Black Mamba: ভয়ঙ্কর সাপ! ঘণ্টায় ১২ মাইল গতিবেগ, Black Mamba-র মাত্র দু'ফোঁটা বিষে সব শেষ, দেখা মানেই মৃত্যুকে প্রত্যক্ষ করা

Last Updated:
Black Mamba: এক ছোবলেই সব কিছু কেড়ে নিতে পারে এই ভয়ঙ্কর সাপ
1/7
কালো মাংবা সাপের নাম অনেকেই শুনেছেন দেখলেই চক্ষু চড়ক গাছ হবে ৷ এদের উচ্চতা ২-২.৫ মিটার বা (৬.৬-৮.২ ফুট পর্যন্ত লম্বা) ৷ তবে এই সাপ সর্বাধিক লম্বা হয়ে থাকে ৪.৩ মিটার (১৪ ফুট), নাম অনুযায়ী এই সাপের গায়ের রং কোনও ভাবেই কালো হয়না ৷ এই সাপের চোয়ালের রং কালো হয়ে থাকে ৷ সবুজ মাংবা বা অন্য সাপের গায়ের রং সাদা হয়ে থাকে সাধারণত ৷
কালো মাংবা সাপের নাম অনেকেই শুনেছেন দেখলেই চক্ষু চড়ক গাছ হবে ৷ এদের উচ্চতা ২-২.৫ মিটার বা (৬.৬-৮.২ ফুট পর্যন্ত লম্বা) ৷ তবে এই সাপ সর্বাধিক লম্বা হয়ে থাকে ৪.৩ মিটার (১৪ ফুট), নাম অনুযায়ী এই সাপের গায়ের রং কোনও ভাবেই কালো হয়না ৷ এই সাপের চোয়ালের রং কালো হয়ে থাকে ৷ সবুজ মাংবা বা অন্য সাপের গায়ের রং সাদা হয়ে থাকে সাধারণত ৷
advertisement
2/7
কালো মাংবা তরাইয়ের পার্বত্য এলাকায় বসবাস করে থাকে ৷ এই সাপ অন্য মাংবা সাপের প্রজাতির থেকে একদমই বিপরীত ৷ কলো মাংবা প্রধানত মাটিতে থাকতেই পছন্দ করে ৷ সব থকে দ্রুততম সাপের মধ্যে অন্যতম এই সাপ ৷ এই সাপের গতিবেগ ঘণ্টায় ১২ মাইল ৷ কালো মাংবা একসঙ্গে ৬ থেকে ২০ ডিম পাড়তে পারে ৷
কালো মাংবা তরাইয়ের পার্বত্য এলাকায় বসবাস করে থাকে ৷ এই সাপ অন্য মাংবা সাপের প্রজাতির থেকে একদমই বিপরীত ৷ কলো মাংবা প্রধানত মাটিতে থাকতেই পছন্দ করে ৷ সব থকে দ্রুততম সাপের মধ্যে অন্যতম এই সাপ ৷ এই সাপের গতিবেগ ঘণ্টায় ১২ মাইল ৷ কালো মাংবা একসঙ্গে ৬ থেকে ২০ ডিম পাড়তে পারে ৷
advertisement
3/7
কালো মাংবা সাপ সাধারণ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে ৷ ঝুঁকির থেকে বাঁচতে দুরন্ত গতিবেগের ব্যবহার করে থাকে ৷ নিজের শিকারের পিছনে জোরদার গতিতে হামলা করে ৷ একবার কালো মাংবা হামলা করার পরে শিকারকে বারেবারে ছোবল মারে ৷
কালো মাংবা সাপ সাধারণ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে ৷ ঝুঁকির থেকে বাঁচতে দুরন্ত গতিবেগের ব্যবহার করে থাকে ৷ নিজের শিকারের পিছনে জোরদার গতিতে হামলা করে ৷ একবার কালো মাংবা হামলা করার পরে শিকারকে বারেবারে ছোবল মারে ৷
advertisement
4/7
কালো মাংবা সাপ সাধারণ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে ৷ ঝুঁকির থেকে বাঁচতে দুরন্ত গতিবেগের ব্যবহার করে থাকে ৷ নিজের শিকারের পিছনে জোরদার গতিতে হামলা করে ৷ একবার কালো মাংবা হামলা করার পরে শিকারকে বারেবারে ছোবল মারে ৷
কালো মাংবা সাপ সাধারণ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে ৷ ঝুঁকির থেকে বাঁচতে দুরন্ত গতিবেগের ব্যবহার করে থাকে ৷ নিজের শিকারের পিছনে জোরদার গতিতে হামলা করে ৷ একবার কালো মাংবা হামলা করার পরে শিকারকে বারেবারে ছোবল মারে ৷
advertisement
5/7
এই সাপ এতখানিই বিষাক্ত যে মাত্র দু'ফোঁটাতেই মৃত্যুর কোলে শুইয়ে দিতে পারে মানুষকে ৷ এই সাপের বিষ বিভিন্ন অঙ্গতন্ত্র ও হৃদয়ের কার্যকারিতা এক্কেবারে শেষ করে দেয় ৷
এই সাপ এতখানিই বিষাক্ত যে মাত্র দু'ফোঁটাতেই মৃত্যুর কোলে শুইয়ে দিতে পারে মানুষকে ৷ এই সাপের বিষ বিভিন্ন অঙ্গতন্ত্র ও হৃদয়ের কার্যকারিতা এক্কেবারে শেষ করে দেয় ৷
advertisement
6/7
আসলে প্রতি বছর এই সাপ মানুষের মৃত্যুর জন্য খুব একটা দায়ী নয় ৷ এই সাপ অকারণে হামলা করেনা ৷ জঙ্গলে কালো মাংবা প্রায় ১১ বছর জীবিত থাকে ৷ সংগ্রহশালায় থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে ৷
আসলে প্রতি বছর এই সাপ মানুষের মৃত্যুর জন্য খুব একটা দায়ী নয় ৷ এই সাপ অকারণে হামলা করেনা ৷ জঙ্গলে কালো মাংবা প্রায় ১১ বছর জীবিত থাকে ৷ সংগ্রহশালায় থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে ৷
advertisement
7/7
Disclaimer:  দুর্বল হৃদয় সম্পন্ন মানুষের বিষয়টি এড়িয়ে যাওয়াই ভাল ৷
Disclaimer: দুর্বল হৃদয় সম্পন্ন মানুষের বিষয়টি এড়িয়ে যাওয়াই ভাল ৷
advertisement
advertisement
advertisement