1/ 5


প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে সুখী দাম্পত্য পেতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
2/ 5


চাণক্য বলেন, সংসারে পুরুষ-মহিলার সমান অবদান থাকা উচিত। একজনের ত্রুটি বিচ্যুতি থাকলে অন্যজনের কাজ তা সামাল দেওয়া। তবেই সংসারে সুখ বর্ষিত হয়।
3/ 5


চাণক্য বলেন, বিয়ের আগে নিজের পরিবারের সঙ্গে পাত্রীর সম্পর্ক কেমন তা জানতে। কারণ যে নারী নিজের পিতা মাততার সঙ্গে ছলনা করতে পারে তিনি বিশ্বাসযোগ্য নন।
4/ 5


চাণক্য বলেন, পরিবারের অন্য কোনও নারীকে নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনায় লিপ্ত না হতে। তার ফল ভালো হয় না।