দেশের এই সব মন্দিরে পুরুষের প্রবেশাধিকার নেই, মহিলারাই এখানে সর্বেসর্বা

Last Updated:
1/8
আমাদের দেশে বেশ কিছু ধার্মিক স্থান রয়েছে ৷ যেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই ৷ তবে অনেকেই হয়ত জানেন না এমন বেশ কিছু মন্দির রয়েছে যেখানে পুরুষেরও প্রবেশাধিকার নেই ৷ তবে অনুমতি থাকলেও তা দিনের আলোয় ৷ আমাদের দেশে ৮ এমন মন্দির রয়েছে যেখানে পুরুষের প্রবেশাধিকার নেই ৷ কেরলের আট্টুকল মন্দির যেখানে পুজো শুধুমাত্র মহিলারাই করে থাকেন ৷ এই সমন্দিরে সম্পূর্ণ রূপে পুরুষের প্রবেশ নেই ৷ পোঙ্গলে এখানে প্রায় ৩০ লক্ষ মহিলার সমাগম হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
আমাদের দেশে বেশ কিছু ধার্মিক স্থান রয়েছে ৷ যেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই ৷ তবে অনেকেই হয়ত জানেন না এমন বেশ কিছু মন্দির রয়েছে যেখানে পুরুষেরও প্রবেশাধিকার নেই ৷ তবে অনুমতি থাকলেও তা দিনের আলোয় ৷ আমাদের দেশে ৮ এমন মন্দির রয়েছে যেখানে পুরুষের প্রবেশাধিকার নেই ৷ কেরলের আট্টুকল মন্দির যেখানে পুজো শুধুমাত্র মহিলারাই করে থাকেন ৷ এই সমন্দিরে সম্পূর্ণ রূপে পুরুষের প্রবেশ নেই ৷ পোঙ্গলে এখানে প্রায় ৩০ লক্ষ মহিলার সমাগম হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
কন্যাকুমারীর ভগবতী মন্দির : এখানে  মা ভগবতীকে কন্যা অর্থাৎ মেয়ের মত করে পুজো করা হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
কন্যাকুমারীর ভগবতী মন্দির : এখানে মা ভগবতীকে কন্যা অর্থাৎ মেয়ের মত করে পুজো করা হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
ত্রম্বকেশ্বর মন্দির : আগে এই মন্দিরে নারীদের প্রবেশ নিষেধ ছিল তবে পুরুষের প্রবেশাধিকার আছে ৷ তবে বোম্বে হাইকোর্ট এক নির্দেশে পুরুষের প্রবেশাধিকারে নিষেধ করেছে ৷ ছবি সংগৃহীত ৷
ত্রম্বকেশ্বর মন্দির : আগে এই মন্দিরে নারীদের প্রবেশ নিষেধ ছিল তবে পুরুষের প্রবেশাধিকার আছে ৷ তবে বোম্বে হাইকোর্ট এক নির্দেশে পুরুষের প্রবেশাধিকারে নিষেধ করেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
ব্রহ্মা মন্দির পুষ্কর : চতুর্দশ শতাব্দীতে নির্মিত হয়েছে এই মন্দির ৷ এই মন্দিরে বিবাহিত পুরুষের প্রবেশ নিষেধ ৷ কথিত আছে প্রজাপতি ব্রহ্মা তাঁর স্ত্রী দেবী সরস্বতীর সঙ্গে এই পুষ্করে অনেক সময়েই আসতেন ৷ কোনও এক সময়ে দেবী সরস্বতী প্রচণ্ড রেগে গিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন তারপর থেকেই বিবাহিত পুরুষদের এই মন্দিরে প্রবেশাধিকার নেই ৷ ছবি সংগৃহীত ৷
ব্রহ্মা মন্দির পুষ্কর : চতুর্দশ শতাব্দীতে নির্মিত হয়েছে এই মন্দির ৷ এই মন্দিরে বিবাহিত পুরুষের প্রবেশ নিষেধ ৷ কথিত আছে প্রজাপতি ব্রহ্মা তাঁর স্ত্রী দেবী সরস্বতীর সঙ্গে এই পুষ্করে অনেক সময়েই আসতেন ৷ কোনও এক সময়ে দেবী সরস্বতী প্রচণ্ড রেগে গিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন তারপর থেকেই বিবাহিত পুরুষদের এই মন্দিরে প্রবেশাধিকার নেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
  সন্তোষীমা মন্দির : এই মন্দিরে মহিলারা মা সন্তোষীর ব্রত রাখেন ও পুজো করে থাকেন ৷ মূলত কুমরী মহিলারাই মা সন্তোষীর ব্রত করেন ৷ এই পুজোর করতে হলে টক খাওয়া চলবেনা ৷ পুরুষেরা মায়ের পুজো করতে পারেন ৷ তবে শুক্রবার সন্তোষী মায়ের কোনও মন্দিরেই তাঁদের প্রবেশাধিকার নেই ৷
সন্তোষীমা মন্দির : এই মন্দিরে মহিলারা মা সন্তোষীর ব্রত রাখেন ও পুজো করে থাকেন ৷ মূলত কুমরী মহিলারাই মা সন্তোষীর ব্রত করেন ৷ এই পুজোর করতে হলে টক খাওয়া চলবেনা ৷ পুরুষেরা মায়ের পুজো করতে পারেন ৷ তবে শুক্রবার সন্তোষী মায়ের কোনও মন্দিরেই তাঁদের প্রবেশাধিকার নেই ৷
advertisement
6/8
মাতা মন্দির মুজফফরপুর : এখানেও শুধুমাত্র মহিলাদের প্রবেশাধিকার আছে ৷ ছবি সংগৃহীত ৷
মাতা মন্দির মুজফফরপুর : এখানেও শুধুমাত্র মহিলাদের প্রবেশাধিকার আছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
কামরূপ কামাক্ষা মন্দির : এই মন্দিরে মহিলাদের কেবলমাত্র ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার রয়েছে ৷ এখানে মাকে শুধুমাত্র মহিলা পূজারিরা সেবা করে থাকেন ৷ যেখানে নারীর ঋতুচক্রের সময়কে শুভ বলে মনে করা হয়ে থাকে ৷ পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা সতীর কোমর কেটে ছিলেন সেই কোমর এই স্থানে পড়তেই কামাক্ষা মন্দির নির্মিত হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
কামরূপ কামাক্ষা মন্দির : এই মন্দিরে মহিলাদের কেবলমাত্র ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার রয়েছে ৷ এখানে মাকে শুধুমাত্র মহিলা পূজারিরা সেবা করে থাকেন ৷ যেখানে নারীর ঋতুচক্রের সময়কে শুভ বলে মনে করা হয়ে থাকে ৷ পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা সতীর কোমর কেটে ছিলেন সেই কোমর এই স্থানে পড়তেই কামাক্ষা মন্দির নির্মিত হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
ছক্কূলাথুবু মন্দির : এই মন্দিরে মহিলারা পুজো দিয়ে থাকেন ৷ এই মন্দিরে ভগবতী মাকে মা দুর্গার অবতার বলে মনে করা হয়ে থাকে ৷ এই মন্দিরের পুরুষ পূজারিরা ডিসেম্বর মাসে মহিলা পূজারিদের জন্য দশ দিনের উপোস রাখেন ৷ নারীরা যেদিন পুজো করেন সেদিন পুরুষের প্রবেশাধিকার থাকেনা ৷ ছবি সংগৃহীত ৷
ছক্কূলাথুবু মন্দির : এই মন্দিরে মহিলারা পুজো দিয়ে থাকেন ৷ এই মন্দিরে ভগবতী মাকে মা দুর্গার অবতার বলে মনে করা হয়ে থাকে ৷ এই মন্দিরের পুরুষ পূজারিরা ডিসেম্বর মাসে মহিলা পূজারিদের জন্য দশ দিনের উপোস রাখেন ৷ নারীরা যেদিন পুজো করেন সেদিন পুরুষের প্রবেশাধিকার থাকেনা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement