Home » Photo » off-beat » Sawan Somvar 2022|| শ্রাবণের সোমবার, ভুলেও ৩ খাবার মুখে তুলবেন না, ফল হতে পারে মারাত্মক
Sawan Somvar 2022|| শ্রাবণের সোমবার, ভুলেও ৩ খাবার মুখে তুলবেন না, ফল হতে পারে মারাত্মক
3 food strictly prohibited during Sawan: শ্রাবণের সোমবার শিবরাত্রি হিসেবে দেখা হয় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস পালন করেন ধর্মপ্রাণ মানুষেরা। শ্রাবণের সোমবার কিছু কিছু খাবার এড়িয়ে যাওয়া ভাল।
*শ্রাবণের সোমবার শিবরাত্রি হিসেবে দেখা হয় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস পালন করেন ধর্মপ্রাণ মানুষেরা। শ্রাবণ মাস নিয়ে পুরাণে গল্পকথা মেলে। সংগৃহীত ছবি।
2/ 6
*শ্রাবণের সোমবার কিছু কিছু খাবার এড়িয়ে যাওয়া ভাল। যেমন বেগুন। তবে এর পেছনে ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। প্রতীকী ছবি।
3/ 6
*শ্রাবণে মাসে কোনও দুগ্ধজাত দ্রব্য চেষ্টা করবেন না খেতে। প্রতীকী ছবি।
4/ 6
*শ্রাবণে সবুজ শাবসবজি না খাওয়াই ভাল। বৈজ্ঞানিক মতে, বলছে বর্ষাকালে সবুজ শাক-সবজিতে পোকামাকড় ও ব্যাক্টেরিয়া বাসা বাঁধে। তাই এই সময় শাকসবজি খুব বেশি না খাওয়াই ভাল। প্রতীকী ছবি।
5/ 6
*শাস্ত্রে শ্রাবণ মাসে দান-ধ্যান করার নির্দেশ রয়েছে। শ্রাবণে দান করলে স্বয়ং মহাদেব আপনার ওপর খুশি হন। শ্রাবণে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে। মহাদেবের আশীর্বাদে ধন-সম্পদ বর্ষিত হতে পারে আপনার ওপর। প্রতীকী ছবি।
6/ 6
*শ্রাবণ মাসে কোনও দরিদ্রকে খাদ্য, পানীয়, বস্ত্র দান করতে পারেন। ছাড়া গোরু, ঘোড়াও দান করা যায়। বিছানা, ছাতা ও বসার জন্য আসন দান করলেও শ্রাবণ মাসে তার শুভ ফল পাওয়া যায়। প্রতীকী ছবি।