১৩ নম্বরকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় ৷ বিভিন্ন ক্ষেত্রেই ১৩-এর মুখোমুখি হতে হয় সে স্কুল-কলেজের রোল নম্বর থেকে শুরু করে, হোটেলের রুম নম্বর ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
১৩ তলা থেকে শুরু করে ব্যাঙ্কের লকার নম্বর এর মধ্যে ১৩-কে এড়িয়ে চলতে আমরা শিখেছি, কেননা ১৩ হল অত্যন্ত আনলাকি বা দুর্ভাগ্যজনক একটি নম্বর ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
১৩ সঙ্গে সম্পর্ক জাত বিভিন্ন কিছুকেই দুর্ভাগ্যের সঙ্গে তুলনা করা হয় ৷ তবে এই ১৩ নম্বরকে অনেক অশুভ হিসাবে মানা হয় ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
কেননা একজন বিশেষ ভাবে ঠকিয়ে ছিলেন এক মানুষকে ৷ স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি বলেই মনে করা হয় তাঁকে যিনি প্রতারিত হয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
তাঁকে যিনি প্রতারণা করেছিলেন তিনি একটি সান্ধ্যকালীন ভোজে বসেছিলেন ১৩ তারিখ ও ১৩ নম্বর চেয়ারে সেই দিন থেকেই ১৩-কে অশুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
সেইদিন থেকেই সারা পৃথিবীর মানুষ ১৩-কে অত্যন্ত অশুভ ও দুর্ভাগ্যের প্রতীক বলেই মনে করেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
তবে ১৩ নম্বর যে ভয়ের বা দুর্ভাগ্যের তার এক একটি কাহিনি আমাদের দেশেও আছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
ভারতের অন্যতম ভাল ও বড় শহর চণ্ডীগড় বিভিন্ন সেক্টরে ভাঙা হয়েছে কিন্তু কোনও সেক্টরের নামই ১৩ রাখা হয়নি ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
শহরের নকশা করেছেন এক বিদেশি শিল্পী, তিনিও দুভার্গ্যে পরিপূর্ণ নম্বর অর্থাৎ ১৩-কে এড়িয়ে গিয়েছেন ৷ চণ্ডীগড়ে ১৩ নম্বর সেক্টর রাখা হয়নি সেটিকে এড়িয়ে যাওয়া হয়েছে ৷ সেক্টর ১'র পরে সেক্টর ১৪ ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
এই একই রকম ভাবে বহু হোটেল বা বাণিজ্যেক প্রতিষ্ঠানে ১৩ তলা এড়িয়ে গিয়েছেন পরিবর্তনে নামকরণ করা হয়েছে ১৪ ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
অনেক পাশ্চাত্য দেশে বেশিরভাগ মানুষ যদি কোনও শুক্রবার ১৩ তারিখ পড়ে যায় ভ্রমণ করেন না সেইদিনে ৷ কেননা কোনও খারাপ ঘটনা ঘটতে পারে সেইদিনে তাই সরাসরি ১৩'কে এড়িয়ে যান ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
রোগীদের স্বার্থে চিকিৎসকেরাও ১৩ নম্বর এড়িয়ে যান ৷ একে থার্টিন ডিজিট ফবিয়াও বা ১৩ নম্বর সংখ্যার আতঙ্কও বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
Disclaimer:উপরোক্ত বিষয়টি নিছকই তথ্য নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করেনা বা জোরও করেনা ৷ নিজের সুচিন্তিত মতামত দিয়েই গ্রহণ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷