মাঝরাতে ঝোপের পিছন থেকে অদ্ভুত শব্দ...! টানা কয়েক রাত চলার পরেই ঘিরে ফেলল 'ASP', যা জানা গেল শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Strange Sound: নিস্তব্ধতার মাঝে ভেসে আসছিল অদ্ভুত কিছু শব্দ! কোথা থেকে? এক পুরনো বন্ধ গুদামের পেছনের ঝোপঝাড় থেকে আসছিল এই রহস্যময় শব্দগুলো। সন্দেহ হওয়ায় পুলিশ গোপনে নজরদারি শুরু করে। একদিন নয়, টানা কয়েক রাত। তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশ জানায়, গুদামের পিছনে চলছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা। সেখান থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি রাইফেল, দুটি ১২ বোরের দেশি বন্দুক, দুটি ৩১৫ বোরের 'পউনিয়া', তিনটি ১২ বোরের পিস্তল, চারটি ৩১৫ বোরের পিস্তল এবং একটি নম্বরযুক্ত ডাবল ব্যারেল বন্দুক। এছাড়াও, বিপুল পরিমাণ কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
advertisement
এএসপি রাহুল মিথাস বলেন, ‘ভোগাঁও থানার নগলাপাটি গ্রামে অবৈধ অস্ত্র তৈরির খবর ছিল। অভিযুক্তরা দুই ভাই। ভোগাঁও কোতয়ালি ইনচার্জ প্রদীপ পাণ্ডের নেতৃত্বে ও সার্কেল অফিসার সন্তোষ কুমার সিংয়ের নির্দেশে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি ফসলের ক্ষেতের পাশে চালানো অস্ত্র কারখানায় অভিযান চালায়। অভিযুক্ত যোগেন্দ্র একজন কুখ্যাত অপরাধী, তার বিরুদ্ধে ফিরোজাবাদে একাধিক মামলা রয়েছে।’
advertisement