সূর্যগ্রহণ (Surya Grahan 2022) এমন এক ঘটনা যেখানে বিজ্ঞান থেকে জ্যোতিষ সমস্ত কিছুতেই গুরুত্ব প্রচুর পরিমাণে আছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
২০২২ এর প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল ২০২২ (Solar Eclipse 2022) ৷ একই সঙ্গে সেই দিনই শনিচরী অমাবস্যা (Shanichari Amavasya) ৷ এই কারণেই এই গ্রহণের গুরুত্ব অত্যন্ত বেশি পরিমাণে প্রতিটি মানুষের জীবনেই ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
যদিও এই গ্রহণ আংশিক ও ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা তবুও জ্যোতিষশাস্ত্রতে এর প্রভাব যা আছে তা মোটেই অস্বীকার করা যায়না ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
আগামী ৩০ এপ্রিল মধ্যরাত্রি ১২.১৫ থেকে গ্রহণ শুরু হবে চলবে ভোর ০৪.০৮ পর্যন্ত ৷ এই গ্রহণ চলার সময়ে কী কী করা উচিৎ আর কীকী একদমই করবেন না ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
জল, খাবারের মধ্যে তুলসিপাতা দিয়ে রাখা উচিৎ ৷ কেননা গ্রহণ চলাকালীন সেই সমস্ত খারাপ প্রভাব না পড়ে ৷ একই সঙ্গে গ্রহণ ছাড়ার পরে সেই খাবার ও জল গ্রহণ করা যায় যাতে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
ঠাকুর ঘর বা মন্দির বন্ধ রাখা উচিৎ ৷ গ্রহণ চলার সময়ে বেশিরভাগ সময়ই ভগবানের সঙ্গে কাটানো উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
গ্রহণ শেষ হলে স্নান ও দান অত্যন্ত আবশ্যিক ৷ বিশেষত যাঁরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তাঁদের কিছু দান করলে তা সত্যি সত্যি অত্যন্ত ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
তবে গ্রহণের সময়েই এই কাজ মোটেই করা উচিৎ নয় ৷ গ্রহণ চলাকালীন কোনও শুভ কাজ করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
গ্রহণ চলার সময়ে সূঁচে সুতো পরানোও মোটেই উচিৎ নয় ৷ গ্রহণ চলাকালীন রান্নাবান্নাও করা উচিৎ নয় ৷ সব্জি কাটা, বাটনা বাটার মত কাজ করা মোটেও উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে ছুরি বা কাঁচি দিয়ে কিছুই কাটবেন না ৷ ধীর স্থির ভাবে থাকাটা অত্যন্ত জরুরি ৷ গ্রহণের সময়ে যাত্রা করা একদমই উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer: এইগুলি আসলে বেশ কিছু তথ্যের সংযোজন ৷ নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ প্রতীকী ছবি ৷