এই প্রাণীদের ঘুম ভাঙালে মহা বিপদ, ২৫০০ বছর আগে সাবধান করেছেন চাণক্য
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
অনেকেই বলেন এই প্রাণীরা আসলে প্রতীকী। আসলে ওই গুণ বিশিষ্ট মানুষের কথাই বলতে চেয়েছেন চাণক্য।
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। একে গণস্মৃতির দলিল বলা যায়। আড়াই হাজার বছর আগে চাণক্য বহু সাবধানী উল্লেখ করেছেন তার মধ্যে একটি ঘুমন্ত প্রাণী সংক্রান্ত। অনেকেই বলেন এই প্রাণীরা আসলে প্রতীকী। আসলে ওই গুণ বিশিষ্ট মানুষের কথাই বলতে চেয়েছেন চাণক্য। দেখা যাক, কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
advertisement
advertisement
advertisement