Tsunami: আজ ৩ জুলাই, ৫ তারিখ কি সত্যিই মিলে যাবে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী? 'জাপানি বাবা'-র ভয়াবহ ইঙ্গিত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tsunami Alert- জাপানি বাবা-র ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে।
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি সে দেশে বেশ জনপ্রিয়। তাঁকে অনেকেই 'নতুন বাবা ভাঙ্গা' বলে থাকেন। সেই তিনি গত কয়েকদিনে এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছেন। তাঁর দাবি, জুলাই মাসে জাপানে একটি বিশাল সুনামি আঘাত হানবে। তার মাঙ্গা সিরিজ, দ্য ফিউচার আই স্য, দ্য গার্ডিয়ানের মতে, ৫ জুলাই একটি ভয়ঙ্কর বিপর্যয় আসছে।
advertisement
যদিও তাতসুকির পূর্বাভাসগুলির বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। তবে সেগুলি মনোযোগ আকর্ষণ করেছে অনেক মানুষের। কারণ তিনি এর আগে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প এবং জাপানের সুনামি নিয়ে সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। সেই ট্র্যাজিক ঘটনায় ১৮,০০০ এরও বেশি মৃত্যু হয়েছিল এবং ফুকুশিমা দাইচি পারমাণবিক দুর্যোগের সূত্রপাত হয়েছিল।
advertisement
জাপানি বাবা-র ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে। আর তাঁর এই ভবিষ্যদ্বাণীর ফলে জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হংকং থেকে জাপানের বিমানের টিকিট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি। রিও দাবি করেছেন, তিনি নাকি কোনও ভবিষ্যদ্বাণী করেননি। যা স্বপ্ন দেখেছেন, তাই ছবিতে ফুটিয়ে তুলেছেন।
advertisement
advertisement
advertisement