Trending Viral Story: মা ও মেয়ে একসঙ্গে গর্ভবতী, হাসপাতালে হবু সন্তানদের 'বাবা'র নাম দেখে চিকিৎসকের চোখ কপালে, কী লেখা ছিল? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Trending Viral Story:এক মা ও মেয়ে একইসময়ে গর্ভবতী হন। একসঙ্গে হাসপাতালেও যান। সেখানে গর্ভস্থ শিশু কেমন আছে, তা জানতে মা ও মেয়ের আল্ট্রাসাউন্ড করেন চিকিৎসকরা। এর পর রিপোর্ট বার হয়। সেই রিপোর্টে হবু সন্তানের বাবার নাম দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের।
advertisement
advertisement
আগে একটু অতীতে যেতে হবে। মায়ের নাম ড্যানি সুইং। মেয়ের নাম জেড টিন। তাঁরা আমেরিকার বাসিন্দা। জেড-এর বয়স যখন ২২ বছর, তখন ড্যানি আর তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ৪৪ বছরের ড্যানি ফের প্রেমে পড়েন। তাঁর প্রেমিকের নাম নিকোলাস। ড্যানি আর নিকোলাস বিয়ে করেন, নতুন করে ঘর বাঁধেন। সেখানে মেয়ে জেড-কেও সঙ্গে এনে রাখেন ড্যানি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement