Stray Dogs Bite Treatment: রাস্তার কুকুর কামড়ালে, প্রথমেই যদি এটা না করেন...ফল হবে ভয়ঙ্কর! জেনে নিন কী কী করবেন স্টেপ ওয়াইস

Last Updated:
পথেঘাটে আক্রান্ত হচ্ছে ছোট বাচ্চারা৷ আক্রান্ত হচ্ছেন বড়রাও৷ দিল্লি-এনসিআর এলাকার রাস্তা থেকে পথকুকুরদের হঠিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের সওয়ালে এমনই দাবি তুলেছেন দিল্লি সরকারের সরকারি কৌঁসুলি তুষার মেহতা৷ রথকুকুর সংক্রান্ত এই নির্দেশ নিয়ে তুমুল বিতর্ক চলছে গোটা দেশজুড়ে৷ বিক্ষুব্ধ পশুপ্রেমীরা৷
1/8
পথেঘাটে আক্রান্ত হচ্ছে ছোট বাচ্চারা৷ আক্রান্ত হচ্ছেন বড়রাও৷ দিল্লি-এনসিআর এলাকার রাস্তা থেকে পথকুকুরদের হঠিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের সওয়ালে এমনই দাবি তুলেছেন দিল্লি সরকারের সরকারি কৌঁসুলি তুষার মেহতা৷ রথকুকুর সংক্রান্ত এই নির্দেশ নিয়ে তুমুল বিতর্ক চলছে গোটা দেশজুড়ে৷ বিক্ষুব্ধ পশুপ্রেমীরা৷
পথেঘাটে আক্রান্ত হচ্ছে ছোট বাচ্চারা৷ আক্রান্ত হচ্ছেন বড়রাও৷ দিল্লি-এনসিআর এলাকার রাস্তা থেকে পথকুকুরদের হঠিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের সওয়ালে এমনই দাবি তুলেছেন দিল্লি সরকারের সরকারি কৌঁসুলি তুষার মেহতা৷ রথকুকুর সংক্রান্ত এই নির্দেশ নিয়ে তুমুল বিতর্ক চলছে গোটা দেশজুড়ে৷ বিক্ষুব্ধ পশুপ্রেমীরা৷
advertisement
2/8
এই মুহূর্তে ঝালিয়ে নেওয়া যেতে পারে পথ কুকুরদের হাতে আক্রান্ত হওয়ার পরে স্টেপ ওয়াইস কী কী কাজ করা উচিত আমাদের, কোন সময় দেখানো উচিত ডাক্তার? আসুন গোটা বিষয়টি ঝালিয়ে নিই আরেকবার৷
এই মুহূর্তে ঝালিয়ে নেওয়া যেতে পারে পথ কুকুরদের হাতে আক্রান্ত হওয়ার পরে স্টেপ ওয়াইস কী কী কাজ করা উচিত আমাদের, কোন সময় দেখানো উচিত ডাক্তার? আসুন গোটা বিষয়টি ঝালিয়ে নিই আরেকবার৷
advertisement
3/8
https://www.healthline.com/-এ দেওয়া তথ্য বলছে কোনও কারণে যদি কুকুরে কামড়ে দেয়, তাহলে প্রাথমিক চিকিৎসার প্রথম পদক্ষেপ হল যত দ্রুত সম্ভব সেই জায়গাকে পরিষ্কার ভাল জল দিয়ে ধুয়ে ফেলা৷ এমনটা করলে অধিকাংশ ব্যাকটেরিয়া, কাদা, ধুলো ক্ষতস্থান থেকে ধুয়ে যায়৷
https://www.healthline.com/-এ দেওয়া তথ্য বলছে কোনও কারণে যদি কুকুরে কামড়ে দেয়, তাহলে প্রাথমিক চিকিৎসার প্রথম পদক্ষেপ হল যত দ্রুত সম্ভব সেই জায়গাকে পরিষ্কার ভাল জল দিয়ে ধুয়ে ফেলা৷ এমনটা করলে অধিকাংশ ব্যাকটেরিয়া, কাদা, ধুলো ক্ষতস্থান থেকে ধুয়ে যায়৷
advertisement
4/8
কুকুরের কামড়ে ত্বকে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতস্থানও পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ফেলা প্রয়োজন৷ এর পরে ক্ষতস্থানে একটি ভাল অ্যান্টিবায়োটিক মলম লাগান৷ তারপর স্টেরাইল কাপড় দিয়ে ক্ষতস্থান হাল্কা করে বেঁধে দিন৷ যদি ব্যথা বাড়ছে বা ইনফেকশন ছড়াচ্ছে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান৷
কুকুরের কামড়ে ত্বকে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতস্থানও পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ফেলা প্রয়োজন৷ এর পরে ক্ষতস্থানে একটি ভাল অ্যান্টিবায়োটিক মলম লাগান৷ তারপর স্টেরাইল কাপড় দিয়ে ক্ষতস্থান হাল্কা করে বেঁধে দিন৷ যদি ব্যথা বাড়ছে বা ইনফেকশন ছড়াচ্ছে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান৷
advertisement
5/8
যদি দেখেন ক্ষতস্থানের চারপাশ লাল হয়ে ফুলে উঠছে, জায়গাটা গরম, হাত দিলে নরম লাগছে, তাহলে জানবেন ক্ষতস্থানে গভীর ইনফেকশন শুরু হয়েছে৷ সঙ্গে সঙ্গে যান চিকিৎসকের কাছে৷
যদি দেখেন ক্ষতস্থানের চারপাশ লাল হয়ে ফুলে উঠছে, জায়গাটা গরম, হাত দিলে নরম লাগছে, তাহলে জানবেন ক্ষতস্থানে গভীর ইনফেকশন শুরু হয়েছে৷ সঙ্গে সঙ্গে যান চিকিৎসকের কাছে৷
advertisement
6/8
যদি ক্ষত গভীর হয়, মাংস বেরিয়ে আসে, ত্বকে ক্ষভীর ক্ষত হয়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যান৷ রেবিস বা অন্য কোনও সংক্রমণের সম্ভাবনা রয়েছে কি না চিকি়ৎসককে জিজ্ঞাসা করুন৷
যদি ক্ষত গভীর হয়, মাংস বেরিয়ে আসে, ত্বকে ক্ষভীর ক্ষত হয়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যান৷ রেবিস বা অন্য কোনও সংক্রমণের সম্ভাবনা রয়েছে কি না চিকি়ৎসককে জিজ্ঞাসা করুন৷
advertisement
7/8
মুখ, ঘাড়, হাত বা পায়ে কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান৷ রক্তপাত না থামলে একেবারেই সময় নষ্ট করবেন না৷ ইঞ্জেকশন নিন, টিটেনাস এবং অন্যান্য, যা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী৷
মুখ, ঘাড়, হাত বা পায়ে কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান৷ রক্তপাত না থামলে একেবারেই সময় নষ্ট করবেন না৷ ইঞ্জেকশন নিন, টিটেনাস এবং অন্যান্য, যা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী৷
advertisement
8/8
১. সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলুন৷২. রক্তপাত থামাতে জায়গাটায় পরিষ্কার কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধুন৷
৩. অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম লাগান
৪. স্টেরাইল কাপড় দিয়ে হাল্কা ব্যান্ডেজ করুন৷
৫. ইনফেকশন হচ্ছে কি না দেখুন৷ রাস্তার কুকুর যেখানেই কামড়াক চিকিৎসকের কাছে যান৷
১. সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলুন৷
২. রক্তপাত থামাতে জায়গাটায় পরিষ্কার কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধুন৷
৩. অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম লাগান
৪. স্টেরাইল কাপড় দিয়ে হাল্কা ব্যান্ডেজ করুন৷
৫. ইনফেকশন হচ্ছে কি না দেখুন৷ রাস্তার কুকুর যেখানেই কামড়াক চিকিৎসকের কাছে যান৷
advertisement
advertisement
advertisement