Tulsi Tips: কাঁচা হলুদ বাটা আর....তুলসী গাছে দিন, মাসে জাস্ট ১ বার! নিজেই টের পাবেন পরিবর্তন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এমন ক্ষেত্রে, তুলসী গাছের ক্ষেত্রে দুর্দান্ত কাজে লাগে হলুদ৷ হলুদ দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করলে নতুন পাতায় ভরে ওঠে তুলসী গাছ৷
[caption id="" align="aligncenter" width="1200"] তুলসী গাছ যে কোনও ভারতীয় গৃহস্থ বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ৷ কিন্তু, প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া ছাড়া সেই গাছের পরিচর্যা আমরা তেমন করি না৷ সে কারণেই মাঝে মধ্যেই আমরা দেখি তুলসী গাছের পাতা ঝরে যাচ্ছে, বা তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে৷ Generated image
[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা প্রায়শই দেখা যায়৷ এই সময় বর্ষার জল পাওয়ার পরেও আমরাব তুলসী গাছের গোড়ায় জল দিতে থাকি৷ তাতে গাছের শিকড় পচে যাওয়া, ছত্রাক হওয়া, পোকা ধরার মতো সমস্যা দেখা দেয়৷ যাতে গাছের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়৷ Generated image
[/caption]
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] কীভাবে ব্যবহার করবেন? এক গ্লাস জল নিন। এতে ১ চা চামচ তাজা দই যোগ করুন। এবার এতে ১ চা চামচ হলুদ বাটা বা হলুদ গুঁড়ো যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ধীরে ধীরে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। মাসে মাত্র একবার ব্যবহার করুন । মনে রাখবেন যে এই মিশ্রণটি গাছের উপর ঢেলে দেবেন না, কেবল মাটিতে ঢেলে দিন, যাতে শিকড় সরাসরি এটি শোষণ করতে পারে। Generated image
[/caption]
advertisement
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] এই তিনটি মিশিয়ে একটি প্রাকৃতিক মিশ্রণ তৈরি করুন এবং মাসে একবার তুলসী গাছের উপর থেকে ঢেলে দিন। এই মিশ্রণটি তুলসীর শিকড়কে পুষ্টি জোগায় এবং মাটিতে উপস্থিত ব্যাকটেরিয়া এবং ছত্রাক দূর করে। এই পদ্ধতিতে, তুলসী পাতা কেবল ঘন এবং চকচকে হবে না, বরং এর আকারও দ্রুত বৃদ্ধি পাবে। কয়েক সপ্তাহের মধ্যে আপনি পার্থক্য দেখতে শুরু করবেন। Generated image
[/caption]
advertisement