Trending Viral Story: মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ান মা, গর্ভবতী হন, তার পর অবিশ্বাস্য 'টুইস্ট' ঘটনায়, কী ঘটল জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মানুষ মাত্রই ভুল করে! কিন্তু কিছু ভুলের মূল্য চোকাতে মানুষ ধ্বংস হয়ে যায়! সম্প্রতি এক মহিলা নিজের জীবনের সবথেকে গোপন এবং কষ্টদায়ক ঘটনাটি শেয়ার করে নিয়েছেন 'রেডিট' প্ল্যাটফর্মে
এখন সোশ্যাল মিডিয়ার যুগ! কোনও খবরই আর চাপা থাকে না। চোখের পলক পড়ার আগেই যে-কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্ত! সদ্য সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হয়েছে, যা শুনে থতমত খেয়ে যাচ্ছে নেটিজেনরা। এক মহিলা তুলে ধরেছেন তাঁর জীবনের মর্মান্তিক এক 'ভুল'-এর কাহিনি! ঠিক কী হয়েছিল মহিলার সঙ্গে?
advertisement
মানুষ মাত্রই ভুল করে! কিন্তু কিছু ভুলের মূল্য চোকাতে মানুষ ধ্বংস হয়ে যায়! সম্প্রতি এক মহিলা নিজের জীবনের সবথেকে গোপন এবং কষ্টদায়ক ঘটনাটি শেয়ার করে নিয়েছেন 'রেডিট' প্ল্যাটফর্মে! তিনি বলেন, ১৬ বছর ধরে এই সত্য তিনি নিজের মনে চেপে রেখেছিলেন, কিন্তু আর পারছিলেন না! নিজের মনকে হালকা করতেই তিনি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তাঁর জীবনের মর্মান্তিক পরিণতি। ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে?
advertisement
'রেডিট'-এ মহিলা লেখেন, তাঁর মেয়ের সঙ্গে প্রেমিকের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, সেই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অর্থাৎ মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে তিনি সম্পর্কে লিপ্ত হন। সবকিছু ঠিক-ই চলছিল, আচমকাই ছন্দপতন। গল্পে আসে অবিশ্বাস্য এক মোড়! মহিলার শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। কী হয়েছিল?
advertisement
advertisement
advertisement
advertisement
মহিলার কথায়, দিনের পর দিন হেনরি তাঁকে জোর করত দেখা করার জন্য। প্রথমদিকে তিনি এড়িয়ে যেতেন। একসময় কোকেনের লোভে তিনি হেনরির প্রতি আকর্ষিত হন। একদিন হ্যারি তাঁর বাড়ি আসে। মহিলা নেশা করে ছিলেন, হ্যারিও নেশায় চুড়! সেই সময় দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এর পর নিয়মিত হ্যারি মহিলার বাড়ি আসতেন, দুজনে নেশা করতেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।
advertisement
এরকমভাবে ৩-৪ মাস চলার আচমকাই মহিলার মাথায় বাজ ভেঙে পড়ল। তিনি জানতে পারেন, তিনি গর্ভবতী। অর্থাৎ গর্ভে যে সন্তান রয়েছে, তাঁর বাবা তাঁর মেয়ের প্রাক্তন প্রেমিক হেনরি। মহিলা নিজেকে ধরে রাখতে পারেন না! নিজের ভুলের জন্য মাথা কুড়তে থাকেন। কিন্তু ততোদিনে যা হবার তা হয়ে গিয়েছে। মহিলা গর্ভপাতের সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement