মা ভবতারিণীর আশীর্বাদে দক্ষিণেশ্বরের মন্দির আজ বিশ্বের দরবারে অত্যন্ত প্রশংসিত, দূর দূরান্ত থেকে মা ভবতারিণীকে দর্শনে আসেন মায়ের ভক্তরা ৷ রানি রাসমণির স্বপ্নের দক্ষিণেশ্বরে পায়ের ধুলো পড়েছিল ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যোগ্য সহযোগিতা করেছিলেন মা সারোদা ৷ সেদিনের মন্দিরের প্রধান পুরোহিত মায়ের কৃপায় আজ সংসারের পরম পূজনীয় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ৷ কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের কঠোর তপস্যায় মা ভবতারিণী সন্তুষ্ট হয়েছিলেন ৷ মায়ের সেবাতেই ঠাকুর নিজের জীবন অতিবাহিত করেছিলেন ৷ মা ভবতারিণী কৃপায় সমাজ সংসারের সমস্ত দুঃখ দুর্দশার পরিসমাপ্তি ঘটে ৷