নবপত্রিকা আসলে মা দুর্গার ন'টি রূপ, জগৎ জননীর সেই নয় রূপের সন্ধান রইল

Last Updated:
1/7
শারদ শুল্কা পঞ্চমী তিথিতে জগৎ জননীর উমার ঘরে ফেরার কাহিনি সমস্ত বাঙালির অজানা নেই ৷
শারদ শুল্কা পঞ্চমী তিথিতে জগৎ জননীর উমার ঘরে ফেরার কাহিনি সমস্ত বাঙালির অজানা নেই ৷
advertisement
2/7
মা মেনকার চরম আকূতি তিনি উমার মা তথা তাঁর স্বামী হিমালয়ের সামনে অভিমান করে বলেছিলেন গিরি এবার উমা এলে আর উমা পাঠাবনা ৷
মা মেনকার চরম আকূতি তিনি উমার মা তথা তাঁর স্বামী হিমালয়ের সামনে অভিমান করে বলেছিলেন গিরি এবার উমা এলে আর উমা পাঠাবনা ৷
advertisement
3/7
চারদিনের জন্য ছেলে মেয়েদের নিয়ে শারদ শুক্লা পঞ্চমীতে মায়ের ঘরে ফেরা ৷ চারদিন মায়ে ঝিয়ে চলবে নানান আলাপন ৷
চারদিনের জন্য ছেলে মেয়েদের নিয়ে শারদ শুক্লা পঞ্চমীতে মায়ের ঘরে ফেরা ৷ চারদিন মায়ে ঝিয়ে চলবে নানান আলাপন ৷
advertisement
4/7
মা মেনকা আর কৈলাসে তাঁর উমা পাঠাতে না চেয়ে অভিমান করেছেন যদি এসে মৃত্যঞ্জয় উমা নেবার কথা কয় ৷ মায়ে-ঝিয়ে করব ঝগড়া জামাই এলেও মানব না ৷
মা মেনকা আর কৈলাসে তাঁর উমা পাঠাতে না চেয়ে অভিমান করেছেন যদি এসে মৃত্যঞ্জয় উমা নেবার কথা কয় ৷ মায়ে-ঝিয়ে করব ঝগড়া জামাই এলেও মানব না ৷
advertisement
5/7
সপ্তমী থেকে দশমী এই চারদিন মায়ের আগমন হয় মর্তে ৷ সপ্তমী শুরু হয় নবপত্রিকা বা কলাবউয়ের স্নান দিয়েই ৷
সপ্তমী থেকে দশমী এই চারদিন মায়ের আগমন হয় মর্তে ৷ সপ্তমী শুরু হয় নবপত্রিকা বা কলাবউয়ের স্নান দিয়েই ৷
advertisement
6/7
আসলে এই নবপত্রিকা মা দুর্গার নয়টি রূপ ৷
আসলে এই নবপত্রিকা মা দুর্গার নয়টি রূপ ৷
advertisement
7/7
নব পত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা ৷ তবে নয়টি গাছ নিয়েই গঠিত হয় নব পত্রিকা নির্মিত হয়ে থাকে ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার প্রতীক ৷ এই নয়টি উদ্ভিদ কদলী বা রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান ৷ একটি সপত্র কলা গাছের সঙ্গে আরও ৮টি সপত্র উদ্ভিদ দুটি বেলে সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বেংধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়েই বউয়ের আকার দেওয়া এবং মা দুর্গার ডানপাশে রাখা থাকে, গণেশেরও ডান পাশে অধিষ্ঠিত ৷
নব পত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা ৷ তবে নয়টি গাছ নিয়েই গঠিত হয় নব পত্রিকা নির্মিত হয়ে থাকে ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার প্রতীক ৷ এই নয়টি উদ্ভিদ কদলী বা রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান ৷ একটি সপত্র কলা গাছের সঙ্গে আরও ৮টি সপত্র উদ্ভিদ দুটি বেলে সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বেংধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়েই বউয়ের আকার দেওয়া এবং মা দুর্গার ডানপাশে রাখা থাকে, গণেশেরও ডান পাশে অধিষ্ঠিত ৷
advertisement
advertisement
advertisement