Tulsi Plant Growth Tips in Monsoon: লকলকিয়ে বাড়বে তুলসী গাছ...মঞ্জরীতে ভরে যাবে, বর্ষাকালে দিন ‘এই সাদা’ পাউডার! দাম ২ টাকাও নয়, বাচ্চাদের লাগে আবার গাছের জন্যেও উপকারী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তুলসী গাছের শিকড় পঁচে যাওয়া রুখতে এবং তুলসী গাছের স্বাস্থ্য ভাল রাখতে অনেক ঘরোয়া উপায়ই ব্যবহার করা উচিত৷ কারণ, বর্ষাকালে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত৷ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, তুলসী গাছের যত্ন নিতে কী কী করা যেতে পারে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কারণ, প্লাস্টিক বা চিনামাটির টবে থাকা মাটি সহজে শুকোতে চায় না৷ আর ২-৩দিন মাটি ভিজে থাকলেই তাতে ছত্রাক জন্মে যায়৷ এই ছত্রাক কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না৷ শুধু দেখবেন, টবে থাকা তুলসী গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে৷ তাছাড়া, যে টবে তুলসী গাছ থাকে, সেই টবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকে৷
advertisement
তুলসী গাছের গোড়ায় দুধ স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এ ছাড়া বাচ্চাদের বোর্ড বা স্লেটে লেখার জন্য ব্যবহৃত চক গুঁড়ো করে তুলসী গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন৷ এতে গাছের বৃদ্ধি ভাল হয়। পোকামাকড়, ছত্রাক দূর হয়৷ ক্যালসিয়ামের ঘাটতির কারণে এমনকি শুকিয়ে যাওয়া গাছে আবার নতুন পাতা আসতে শুরু করে।
advertisement
তুলসী গাছের শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, পাত্রের নীচে যদি দেখেন একগুচ্ছ শিকড় বেরিয়ে এসেছে, তাহলে জানবেন এতে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, বর্ষা ঋতুতে অন্য পাত্রে গাছ স্থানান্তর সর্বোত্তম উপায়। বর্ষাকালে আপনি শিকড় ছাঁটাইও করতে পারেন এবং এটি অন্য পাত্রে স্থানান্তর করতে পারেন। আর একটু রোদ উঠলেই তুলসী গাছের টব রেখে দিন সেখানে৷