বিশ্বের পাঁচটি দেশে নামা-ওঠা করে না কোনও বিমান! কারণ জানলে তাজ্জব হতে হবে
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আজও, এপৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে, যার স্থলসীমায় নেই একটিও বিমানবন্দর। অর্থাৎ দেশের ভিতরে কোনও বিমান ওঠানামা করে না। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। তবে এই দেশগুলির প্রত্যেকেই যে স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছে, তা নয়।
advertisement
কিন্তু আজও, এপৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে, যার স্থলসীমায় নেই একটিও বিমানবন্দর। অর্থাৎ দেশের ভিতরে কোনও বিমান ওঠানামা করে না। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। তবে এই দেশগুলির প্রত্যেকেই যে স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছে, তা নয়। বহু দেশের ভূ-প্রকৃতিই বিমানবন্দর তৈরির অন্তরায়। দেখে নেওয়া যাক এমন দেশগুলির নাম—
advertisement
advertisement
ভাটিক্যান সিটি— এটিকে বিশ্বের সব থেকে ছোট দেশ হিসেবে গণ্য করা হয়। মাত্র ৮০০ জন নাগরিক রয়েছেন। এর আয়তনও এত কম যে বিমানবন্দর গড়ে তোলা সম্ভব হয়নি। এমনকী বিকল্প পরিবহণ হিসেবে জলপথও নেই। বলা ভাল, এটি বিশ্বের এমন একটি দেশ, যেখানে পায়ে হেঁটেই যাতায়াত করা যেতে পারে। তবু, এখানে রেলের ব্যবস্থা রয়েছে। রেল যোগেই মাত্র আধঘণ্টায় পৌঁছে যাওয়া যেতে পারে নিকটবর্তী ফিউমিসিনো এবং সিয়াম্পিনো বিমানবন্দরে।
advertisement
advertisement
advertisement