মালাবদল শেষ, সিঁদুরদানের আগে বর হঠাৎ বললেন, 'টয়লেটে যাব'! গেলেনও, কিন্তু... যা হল হতবাক সবাই

Last Updated:
Groom: বর পক্ষের লোকজন ভোজনপর্বে ব্যস্ত। হলঘরে চলছে বিয়ের মূল রীতি। এমন সময় বর হঠাৎ বলে বসলেন, "আমাকে একটু টয়লেটে যেতে হবে।" প্রথমে সকলে ভাবলেন, স্বাভাবিক প্রয়োজন। তার পর?
1/10
মন্ত্রপাঠ চলছিল। কণ্ঠে পুরোহিতের দৃঢ় উচ্চারণ—“ওম মঙ্গলং...”। পুষ্পবৃষ্টি আর হাসিতে মুখর ছিল নিমইয়ার বিয়ে বাড়ি। বর-কনের মালাবদল সবে সম্পন্ন হয়েছে। সবাই অপেক্ষা করছেন সিঁদুরদানের মুহূর্তের। আর ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা, জেলায় ছড়িয়ে দিল তীব্র আলোড়ন।
মন্ত্রপাঠ চলছিল। কণ্ঠে পুরোহিতের দৃঢ় উচ্চারণ—“ওম মঙ্গলং...”। পুষ্পবৃষ্টি আর হাসিতে মুখর ছিল নিমইয়ার বিয়ে বাড়ি। বর-কনের মালাবদল সবে সম্পন্ন হয়েছে। সবাই অপেক্ষা করছেন সিঁদুরদানের মুহূর্তের। আর ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা, জেলায় ছড়িয়ে দিল তীব্র আলোড়ন। (Representative Image: AI)
advertisement
2/10
কনের পরিবারের সকলেই প্রস্তুত। বর পক্ষের লোকজন ভোজনপর্বে ব্যস্ত। হলঘরে চলছে বিয়ের মূল রীতি। এমন সময় বর হঠাৎ বলে বসলেন, "আমাকে একটু টয়লেটে যেতে হবে।" প্রথমে সকলে ভাবলেন, স্বাভাবিক প্রয়োজন।
কনের পরিবারের সকলেই প্রস্তুত। বর পক্ষের লোকজন ভোজনপর্বে ব্যস্ত। হলঘরে চলছে বিয়ের মূল রীতি। এমন সময় বর হঠাৎ বলে বসলেন, "আমাকে একটু টয়লেটে যেতে হবে।" প্রথমে সকলে ভাবলেন, স্বাভাবিক প্রয়োজন। (Representative Image: AI)
advertisement
3/10
এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত। বর তো টয়লেটে গেল, আর ফিরল না! কানাঘুষো ছড়াতে শুরু করল—বর নাকি পালিয়েছে! সত্যিই কি তাই?
এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত। বর তো টয়লেটে গেল, আর ফিরল না! কানাঘুষো ছড়াতে শুরু করল—বর নাকি পালিয়েছে! সত্যিই কি তাই? (Representative Image: AI)
advertisement
4/10
একই সঙ্গে রটে গেল, বর অনুজ কুমার কোনও সিঁদুরদানে নেই, বরং নিঃশব্দে নিজের গ্রামে ফিরে গিয়েছে। বিয়ে রুখে দিয়ে। নিমিষেই বিয়েবাড়ির আনন্দ রূপ নেয় তীব্র উত্তেজনায়। শুরু হয় খোঁজ।
একই সঙ্গে রটে গেল, বর অনুজ কুমার কোনও সিঁদুরদানে নেই, বরং নিঃশব্দে নিজের গ্রামে ফিরে গিয়েছে। বিয়ে রুখে দিয়ে। নিমিষেই বিয়েবাড়ির আনন্দ রূপ নেয় তীব্র উত্তেজনায়। শুরু হয় খোঁজ। (Representative Image: AI)
advertisement
5/10
শেষমেশ কনের পক্ষের লোকজন গিয়ে বরের বাড়ি থেকে তাকে ধরে আনে। বসে গ্রামীণ পঞ্চায়েত। উপস্থিত স্থানীয় সরপঞ্চ রামনারেশ যাদব। এখানেই সামনে আসে চাঞ্চল্যকর সত্য।
শেষমেশ কনের পক্ষের লোকজন গিয়ে বরের বাড়ি থেকে তাকে ধরে আনে। বসে গ্রামীণ পঞ্চায়েত। উপস্থিত স্থানীয় সরপঞ্চ রামনারেশ যাদব। এখানেই সামনে আসে চাঞ্চল্যকর সত্য। (Representative Image: AI)
advertisement
6/10
অনুজ জানায়, তাঁর হৃদয়ে রয়েছেন অন্য এক তরুণী। সে তাঁকে ভালোবাসে, এবং তার সঙ্গে বিয়ে ছাড়া অন্য কোনও সম্পর্কে সে যেতে পারবে না। তাই সে পালিয়েছিল।
অনুজ জানায়, তাঁর হৃদয়ে রয়েছেন অন্য এক তরুণী। সে তাঁকে ভালোবাসে, এবং তার সঙ্গে বিয়ে ছাড়া অন্য কোনও সম্পর্কে সে যেতে পারবে না। তাই সে পালিয়েছিল। (Representative Image: AI)
advertisement
7/10
সরপঞ্চের রায়: এই বিয়ে হবে না। তবে বরের পরিবারের উচিত কনের পরিবারের সমস্ত বিয়ের খরচ ও সম্মানের ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া।
সরপঞ্চের রায়: এই বিয়ে হবে না। তবে বরের পরিবারের উচিত কনের পরিবারের সমস্ত বিয়ের খরচ ও সম্মানের ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া। (Representative Image: AI)
advertisement
8/10
এই ঘটনা বর্তমানে গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন প্রেমে পড়ে পালানো ‘নায়ক’, কেউ আবার প্রশ্ন তুলছেন এর নৈতিকতা নিয়ে। তবে এটুকু স্পষ্ট—এই বিয়ে যে নিমইয়ার ইতিহাসে এক রহস্যময় মোড় হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই ঘটনা বর্তমানে গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন প্রেমে পড়ে পালানো ‘নায়ক’, কেউ আবার প্রশ্ন তুলছেন এর নৈতিকতা নিয়ে। তবে এটুকু স্পষ্ট—এই বিয়ে যে নিমইয়ার ইতিহাসে এক রহস্যময় মোড় হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। (Representative Image: AI)
advertisement
9/10
পুলিশ সূত্রে খবর, ৭ মে ভারতের নেপাল সীমান্তবর্তী নিমইয়া গ্রামে হরেন্দ্র মাহাতোর কন্যার বিয়ে ঠিক হয়েছিল জোলগাঁও গ্রামের বাসিন্দা রমেশ মাহাতোর পুত্র অঞ্জ কুমারের সঙ্গে। সব কিছু ঠিকঠাক চলছিল। বর-কনে একে অপরকে মালা পরালেন, বারাতিরা খাওয়া-দাওয়ায় ব্যস্ত হলেন। মণ্ডপে পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে সিঁদুর দানের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় বর হঠাৎ বলেন—‘‘টয়লেট যেতে হবে।’’
পুলিশ সূত্রে খবর, ৭ মে ভারতের নেপাল সীমান্তবর্তী নিমইয়া গ্রামে হরেন্দ্র মাহাতোর কন্যার বিয়ে ঠিক হয়েছিল জোলগাঁও গ্রামের বাসিন্দা রমেশ মাহাতোর পুত্র অঞ্জ কুমারের সঙ্গে। সব কিছু ঠিকঠাক চলছিল। বর-কনে একে অপরকে মালা পরালেন, বারাতিরা খাওয়া-দাওয়ায় ব্যস্ত হলেন। মণ্ডপে পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে সিঁদুর দানের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় বর হঠাৎ বলেন—‘‘টয়লেট যেতে হবে।’’
advertisement
10/10
বরের এমন কথায় প্রথমে সকলেই হতবাক হলেও কেউই বুঝতে পারেননি কী হতে চলেছে। বর বেরিয়ে গিয়ে আর ফেরেনি। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সে বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে গিয়েছে। তারপরই কনের বাড়িতে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত ও রাগান্বিত পরিবার ও গ্রামবাসীরা পরে বরকে খুঁজে বের করে ধরে ফেলে।
বরের এমন কথায় প্রথমে সকলেই হতবাক হলেও কেউই বুঝতে পারেননি কী হতে চলেছে। বর বেরিয়ে গিয়ে আর ফেরেনি। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সে বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে গিয়েছে। তারপরই কনের বাড়িতে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত ও রাগান্বিত পরিবার ও গ্রামবাসীরা পরে বরকে খুঁজে বের করে ধরে ফেলে।
advertisement
advertisement
advertisement