Trending Viral Story: মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ান মা, গর্ভবতী হন, তার পর অবিশ্বাস্য 'টুইস্ট' ঘটনায়, কী ঘটল জানেন? পড়ুন

Last Updated:
মানুষ মাত্রই ভুল করে! কিন্তু কিছু ভুলের মূল্য চোকাতে মানুষ ধ্বংস হয়ে যায়! সম্প্রতি এক মহিলা নিজের জীবনের সবথেকে গোপন এবং কষ্টদায়ক ঘটনাটি শেয়ার করে নিয়েছেন 'রেডিট' প্ল্যাটফর্মে
1/10
এখন সোশ্যাল মিডিয়ার যুগ! কোনও খবরই আর চাপা থাকে না। চোখের পলক পড়ার আগেই যে-কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্ত! সদ্য সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হয়েছে, যা শুনে থতমত খেয়ে যাচ্ছে নেটিজেনরা। এক মহিলা তুলে ধরেছেন তাঁর জীবনের মর্মান্তিক এক 'ভুল'-এর কাহিনি! ঠিক কী হয়েছিল মহিলার সঙ্গে?
এখন সোশ্যাল মিডিয়ার যুগ! কোনও খবরই আর চাপা থাকে না। চোখের পলক পড়ার আগেই যে-কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্ত! সদ্য সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হয়েছে, যা শুনে থতমত খেয়ে যাচ্ছে নেটিজেনরা। এক মহিলা তুলে ধরেছেন তাঁর জীবনের মর্মান্তিক এক 'ভুল'-এর কাহিনি! ঠিক কী হয়েছিল মহিলার সঙ্গে?
advertisement
2/10
মানুষ মাত্রই ভুল করে! কিন্তু কিছু ভুলের মূল্য চোকাতে মানুষ ধ্বংস হয়ে যায়! সম্প্রতি এক মহিলা নিজের জীবনের সবথেকে গোপন এবং কষ্টদায়ক ঘটনাটি শেয়ার করে নিয়েছেন 'রেডিট' প্ল্যাটফর্মে! তিনি বলেন, ১৬ বছর ধরে এই সত্য তিনি নিজের মনে চেপে রেখেছিলেন, কিন্তু আর পারছিলেন না! নিজের মনকে হালকা করতেই তিনি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তাঁর জীবনের মর্মান্তিক পরিণতি। ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে?
মানুষ মাত্রই ভুল করে! কিন্তু কিছু ভুলের মূল্য চোকাতে মানুষ ধ্বংস হয়ে যায়! সম্প্রতি এক মহিলা নিজের জীবনের সবথেকে গোপন এবং কষ্টদায়ক ঘটনাটি শেয়ার করে নিয়েছেন 'রেডিট' প্ল্যাটফর্মে! তিনি বলেন, ১৬ বছর ধরে এই সত্য তিনি নিজের মনে চেপে রেখেছিলেন, কিন্তু আর পারছিলেন না! নিজের মনকে হালকা করতেই তিনি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তাঁর জীবনের মর্মান্তিক পরিণতি। ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে?
advertisement
3/10
'রেডিট'-এ মহিলা লেখেন, তাঁর মেয়ের সঙ্গে প্রেমিকের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, সেই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অর্থাৎ মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে তিনি সম্পর্কে লিপ্ত হন। সবকিছু ঠিক-ই চলছিল, আচমকাই ছন্দপতন। গল্পে আসে অবিশ্বাস্য এক মোড়! মহিলার শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। কী হয়েছিল?
'রেডিট'-এ মহিলা লেখেন, তাঁর মেয়ের সঙ্গে প্রেমিকের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, সেই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অর্থাৎ মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে তিনি সম্পর্কে লিপ্ত হন। সবকিছু ঠিক-ই চলছিল, আচমকাই ছন্দপতন। গল্পে আসে অবিশ্বাস্য এক মোড়! মহিলার শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। কী হয়েছিল?
advertisement
4/10
মহিলা জানান, মেয়ের প্রাক্তন প্রেমিক হেনরির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সব কিছু ছন্দেই এগোচ্ছিল। আচমকাই হেনরির ফিরে যান তাঁর মেয়ের কাছে। অতীতের তিক্ততা ভুলে হেনরিকে আপন করে নেন তাঁর মেয়ে। তাঁদের বিয়েও হয়ে যায়।
মহিলা জানান, মেয়ের প্রাক্তন প্রেমিক হেনরির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সব কিছু ছন্দেই এগোচ্ছিল। আচমকাই হেনরির ফিরে যান তাঁর মেয়ের কাছে। অতীতের তিক্ততা ভুলে হেনরিকে আপন করে নেন তাঁর মেয়ে। তাঁদের বিয়েও হয়ে যায়।।
advertisement
5/10
মহিলার কথায়, '' তখন আমার ৩৮ বছর বয়স, মেয়ের ১৮ বছর বয়স। ২৪ বছরের হেনরির সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। সেই সময় আমি মদের নেশায় আসক্ত ছিলাম। আমি ভাল মানুষও ছিলাম না, ভাল মা-ও হতে পারিনি। মেয়ের-ই প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়াই।''
মহিলার কথায়, '' তখন আমার ৩৮ বছর বয়স, মেয়ের ১৮ বছর বয়স। ২৪ বছরের হেনরির সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। সেই সময় আমি মদের নেশায় আসক্ত ছিলাম। আমি ভাল মানুষও ছিলাম না, ভাল মা-ও হতে পারিনি। মেয়ের-ই প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়াই।''
advertisement
6/10
মহিলা আরও জানান, '' আমার মেয়ে হেনরির সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু প্রথম থেকেই আমার হেনরিকে পছন্দ ছিল না। ও নেশা করত, ড্রাগ নিত, আমার সঙ্গে ফ্লার্ট-ও করত। এর পর আমার মেয়ে আর হেনরির সম্পর্ক ভেঙে যায়। মেয়ে আমার বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে গিয়ে ওঠে।''
মহিলা আরও জানান, '' আমার মেয়ে হেনরির সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু প্রথম থেকেই আমার হেনরিকে পছন্দ ছিল না। ও নেশা করত, ড্রাগ নিত, আমার সঙ্গে ফ্লার্ট-ও করত। এর পর আমার মেয়ে আর হেনরির সম্পর্ক ভেঙে যায়। মেয়ে আমার বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে গিয়ে ওঠে।''
advertisement
7/10
মহিলার কথায়, দিনের পর দিন হেনরি তাঁকে জোর করত দেখা করার জন্য। প্রথমদিকে তিনি এড়িয়ে যেতেন। একসময় কোকেনের লোভে তিনি হেনরির প্রতি আকর্ষিত হন। একদিন হ্যারি তাঁর বাড়ি আসে। মহিলা নেশা করে ছিলেন, হ্যারিও নেশায় চুড়! সেই সময় দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এর পর নিয়মিত হ্যারি মহিলার বাড়ি আসতেন, দুজনে নেশা করতেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।
মহিলার কথায়, দিনের পর দিন হেনরি তাঁকে জোর করত দেখা করার জন্য। প্রথমদিকে তিনি এড়িয়ে যেতেন। একসময় কোকেনের লোভে তিনি হেনরির প্রতি আকর্ষিত হন। একদিন হ্যারি তাঁর বাড়ি আসে। মহিলা নেশা করে ছিলেন, হ্যারিও নেশায় চুড়! সেই সময় দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এর পর নিয়মিত হ্যারি মহিলার বাড়ি আসতেন, দুজনে নেশা করতেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।
advertisement
8/10
এরকমভাবে ৩-৪ মাস চলার আচমকাই মহিলার মাথায় বাজ ভেঙে পড়ল। তিনি জানতে পারেন, তিনি গর্ভবতী। অর্থাৎ গর্ভে যে সন্তান রয়েছে, তাঁর বাবা তাঁর মেয়ের প্রাক্তন প্রেমিক হেনরি। মহিলা নিজেকে ধরে রাখতে পারেন না! নিজের ভুলের জন্য মাথা কুড়তে থাকেন। কিন্তু ততোদিনে যা হবার তা হয়ে গিয়েছে। মহিলা গর্ভপাতের সিদ্ধান্ত নেন।

এরকমভাবে ৩-৪ মাস চলার আচমকাই মহিলার মাথায় বাজ ভেঙে পড়ল। তিনি জানতে পারেন, তিনি গর্ভবতী। অর্থাৎ গর্ভে যে সন্তান রয়েছে, তাঁর বাবা তাঁর মেয়ের প্রাক্তন প্রেমিক হেনরি। মহিলা নিজেকে ধরে রাখতে পারেন না! নিজের ভুলের জন্য মাথা কুড়তে থাকেন। কিন্তু ততোদিনে যা হবার তা হয়ে গিয়েছে। মহিলা গর্ভপাতের সিদ্ধান্ত নেন।
advertisement
9/10
এই ঘটনা ঘটার পর হেনরির সঙ্গে সব সম্পর্ক ভেঙে ফেলেন মহিলা। দু'বছর কেটে যায়। এরপর আসে আরেকটা বড় চমক। আচমকাই এরকদিন মহিলার মেয়ে এসে তাঁকে জানান, হেনরি নাকি বদলে গিয়েছে, তাঁরা বিয়ে করছেন। মহিলা ভাবেন তিনি তাঁর মেয়েকে সবটা সত্যি জানাবেন। কিন্তু হেনরি তাঁকে হুমকি দেয় সব কথা গোপন রাখতে।

এই ঘটনা ঘটার পর হেনরির সঙ্গে সব সম্পর্ক ভেঙে ফেলেন মহিলা। দু'বছর কেটে যায়। এরপর আসে আরেকটা বড় চমক। আচমকাই এরকদিন মহিলার মেয়ে এসে তাঁকে জানান, হেনরি নাকি বদলে গিয়েছে, তাঁরা বিয়ে করছেন। মহিলা ভাবেন তিনি তাঁর মেয়েকে সবটা সত্যি জানাবেন। কিন্তু হেনরি তাঁকে হুমকি দেয় সব কথা গোপন রাখতে।
advertisement
10/10
তাঁর মেয়ে ও হেনরি বিয়ে করে।খ তাঁদের একটি সন্তান হয়। বর্তমানে তাঁরা টেক্সাসে থাকেন। মেয়ের মুখের দিকে চেয়ে মহিলা ১৬ বছর সব কথা গোপনে রাখেন। কিন্তু একটা সময়ের পর আর নিজের মনে এতবড় সত্য চেপে রাখতে পারেননি মহিলা। শেষপর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে নিজের মন হালকা করেন।
তাঁর মেয়ে ও হেনরি বিয়ে করে।খ তাঁদের একটি সন্তান হয়। বর্তমানে তাঁরা টেক্সাসে থাকেন। মেয়ের মুখের দিকে চেয়ে মহিলা ১৬ বছর সব কথা গোপনে রাখেন। কিন্তু একটা সময়ের পর আর নিজের মনে এতবড় সত্য চেপে রাখতে পারেননি মহিলা। শেষপর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে নিজের মন হালকা করেন।
advertisement
advertisement
advertisement