Haunted Highways of India: রাতের হাইওয়েতে গা ছমছম! লোকে বলে, ভারতের এই রাস্তাগুলোতে নাকি ভূতের আড্ডা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Haunted Highways of India: এই সব হাইওয়েতে রাতের বেলা অনেকে অনেকরকম অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছেন। সেসব কি ভূতুড়ে?
advertisement
তামিলনাড়ুর সত্যমঙ্গলম অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়া মহাসড়কটিকেও ভূতুড়ে বলে মনে করেন অনেকে। অনেকের কাছেই এই রাস্তা দিয়ে যাতায়াতের অভিজ্ঞতা ভাল নয়।। লোকজন বলে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অপরিচিত লোকের কন্ঠস্বর শুনেছেন এবং অদ্ভুত আলোও দেখেছেন। তবে এখনও পর্যন্ত এসব ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানিয়ে রাখা ভাল, এই জঙ্গলে ডাকাত বীরাপ্পনের আড্ডা ছিল। তাঁকে পরে পুলিশ এনকাউন্টার করে।
advertisement
advertisement
ভানগড় দুর্গকে ভারতের অন্যতম ভুতুড়ে স্থান হিসাবে বিবেচনা করা হয়। জনশ্রুতি আছে, দিল্লি-জয়পুর হাইওয়েতে রাতের বেলা অনেক ভূতুড়ে কাণ্ড ঘটে। এই হাইওয়েকে অভিশপ্ত বলে মনে করা হয়। অনেক মানুষ বিশ্বাস করেন, এই রাস্তায় অনেক ভয় ধরানো ঘটনার সম্মুখীন হতে হয়। তবে সেসবের কোনও বাস্তব ব্যাখ্যা করা যাবে না। অনেকে বলেন, দুর্গের কাছাকাছি গিয়ে অনেকেই কিছু নেতিবাচক শক্তি এবং অদ্ভুত জিনিস অনুভব করেছেন।
advertisement
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং জামশেদপুরের সংযোগকারী জাতীয় মহাসড়ক-৩৩-এ ভয়ঙ্কর সব দুর্ঘটনা ঘটে। অনেকে বলেন, বেশ কিছু ক্ষেত্রে সেসব দুর্ঘটনা অস্বাভাবিক। এই নিয়ে কেউ কেউ বলেন, ভূতে এমনটা করছে। আবার কেউ কেউ বিশ্বাস করে, এই রাস্তা অভিশপ্ত। এই মহাসড়কের পাশে একটি মন্দির রয়েছে। জনশ্রুতি আছে, কোনও চালক গাড়ি থামিয়ে ওই মন্দিরে প্রার্থনা না করলে তাঁর গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই যুক্তি যদিও বেশ অদ্ভুত।