Last Supermoon in 2025: আজ সন্ধ্যায় সুপারমুন! ‘শীতল চন্দ্রের’ এই রূপ ফের দেখা যাবে ২০৪২ সালে! মিস করবেন না আজকের স্বর্গীয় দৃশ্য! জানুন আকাশে চোখ রাখার সেরা সময়!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Last Supermoon in 2025:আপনার টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই; পরিষ্কার আকাশ এবং পূর্ব দিকে অন্ধকার, বাধাহীন দৃশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নগরবাসী এখনও সহজেই সুপারমুন দেখতে পাবেন৷ কারণ এটি আলোক দূষণের মধ্য দিয়ে যাওয়ার পরও যথেষ্ট উজ্জ্বল দেখাবে৷ তবে দূষণহীন পরিবেশে এই পূর্ণিমার সৌন্দর্য আরও অপরূপ তারাময় রাতে৷
advertisement
ডিসেম্বরের পূর্ণিমা, যা কোল্ড মুন নামে পরিচিত, বছরের অন্য সময়ের চাঁদের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়৷ কারণ কারণ এ সময় চাঁদের অনুসুর পর্যায় শুরু হয়৷ অর্থাৎ কক্ষপথে চাঁদের পৃথিবীকে পরিক্রমণের সময় তাদের মধ্যে দূরত্ব সবথেকে কমে যায়৷ যাকে জ্যোতির্বিজ্ঞানীরা অনুসুর অবস্থান বা পেরিজি (Perigee) বলেন৷ এই পূর্ণিমার চাঁদকে সুপারমুন বলে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবারের সুপারমুনের রাত ২০২৫ সালের সুপারমুন ট্রিলজির সমাপ্তিও চিহ্নিত করে। এদিন ভারতে সূর্যাস্তের গড় সময় বিকেল ৪.৫২ মিনিট৷ তার আধঘণ্টা পর থেকেই ছড়িয়ে পড়বে সুপারমুনের উজ্জ্বলতা৷ সর্বোচ্চ আলো দেখতে পাবেন রাত ১১.১৪ মিনিটে৷ এর পর ফের সর্বোচ্চ উজ্জ্বল আলোকছটা ছড়িয়ে পড়বে ভোর ৪.৪৪ মিনিটে৷ এই বিরল স্বর্গীয় দৃশ্যটি মিস করবেন না।
advertisement
