কিন্তু কীভাবে তৈরি হল এই সানগ্লাস? আসলে দ্বাদশ শতাব্দীতে চিনে যখন আদালত বসত, সেখানে যিনি বিচারক তিনি কোনও এক পক্ষের কথা শুনতেন, তখন তিনি ধোঁয়াটে স্ফটিকের একটি চশমা জাতীয় জিনিস চোখে পরে থাকতেন। যাতে যিনি বক্তব্য রাখছেন তাঁর বক্তব্য শুনে বিচারকের অভিব্যক্তির পরিবর্তন কারও চোখে না পড়ে।