Girlfriend-Boyfriend Viral News: রাতে ঘুমের মধ্যে হাঁটে প্রেমিকা, সকালে ঘুম ভাঙতেই চমকে উঠল প্রেমিক, খাটে ওটা কী? শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত...

Last Updated:
Girlfriend-Boyfriend Viral News:সম্প্রতি, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর প্রেমিকার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। এক রাতে তিনি ঘুমের মধ্যে হাঁটছিলেন। পরের দিন সকালে দু’জনেই ঘুম থেকে উঠে চমকে উঠলেন...
1/7
অনেকেই ঘুমের মধ্যে হাঁটেন। ডাক্তারি পরিভাষায় একে বলে সোমনাম্বুলিজম, যা স্লিপ ওয়াকিং নামেও পরিচিত। এই অসুখে আক্রান্ত ব্যক্তিরা ঘুমন্ত অবস্থায় হাঁটাহাটি করেন। কেউ কেউ এই সমস্যার ব্যাপারে সচেতন, আবার কেউ কেউ নন। কিন্তু এই সমস্যা কখনও কখনও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ একজন ব্যক্তি নিজেই জানেন না, ঘুমের মধ্যে হাঁটার সময় তিনি কী করতে পারেন। Representative Image 
Image Generated By AI
অনেকেই ঘুমের মধ্যে হাঁটেন। ডাক্তারি পরিভাষায় একে বলে সোমনাম্বুলিজম, যা স্লিপ ওয়াকিং নামেও পরিচিত। এই অসুখে আক্রান্ত ব্যক্তিরা ঘুমন্ত অবস্থায় হাঁটাহাটি করেন। কেউ কেউ এই সমস্যার ব্যাপারে সচেতন, আবার কেউ কেউ নন। কিন্তু এই সমস্যা কখনও কখনও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ একজন ব্যক্তি নিজেই জানেন না, ঘুমের মধ্যে হাঁটার সময় তিনি কী করতে পারেন। Representative Image Image Generated By AI
advertisement
2/7
সম্প্রতি, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর প্রেমিকার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। এক রাতে তিনি ঘুমের মধ্যে হাঁটছিলেন। পরের দিন সকালে দু’জনেই ঘুম থেকে উঠে চমকে উঠলেন। দেখলেন, বিছানায় এক অদ্ভুত জিনিস রয়েছে। ওই ব্যক্তি সেই জিনিসের ছবি তুলে রেডিটে পোস্ট করেন এবং নেটিজেনদের কাছে জানতে চান, জিনিসটা আসলে কী?Representative Image 
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] সম্প্রতি, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর প্রেমিকার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। এক রাতে তিনি ঘুমের মধ্যে হাঁটছিলেন। পরের দিন সকালে দু’জনেই ঘুম থেকে উঠে চমকে উঠলেন। দেখলেন, বিছানায় এক অদ্ভুত জিনিস রয়েছে। ওই ব্যক্তি সেই জিনিসের ছবি তুলে রেডিটে পোস্ট করেন এবং নেটিজেনদের কাছে জানতে চান, জিনিসটা আসলে কী? Representative Image Image Generated By AI
[/caption]
advertisement
3/7
রেডিটে এক ব্যক্তি জানান, তাঁর প্রেমিকা রাতে ঘুমের মধ্যে হাঁটার সময় একটি রহস্যময় বস্তু সঙ্গে করে নিয়ে আসে। পোস্ট-টি সত্যিই অবাক করার মতো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোরণের সৃষ্টি হয়। রেডিট ইউজার u/Brave_Dog8042 রবিবার একটি পোস্ট শেয়ার করেন, সেখানে তিনি একটি প্লাস্টিকের গোলাকার বস্তুর ছবি দিয়ে লিখেছেন— “আমার প্রেমিকা গত রাতে ঘুমের মধ্যে হাঁটছিলেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখি এটা বিছানায় রয়েছে। এটা কী?”Image: Reddit
রেডিটে এক ব্যক্তি জানান, তাঁর প্রেমিকা রাতে ঘুমের মধ্যে হাঁটার সময় একটি রহস্যময় বস্তু সঙ্গে করে নিয়ে আসে। পোস্ট-টি সত্যিই অবাক করার মতো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোরণের সৃষ্টি হয়। রেডিট ইউজার u/Brave_Dog8042 রবিবার একটি পোস্ট শেয়ার করেন, সেখানে তিনি একটি প্লাস্টিকের গোলাকার বস্তুর ছবি দিয়ে লিখেছেন— “আমার প্রেমিকা গত রাতে ঘুমের মধ্যে হাঁটছিলেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখি এটা বিছানায় রয়েছে। এটা কী?”
Image: Reddit
advertisement
4/7
তিনি আরও লিখেছেন, “ আমার প্রেমিকা ঘুমের মধ্যে ফ্ল্যাটের ভিতরেই হাঁটছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় এই অদ্ভুত জিনিসটা রয়েছে। গত এক ঘণ্টা ধরে ভাবছি এটা আসলে কী। এটা প্লাস্টিকের তৈরি এবং এতে তিনটে চাকাও আছে।”
তিনি আরও লিখেছেন, “ আমার প্রেমিকা ঘুমের মধ্যে ফ্ল্যাটের ভিতরেই হাঁটছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় এই অদ্ভুত জিনিসটা রয়েছে। গত এক ঘণ্টা ধরে ভাবছি এটা আসলে কী। এটা প্লাস্টিকের তৈরি এবং এতে তিনটে চাকাও আছে।”
advertisement
5/7
পোস্টটি শেয়ার হতেই ভাইরাল। ৩,৬০০-রও বেশি মানুষ পোস্টটায় কমেন্ট করেছেন। একজন ইউজার লেখেন, ''এটা মাইক্রোওয়েভের ভিতরে থাকে, এর উপরেই কাঁচের প্লেটটা রাখা হয়, যাতে সেটি ঘুরতে পারে।'' আর একজন ইউজার বলেন, '' এটা যদি মাইক্রোওয়েভের ভিতর থেকে বার করে আনা হয়, তা হলে প্রশ্ন হল, কাচের প্লেটটা কোথায়? এটা কিন্তু ভয়ের বিষয়।”আরেকজন ইউজার বলেন— “ঘুমের মধ্যে হাঁটার সময় মানুষ খুবই অদ্ভুত কাজ করতে পারে। একবার আমি আমার চশমা আলমারির ড্রয়ারের ভিতর রেখে দিয়েছিলাম। আমি চশমা ছাড়া দেখতে পাই না, তাই বুঝতে পারছেন, কতটা কঠিন ছিল সেটা খুঁজে বার করা। ''
Representative Image 
Image Generated By AI
পোস্টটি শেয়ার হতেই ভাইরাল। ৩,৬০০-রও বেশি মানুষ পোস্টটায় কমেন্ট করেছেন। একজন ইউজার লেখেন, ''এটা মাইক্রোওয়েভের ভিতরে থাকে, এর উপরেই কাঁচের প্লেটটা রাখা হয়, যাতে সেটি ঘুরতে পারে।'' আর একজন ইউজার বলেন, '' এটা যদি মাইক্রোওয়েভের ভিতর থেকে বার করে আনা হয়, তা হলে প্রশ্ন হল, কাচের প্লেটটা কোথায়? এটা কিন্তু ভয়ের বিষয়।” আরেকজন ইউজার বলেন— “ঘুমের মধ্যে হাঁটার সময় মানুষ খুবই অদ্ভুত কাজ করতে পারে। একবার আমি আমার চশমা আলমারির ড্রয়ারের ভিতর রেখে দিয়েছিলাম। আমি চশমা ছাড়া দেখতে পাই না, তাই বুঝতে পারছেন, কতটা কঠিন ছিল সেটা খুঁজে বার করা। '' Representative Image Image Generated By AI
advertisement
6/7
সোমনাম্বুলিজম, যা স্লিপ ওয়াকিং এমন একটি পরিস্থিতি, যেখানে একজন ব্যক্তি ঘুমের মধ্যে আংশিক জেগে উঠে হাঁটতে শুরু করেন। এই সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হন। সাধারণত ঘুমানোর প্রথম ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই এই হাঁটা শুরু হয়, তবে কখনও কখনও দিনের ঘুম বা ঝিমুনির সময়ও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটি কয়েক মিনিট স্থায়ী হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় ধরে চলতে পারে।Representative Image 
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] সোমনাম্বুলিজম, যা স্লিপ ওয়াকিং এমন একটি পরিস্থিতি, যেখানে একজন ব্যক্তি ঘুমের মধ্যে আংশিক জেগে উঠে হাঁটতে শুরু করেন। এই সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হন। সাধারণত ঘুমানোর প্রথম ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই এই হাঁটা শুরু হয়, তবে কখনও কখনও দিনের ঘুম বা ঝিমুনির সময়ও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটি কয়েক মিনিট স্থায়ী হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় ধরে চলতে পারে। Representative Image Image Generated By AI
[/caption]
advertisement
7/7
যদি এই সমস্যা মাঝে মাঝে ঘটে, তবে এটিকে স্বাভাবিক ধরা হয় এবং বিশেষ কোনও চিকিৎসার প্রয়োজন হয় না। ঘুমের মধ্যে হাঁটার সময় ব্যক্তির মস্তিষ্ক আংশিকভাবে জেগে থাকে, কিন্তু শরীর ঘুমন্ত অবস্থায় থাকে। ফলে ব্যক্তি দরজা খোলা, জিনিসপত্র এখানে-ওখানে রাখা, এমনকি বাড়ির বাইরে চলে যাওয়ার মতো অদ্ভুত কাজও করতে পারেন।

Representative Image 
Image Generated By AI
যদি এই সমস্যা মাঝে মাঝে ঘটে, তবে এটিকে স্বাভাবিক ধরা হয় এবং বিশেষ কোনও চিকিৎসার প্রয়োজন হয় না। ঘুমের মধ্যে হাঁটার সময় ব্যক্তির মস্তিষ্ক আংশিকভাবে জেগে থাকে, কিন্তু শরীর ঘুমন্ত অবস্থায় থাকে। ফলে ব্যক্তি দরজা খোলা, জিনিসপত্র এখানে-ওখানে রাখা, এমনকি বাড়ির বাইরে চলে যাওয়ার মতো অদ্ভুত কাজও করতে পারেন। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
advertisement