Toothpaste Squeezing Personality Test: সকালে ব্রাশ করার আগে কীভাবে টুথপেস্ট বার করেন? তা-ই বলে দেবে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Toothpaste Squeezing Personality Test: টুথপেস্ট টিউব থেকে আপনি কীভাবে পেস্ট বার করেন, তার উপর নির্ভর করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
টিউবের নীচের অংশে চেপে ধরেন- টুথপেস্ট নীচ থেকে চেপে ধরে পেস্ট বার করে কাজ হয়ে গেলে নীচের অংশকে ভাঁজ করে রেখে দেওয়ার অভ্যাস থাকলে আপনি বিশেষ গুণের অধিকারী। পেস্ট বার করার এটিই সবথেকে নিখুঁত অভ্যাস হলেও অনেকেই করেন না। ভীষণ নিখুঁত ভাবে কাজ করতে ভালবাসেন। খুবই গোছানো আপনি। অত্যধিক বিচক্ষণ এবং আসল পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পছন্দ করেন। অপচয়কে ঘৃণা করেন। কাজ শুরু করে শেষ করার ক্ষমতা রাখেন। সুশৃঙ্খল জীবনযাপনে বিশ্বাসী।
advertisement
টিউবের কেন্দ্রবিন্দুতে চেপে ধরেন- পৃথিবীর বেশিরভাগ মানুষ এটিই করেন। আপনি তাঁদেরই একজন। সব কিছুতে পারদর্শী। ব্যস্ত, স্বাধীন জীবনযাপন করেন যা সামাজিকও বটে। ভীষণ সংগঠিত না হলেও কঠোর ব্যক্তিত্ব রয়েছে। সমস্যা দেখা দিলে মাথা ঠান্ডা রেখে সমাধান করেন। ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা অনেক। সবাই আপনাকে পছন্দ করেন। মানসিক স্থিতিশীলতা বজায় রেখে সামাজিক যাপনে বিশ্বাসী।