানুষজন কিন্তু এমন প্রাপ্তিকে রীতিমতো গর্বিত বোধ করেন।
সমীক্ষা বলছে, গ্রিসের মানুষজনই সবচেয়ে বেশি বার যৌনমিলন করে থাকেন। পৃথিবীর ২৬টি দেশের ১৬ বছরের বেশি বয়স্ক ৩০ হাজার মানুষকে নিয়ে চালানো হয়েছিল সমীক্ষা। তাতে দেখা যায়, গ্রীসের লোকেরা গড়ে প্রতি বছর ১৬৪ বার যৌনমিলন করে থাকেন। কিন্তু এর কারণ কী? সমীক্ষক দলের দাবি, গ্রিসের আবহাওয়া, জলের গুণ! তবে মানুষজন কিন্তু এমন প্রাপ্তিকে রীতিমতো গর্বিত বোধ করেন।