

মা সারদা তিনি সকলের মা ৷ পরম মমতাময়ী মা, জয়রামবাটির এক সাধারণ পরিবারে জন্মে এক অসাধারণ হয়ে উঠেছিলেন ৷ ছবি সংগৃহীত ৷


স্বয়ং অন্নপূর্ণা মা সারদা ৷ তাঁর কাছে ছেলের এলে কখনই না খেয়ে ফিরে যেতেন না ৷ মা কামারপুকুরের বাড়িতে সব সময়েই বিভিন্ন রান্নাবান্না নিয়েই থাকতেন ৷ সবাইকে নির্দেশ দিতেন যাতে ছেলেরা এলে না খেয়ে যেন না ফিরে যান ৷ ছবি সংগৃহীত ৷


মা সব সময়েই উপদেশ দিতেন কোনও ভাবেই যেন কারোর ক্ষতি না হয় ৷ মা সন্তানদের উপহার দিয়েছেন তাঁর গলার হার ৷ মায়ের গলার সোনার হারের কথা বলা হচ্ছে না ৷ মায়ের গলার অলঙ্কার বলতে বোঝানো হচ্ছে অন্যের দুঃখ কষ্ট নিজে ধারণ করে মুক্তি দিতে ৷ ছবি সংগৃহীত ৷


পুরাণে উল্লিখিত আছে সমুদ্রমন্থনের সময়ে যখন বিষ উঠেছিল সেই বিষ কন্ঠে ধারণ করে মহাদেব জীবনকূলতকে বাঁচিয়েছিলেন ৷ তেমনই মা নির্দেশ দিয়েছেন তাঁর সন্তানদের ৷ অন্যের খারাপগুলি খারাপ ভাবে না ধরে সেইগুলিকে ভালকরতে হবে নিজেকেই ৷ ছবি সংগৃহীত ৷