এক দিনে কোটিপতি! ৫ কোটি টাকাই শেষ করে দিল জীবন! কেবিসি-র সুশীল এখন দেউলিয়া!

Last Updated:
KBC winner sushil kumar: ৫ কোটি টাকা জিতলেন। এক টাকাও রাখতে পারলেন না! এখন কী করেন কেবিসি জয়ী সুশীল!
1/7
এক দিনে জিতেছিলেন ৫ কোটি টাকা। রাতারাতি বদলে গিয়েছিল জীবন। তবে সেই ৫ কোটি টাকাই সুশীল কুমারের জীবনটা তছনছ করে দেয়।
এক দিনে জিতেছিলেন ৫ কোটি টাকা। রাতারাতি বদলে গিয়েছিল জীবন। তবে সেই ৫ কোটি টাকাই সুশীল কুমারের জীবনটা তছনছ করে দেয়।
advertisement
2/7
কেবিসি ১৫ শুরু হতে চলেছে। তবে যে সুশীলের কথা আজ আমরা বলব, তিনি কেবিসি ৫- এ পাঁচ কোটি টাকা জিতেছিলেন।
কেবিসি ১৫ শুরু হতে চলেছে। তবে যে সুশীলের কথা আজ আমরা বলব, তিনি কেবিসি ৫- এ পাঁচ কোটি টাকা জিতেছিলেন।
advertisement
3/7
কথায় আছে, টাকা পেলেই হয় না, রাখতে জানতে হয়। বিহারের সুশীল কুমার যেন এই কথার সাপেক্ষে আদর্শ উদাহরণ। টাকা জেতার পর তাঁর জীবনটাই বদলে যায়।
কথায় আছে, টাকা পেলেই হয় না, রাখতে জানতে হয়। বিহারের সুশীল কুমার যেন এই কথার সাপেক্ষে আদর্শ উদাহরণ। টাকা জেতার পর তাঁর জীবনটাই বদলে যায়।
advertisement
4/7
২০১১ সালে সুশীল কুমার কেবিসি-তে ৫ কোটি টাকা জিতেছিলেন। তার পর তিনি কিন্তু এক টাকাও রাখতে পারেননি। এখন তিনি একেবারে দেউলিয়া।
২০১১ সালে সুশীল কুমার কেবিসি-তে ৫ কোটি টাকা জিতেছিলেন। তার পর তিনি কিন্তু এক টাকাও রাখতে পারেননি। এখন তিনি একেবারে দেউলিয়া।
advertisement
5/7
ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি। তার মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি। তার মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
advertisement
6/7
২০১৫ সালে তিনি চাকরি ছেড়ে দেন। কেবিসি থেকে জেতা টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তবে সেই ব্যবসা দাঁড় করাতে পারেননি।
২০১৫ সালে তিনি চাকরি ছেড়ে দেন। কেবিসি থেকে জেতা টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তবে সেই ব্যবসা দাঁড় করাতে পারেননি।
advertisement
7/7
স্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে। ২০২০ সালে নিজের জীবনের দুর্দশার কথা প্রকাশ্যে আনেন সুশীল। তিনি এখন সমাজকর্মী ও পরিবেশকর্মী হিসেবে কাজ করছেন। তবে কেবিসি থেকে জেতা ৫ কোটির মধ্যে এক টাকাও আর তাঁর কাছে নেই।
স্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে। ২০২০ সালে নিজের জীবনের দুর্দশার কথা প্রকাশ্যে আনেন সুশীল। তিনি এখন সমাজকর্মী ও পরিবেশকর্মী হিসেবে কাজ করছেন। তবে কেবিসি থেকে জেতা ৫ কোটির মধ্যে এক টাকাও আর তাঁর কাছে নেই।
advertisement
advertisement
advertisement