মাঝরাতে ঝোপের পিছন থেকে অদ্ভুত শব্দ...! টানা কয়েক রাত চলার পরেই ঘিরে ফেলল 'ASP', যা জানা গেল শিউরে উঠবেন!

Last Updated:
Strange Sound: নিস্তব্ধতার মাঝে ভেসে আসছিল অদ্ভুত কিছু শব্দ! কোথা থেকে? এক পুরনো বন্ধ গুদামের পেছনের ঝোপঝাড় থেকে আসছিল এই রহস্যময় শব্দগুলো। সন্দেহ হওয়ায় পুলিশ গোপনে নজরদারি শুরু করে। একদিন নয়, টানা কয়েক রাত। তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!
1/7
মধ্যরাত। নিস্তব্ধতার মাঝে ভেসে আসছিল অদ্ভুত কিছু শব্দ! কোথা থেকে? এক পুরনো বন্ধ গুদামের পেছনের ঝোপঝাড় থেকে আসছিল এই রহস্যময় শব্দগুলো। সন্দেহ হওয়ায় পুলিশ গোপনে নজরদারি শুরু করে। একদিন নয়, টানা কয়েক রাত। Strange sound coming from shrubs near Mainpuri godown ASP police raids surprised to know secret Illegal arms factory
মধ্যরাত। নিস্তব্ধতার মাঝে ভেসে আসছিল অদ্ভুত কিছু শব্দ! কোথা থেকে? এক পুরনো বন্ধ গুদামের পেছনের ঝোপঝাড় থেকে আসছিল এই রহস্যময় শব্দগুলো। সন্দেহ হওয়ায় পুলিশ গোপনে নজরদারি শুরু করে। একদিন নয়, টানা কয়েক রাত।
advertisement
2/7
ধাতব ঠোকাঠুকির আওয়াজ, চাপা কথোপকথন। অবশেষে, গোপন সূত্রে নিশ্চিত হয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। অভিযানে নেতৃত্ব দেন এএসপি রাহুল মিথাস।
ধাতব ঠোকাঠুকির আওয়াজ, চাপা কথোপকথন। অবশেষে, গোপন সূত্রে নিশ্চিত হয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। অভিযানে নেতৃত্ব দেন এএসপি রাহুল মিথাস।
advertisement
3/7
মেইনপুরীর ভোগাঁও থানার নগলাপাটি গ্রামে সেই বন্ধ গুদামের পিছনে অতর্কিতে হানা দিতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—গুদামের পিছনে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে একদল অপরাধী! Strange sound coming from shrubs near Mainpuri godown ASP police raids surprised to know secret Illegal arms factory
মেইনপুরীর ভোগাঁও থানার নগলাপাটি গ্রামে সেই বন্ধ গুদামের পিছনে অতর্কিতে হানা দিতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—গুদামের পিছনে এসব কী চলছে! দেখে চোখ কপালে পুলিশকর্তাদের।
advertisement
4/7
অভিযানে যোগেন্দ্র ও টিঙ্কু জওহরলাল নামে দুই ভাইকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তবে আরও একজন পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
অভিযানে যোগেন্দ্র ও টিঙ্কু জওহরলাল নামে দুই ভাইকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তবে আরও একজন পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
advertisement
5/7
পুলিশ জানায়, গুদামের পিছনে চলছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা। সেখান থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি রাইফেল, দুটি ১২ বোরের দেশি বন্দুক, দুটি ৩১৫ বোরের 'পউনিয়া', তিনটি ১২ বোরের পিস্তল, চারটি ৩১৫ বোরের পিস্তল এবং একটি নম্বরযুক্ত ডাবল ব্যারেল বন্দুক। এছাড়াও, বিপুল পরিমাণ কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
পুলিশ জানায়, গুদামের পিছনে চলছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা। সেখান থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি রাইফেল, দুটি ১২ বোরের দেশি বন্দুক, দুটি ৩১৫ বোরের 'পউনিয়া', তিনটি ১২ বোরের পিস্তল, চারটি ৩১৫ বোরের পিস্তল এবং একটি নম্বরযুক্ত ডাবল ব্যারেল বন্দুক। এছাড়াও, বিপুল পরিমাণ কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
advertisement
6/7
এএসপি রাহুল মিথাস বলেন, ‘ভোগাঁও থানার নগলাপাটি গ্রামে অবৈধ অস্ত্র তৈরির খবর ছিল। অভিযুক্তরা দুই ভাই। ভোগাঁও কোতয়ালি ইনচার্জ প্রদীপ পাণ্ডের নেতৃত্বে ও সার্কেল অফিসার সন্তোষ কুমার সিংয়ের নির্দেশে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি ফসলের ক্ষেতের পাশে চালানো অস্ত্র কারখানায় অভিযান চালায়। অভিযুক্ত যোগেন্দ্র একজন কুখ্যাত অপরাধী, তার বিরুদ্ধে ফিরোজাবাদে একাধিক মামলা রয়েছে।’
এএসপি রাহুল মিথাস বলেন, ‘ভোগাঁও থানার নগলাপাটি গ্রামে অবৈধ অস্ত্র তৈরির খবর ছিল। অভিযুক্তরা দুই ভাই। ভোগাঁও কোতয়ালি ইনচার্জ প্রদীপ পাণ্ডের নেতৃত্বে ও সার্কেল অফিসার সন্তোষ কুমার সিংয়ের নির্দেশে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি ফসলের ক্ষেতের পাশে চালানো অস্ত্র কারখানায় অভিযান চালায়। অভিযুক্ত যোগেন্দ্র একজন কুখ্যাত অপরাধী, তার বিরুদ্ধে ফিরোজাবাদে একাধিক মামলা রয়েছে।’
advertisement
7/7
পুলিশ দুই অভিযুক্তকে আদালতে পেশ করলে তাদের কারাগারে পাঠানো হয়। তবে পালিয়ে যাওয়া অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।Strange sound coming from shrubs near Mainpuri godown ASP police raids surprised to know secret Illegal arms factory
পুলিশ দুই অভিযুক্তকে আদালতে পেশ করলে তাদের কারাগারে পাঠানো হয়। তবে পালিয়ে যাওয়া অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
advertisement
advertisement
advertisement