Success Story: ইসরোর স্বপ্নের চাকরি ছেড়ে অ্যাপ ক্যাব সংস্থার মালিক, জীবন না সিনেমা যুবকের উত্থানের কাহিনি শুনলে চমকে উঠবেন আপনিও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গন্তব্যে যাওয়ার জন্য অ্যাপ ক্যাবে আমরা অনেকেই চড়ে থাকি। তেমনই অ্যাপ ক্যাবে উঠেছিলেন রামভদ্রন সুন্দরম। গাড়িতে উঠে চালকের সঙ্গে আলাপ জমিয়ে দেন ওই যুবক। আলাপচারিতা কিছুটা এগোলে চালকের পরিচয় শুনে চমকে ওঠেন রামভদ্রন। গাড়ি চালক তাঁকে দেখে সাধারণ ক্যাবচালক মনে হলেও আদতে তিনি একজন বিজ্ঞানী তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
গন্তব্যে যাওয়ার জন্য অ্যাপ ক্যাবে আমরা অনেকেই চড়ে থাকি। তেমনই অ্যাপ ক্যাবে উঠেছিলেন রামভদ্রন সুন্দরম। গাড়িতে উঠে চালকের সঙ্গে আলাপ জমিয়ে দেন ওই যুবক। আলাপচারিতা কিছুটা এগোলে চালকের পরিচয় শুনে চমকে ওঠেন রামভদ্রন। গাড়ি চালক তাঁকে দেখে সাধারণ ক্যাবচালক মনে হলেও আদতে তিনি একজন বিজ্ঞানী তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। প্রতীকী ছবি।
advertisement
ওই ক্যাব চালকের নাম উথায়া কুমার। তামিলনাড়ুর কন্যাকুমারীর একটি ছোট শহরে জন্ম উথায়ার। লেখাপড়ায় যথেষ্ট মেধাবী ছিলেন। স্বপ্ন ছিল মহাকাশ গবেষণায় যোগ দেওয়ার। পিএইচডি শেষ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) তাঁর স্বপ্নের চাকরিতেও যোগ দেন তিনি। সেখানে তাঁর হাতে ছিল মহাকাশ জ্বালানি সংক্রান্ত বিষয়ের দায়িত্বভার । প্রতীকী ছবি।
advertisement
ইসরোর কর্মী হিসাবে দীর্ঘ সাত বছর ধরে দায়িত্ব সামলাবার পর স্বপ্নের চাকরিকে ইতি টানেন উথায়া। পরিসংখ্যান তত্ত্বে এম ফিল করা ইসরোর এই বিজ্ঞানী শুরু করেন নিজের ব্যবসা। ২০১৭ সালে নিজের ব্যবসার যাত্রা শুরু করেন তিনি। চালু করেন তাঁর নিজস্ব ক্যাব সংস্থার। সাত বছর আগে গুটি কয়েক গাড়ি নিয়ে অনলাইনে যাত্রী পরিষেবার যে সংস্থা পথ চলা শুরু করেছিল এখন তার বার্ষিক আয় ২ কোটি টাকা! প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement
সেই টাকা দিয়ে তাঁর বাবা সুকুমারন এবং মা তুলসীর নাম দিয়ে ক্যাব সংস্থা চালু করেন। উথায়া এই সফরে সব সময় পাশে পেয়েছেন নিজের ভাইকে। প্রথম দিকে ব্যবসায় নানা বাধার সম্মুখীন হলেও ধীরে ধীরে পায়ের তলার জমি শক্ত করেছেন উথায়া। ৩৭টি গাড়ির ঋণ শোধ হতে আর মাত্র তিন বছর অপেক্ষা করতে হবে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চালকদের বেতনভুক করার পরিবর্তে মালিকানার অনুভূতি দেওয়া ব্যবসায় সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন উথায়া।ব্যবসায়িক সাফল্য সত্ত্বেও, কুমার নিজের সাধারণ জীবনযাত্রা থেকে সরে আসেননি। তিনি ব্যক্তিগত ব্যয়ের জন্য মাসে দেড় লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সংস্থার আয় থেকে যে লাভ হয় তা দিয়ে দু'টি খাতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন। প্রতীকী ছবি
advertisement
advertisement