‘মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী…’ অ্যাঙ্করিং-মডেলিং করতেন, একটা কারণেই সব ছেড়েছুড়ে বেছে নিয়েছেন এই জীবন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Untold Story Of Harsha Richhariya: অনেকেই বলছেন, “মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী।” তাঁর ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়?
advertisement
তাঁর ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়? জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যাচ্ছে, হর্ষা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সেখানে লেখা ‘অ্যাঙ্কর হর্ষা রিছাড়িয়া’।
advertisement
advertisement
advertisement
advertisement
স্মিত হেসে হর্ষা জানান, তাঁর যা করার ছিল তিনি করেছেন। তারপরেই তিনি সাধ্বীর জীবন বেছে নিয়েছেন। প্রশ্নকর্তা পাল্টা জানতে চান, “কিসের জন্য সাধ্বী হয়ে গেলেন?” এককথায় এর উত্তর দেন হর্ষা, “শান্তি।” সোজা কথায়, দু’দণ্ড ‘শান্তি’র খোঁজেই সাধ্বী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হর্ষা। তাঁর এমন উত্তর শুনে চমকে গিয়েছেন অনেকেই। হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও তাঁর পুরনো অনেক ভিডিও রয়েছে। সেখানে অ্যাঙ্করিং করতে দেখা যাচ্ছে হর্ষাকে। পুরনো সেই সব ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।