Trending Viral Story: বউমা গর্ভবতী, বাড়ি ভর্তি অতিথিদের সামনে শাশুড়ি যা বললেন, সবার মাথায় 'বাজ পড়ল', কী 'ফাঁস' করলেন তিনি? পড়ুন

Last Updated:
Trending Viral Story: এই মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক শাশুড়ি আর গর্ভবতী বউমার কিস্যা, যা শুনে ছেলের মাথায় হাত! ঠিক কী হয়েছিল? পড়ুন
1/6
এখন ভাইরালের যুগ! চোখের নিমেষে দুনিয়ার এ'প্রান্ত থেকে ও'প্রান্ত ছড়িয়ে পড়ছে খবর! কোনও খবরই আজ আর মানুষের অগোচরে থাকে না! ভাইরাল-ও হয় চোখের পলক পড়ার আগে! এই যেমন, এই মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক শাশুড়ি আর গর্ভবতী বউমার কিস্যা, যা শুনে ছেলের মাথায় হাত! ঠিক কী হয়েছিল?
এখন ভাইরালের যুগ! চোখের নিমেষে দুনিয়ার এ'প্রান্ত থেকে ও'প্রান্ত ছড়িয়ে পড়ছে খবর! কোনও খবরই আজ আর মানুষের অগোচরে থাকে না! ভাইরাল-ও হয় চোখের পলক পড়ার আগে! এই যেমন, এই মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক শাশুড়ি আর গর্ভবতী বউমার কিস্যা, যা শুনে ছেলের মাথায় হাত! ঠিক কী হয়েছিল?
advertisement
2/6
তবে গোড়া থেকেই বলা যাক! বউমা গর্ভবতী। সেই উপলক্ষে বাড়িতে বিশাল আয়োজন। অতিথিদের ভিড়ে বাড়ি গমগম করছে। ঠাকুমা নিজেও খুব খুশি। বাড়িতে নাতি বা নাতনি আসছে। কিন্তু আচমকা তিনি যা করে বসলেন, বাড়িতে হাজির সবার মাথায় 'বাজ পড়ল', মাথায় হাত দিয়ে বসে পড়লেন খোদ হবু বাবা! কী বলেছিলেন শাশুড়ি?
তবে গোড়া থেকেই বলা যাক! বউমা গর্ভবতী। সেই উপলক্ষে বাড়িতে বিশাল আয়োজন। অতিথিদের ভিড়ে বাড়ি গমগম করছে। ঠাকুমা নিজেও খুব খুশি। বাড়িতে নাতি বা নাতনি আসছে। কিন্তু আচমকা তিনি যা করে বসলেন, বাড়িতে হাজির সবার মাথায় 'বাজ পড়ল', মাথায় হাত দিয়ে বসে পড়লেন খোদ হবু বাবা! কী বলেছিলেন শাশুড়ি?
advertisement
3/6
সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা গর্ভবতী। সবাই তাঁকে কেন্দ্র করে আনন্দে মেতেছেন। সেখানে উপস্থিত মহিলার শাশুড়ি-ও। তাঁর হাতে ওয়াইনের গ্লাস! আচমকা, সবাইকে চমকে দিয়ে তিনি বলে উঠলেন, '' আমিও গর্ভবর্তী''
সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা গর্ভবতী। সবাই তাঁকে কেন্দ্র করে আনন্দে মেতেছেন। সেখানে উপস্থিত মহিলার শাশুড়ি-ও। তাঁর হাতে ওয়াইনের গ্লাস! আচমকা, সবাইকে চমকে দিয়ে তিনি বলে উঠলেন, '' আমিও গর্ভবর্তী''
advertisement
4/6
নিমেষে ঘরের পরিবেশ গেল বদলে! এ কী বলছেন শাশুড়িমা? বউমার সাধ ভক্ষণের অনুষ্ঠানে শাশুড়ি কী না জানাচ্ছেন তিনিও ভর্গবতী! বাড়িতে হাজির অতিথিদের মুখ হাঁ! খোদ হবু বাবার চোখ ছানাবড়া,হতভম্ব মুখে তাঁর প্রশ্ন, '' এ কী বলছে মা?''
নিমেষে ঘরের পরিবেশ গেল বদলে! এ কী বলছেন শাশুড়িমা? বউমার সাধ ভক্ষণের অনুষ্ঠানে শাশুড়ি কী না জানাচ্ছেন তিনিও ভর্গবতী! বাড়িতে হাজির অতিথিদের মুখ হাঁ! খোদ হবু বাবার চোখ ছানাবড়া,হতভম্ব মুখে তাঁর প্রশ্ন, '' এ কী বলছে মা?''
advertisement
5/6
এ'সবে অবশ্য শাশুড়ির কিছু যায়-আসেনি! তিনি সবার সমানেই বলে চলেন, সদ্য প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে তিনি প্রেগন্যান্ট! যদিও ছেলে-বউমা এ'কথা কিছুতেই মানতে চায় না, কিন্তু শাশুড়ি স্পষ্ট জানান, তিনি একেবারেই সত্যি কথা বলছেন!
এ'সবে অবশ্য শাশুড়ির কিছু যায়-আসেনি! তিনি সবার সমানেই বলে চলেন, সদ্য প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে তিনি প্রেগন্যান্ট! যদিও ছেলে-বউমা এ'কথা কিছুতেই মানতে চায় না, কিন্তু শাশুড়ি স্পষ্ট জানান, তিনি একেবারেই সত্যি কথা বলছেন!
advertisement
6/6
ভেবে দেখুন বউমার মনের অবস্থা! তাঁর সন্তান আর ননদ কিংবা দেওর একইসঙ্গে জন্মাবে বাড়িতে! রীতিমতো কাঁদতে শুরু করেন মহিলা। এই ভিডিওটি শেয়ার হওয়ার পরেই হু হু গতিতে ভাইরাল। যদিও নেটিজেনদের একাংশের দাবি,শাশুড়িমা ওয়াইনের নেশায় এ'কথা বলেছেন।
ভেবে দেখুন বউমার মনের অবস্থা! তাঁর সন্তান আর ননদ কিংবা দেওর একইসঙ্গে জন্মাবে বাড়িতে! রীতিমতো কাঁদতে শুরু করেন মহিলা। এই ভিডিওটি শেয়ার হওয়ার পরেই হু হু গতিতে ভাইরাল। যদিও নেটিজেনদের একাংশের দাবি,শাশুড়িমা ওয়াইনের নেশায় এ'কথা বলেছেন।
advertisement
advertisement
advertisement