পুরীর শ্রীজগন্নাথ মন্দির আইন, ১৯৫২ অনুযায়ী রেকর্ড জানার অধিকারে ১৯৭৮ সালে তালিকা তৈরি হয়েছে ।
6/ 9
সেই তালিকা অনুযায়ী, বাহার ভাণ্ডারে ১৫০ রকমের স্বর্ণ অলঙ্কার আছে। যার মধ্যে তিনটি সোনার হার আছে ।
7/ 9
যার এক একটির ওজন প্রায় দেড় কেজি । জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রীপায়রের ওজন যথাক্রমে সাড়ে ৯ কেজি এবং সাড়ে ৮ কেজি।
8/ 9
প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু ।
9/ 9
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথে চড়ে মামবাড়ি যাওয়ার দৃশ্য সবার কাছে পুণ্যার্জনের ৷ শাস্ত্রমতে রথের উপরে বামুনকে যিনি দেখেছেন তাঁর সমস্ত জীবন পূরণ হয়েছে ৷ তাঁর আর পুনর্জন্ম হয়েছে ৷
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথে চড়ে মামবাড়ি যাওয়ার দৃশ্য সবার কাছে পুণ্যার্জনের ৷ শাস্ত্রমতে রথের উপরে বামুনকে যিনি দেখেছেন তাঁর সমস্ত জীবন পূরণ হয়েছে ৷ তাঁর আর পুনর্জন্ম হয়েছে ৷