Unbelievable: সব লজ্জা- কুণ্ঠা ভুলে ভরা সৈকতে সবার সামনেই কাজটা করে ফেলল সে, ঘিরে দাঁড়িয়ে দেখল সবাই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
নিশ্চয়ই ভাবছেন, কার কথা হচ্ছে? নাহ! কোনও মানুষ নয়! কথা হচ্ছে এক বিশেষ প্রজাতির কচ্ছপ নিয়ে। লগারহেড কচ্ছপ। কচ্ছপরা সবসময় নিভৃত, ফাঁকা জায়গায় ডিম পারে, সকলের নজর এড়িয়ে। যখন তারা ডিম পারে মানুষ-পশু-পাশি তো দূরস্ত, আশপাশে অন্য কোনও কচ্ছপও থাকে না। এমনকি, তারা খেয়াল রাখে ডিম পাড়ার সময় যাতে সূর্যের আলো-ও তাদের গায়ে এসে না পরে।
advertisement
advertisement