সানি লিওনির ভক্ত হলেই ১০ শতাংশ ছাড়। এক মাংস বিক্রেতা এমন অফার দিয়েই ক্রেতাদের টানছেন তাঁর দোকানের দিকে। কর্ণাটকের প্রসাদ কে এন নামের সেই মাংস বিক্রেতার দোকানে ভিড় করছেন ক্রেতারা। ২ বছরের বেশি সময় ধরে কর্মাটকের মাণ্ড্য জেলায় মাংসের দোকান চালান তিনি। তবে এখন এমন অফার দেওয়ায় বিক্রি বেশ বেড়েছে তাঁর। প্রসাদ বলছিলেন, অনেকে সানিকে স্রেফ পর্ন স্টার মনে করে। তবে আমি ওর সম্পর্কে অনেক কিছু পড়েছি। ও সমাজের জন্য অনেক কাজ করে। আমি ওর ভক্ত। প্রসাদ আরও বলেছেন, আমি ওই অফার দিচ্ছি যাতে সানির ভক্তের সংখ্যা আরও বাড়ে। তা হলে সানি সমাজের জন্য আরও ভাল ভাল কাজ করতে পারবে।