Strange Creature Of This Universe: শরীরে ৩টে হার্ট, ৯টা ব্রেন আর নীল রক্ত...চিনে নিন এই অদ্ভুত প্রাণীটিকে

Last Updated:
পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণী যার শরীরে ৩টে হার্ট, ৯টা ব্রেন আর নীল রক্ত... চিনে নিন প্রাণীটিকে
1/5
পৃথিবীতে যে কত অদ্ভুত প্রাণী রয়েছে, তার ইয়ত্তা নেই! সাধারণত প্রাণীদের দুটো হার্ট ও একটি ব্রেন বা মস্তিস্ক থাকে! কিন্তু এই পৃথিবীতেই এমন এক প্রাণী আছে যার ৯টা ব্রেন ও ৩টি হার্ট রয়েছে! এখানেই শেষ নয়! প্রাণীটির লাল বা সাদা রক্ত নয়, নীল রক্ত! চিনে নিন সেই প্রাণীটিকে
পৃথিবীতে যে কত অদ্ভুত প্রাণী রয়েছে, তার ইয়ত্তা নেই! সাধারণত প্রাণীদের দুটো হার্ট ও একটি ব্রেন বা মস্তিস্ক থাকে! কিন্তু এই পৃথিবীতেই এমন এক প্রাণী আছে যার ৯টা ব্রেন ও ৩টি হার্ট রয়েছে! এখানেই শেষ নয়! প্রাণীটির লাল বা সাদা রক্ত নয়, নীল রক্ত! চিনে নিন সেই প্রাণীটিকে
advertisement
2/5
সামুদ্রিক প্রাণী অক্টোপাসের রয়েছে ৯টা ব্রেন ও ৩টি হার্ট। পুরাণে অক্টোপাসকে অশুভ শক্তির প্রতিক হিসাবে গণ্য করা হত! কিম্ভুত দর্শন এই প্রাণীটিকে অনেকে আবার ভীনগ্রহি জীবও মনে করেন।
সামুদ্রিক প্রাণী অক্টোপাসের রয়েছে ৯টা ব্রেন ও ৩টি হার্ট। পুরাণে অক্টোপাসকে অশুভ শক্তির প্রতিক হিসাবে গণ্য করা হত! কিম্ভুত দর্শন এই প্রাণীটিকে অনেকে আবার ভীনগ্রহি জীবও মনে করেন।
advertisement
3/5
অক্টোপাসের সেন্ট্রাল ব্রেন নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, অক্টোপাসের ৮টা হাতে রয়েছে একটি করে ছোট ব্রেন বা মস্তিস্ক। গবেষকরা বলেন, এই ছোট ব্রেন হল কিছু নার্ভ সেল যা অক্টোপাসের গতি নিয়ন্ত্রণ করে। একদিকে যেমন ৮টা হাতকে স্বাধীনভাবে নড়াচড়া করতে দেয়, অন্যদিকে অক্টোপাসের ৮ টা হাত যাতে একসঙ্গে এগিয়ে যেতে পারে, তাও নিয়ন্ত্রণ করে।
অক্টোপাসের সেন্ট্রাল ব্রেন নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, অক্টোপাসের ৮টা হাতে রয়েছে একটি করে ছোট ব্রেন বা মস্তিস্ক। গবেষকরা বলেন, এই ছোট ব্রেন হল কিছু নার্ভ সেল যা অক্টোপাসের গতি নিয়ন্ত্রণ করে। একদিকে যেমন ৮টা হাতকে স্বাধীনভাবে নড়াচড়া করতে দেয়, অন্যদিকে অক্টোপাসের ৮ টা হাত যাতে একসঙ্গে এগিয়ে যেতে পারে, তাও নিয়ন্ত্রণ করে।
advertisement
4/5
অক্টোপাসের শরীরে রয়েছে দুটো ছোট প্লেট যা দু-পাশ থেকে মাথাকে ধরে রেখেছে, রয়েছে একটি ঠোঁট যা শিকার ধরতে সাহায্য করে। শরীরের বাকি অংশ পেশী দিয়ে গঠিত। দুটো হার্ট শুধুমাত্র গিল-এ রক্ত পাম্প করে। আরেকটি বড় হার্ট বাকি শরীরে রক্ত সঞ্চালন করে।
অক্টোপাসের শরীরে রয়েছে দুটো ছোট প্লেট যা দু-পাশ থেকে মাথাকে ধরে রেখেছে, রয়েছে একটি ঠোঁট যা শিকার ধরতে সাহায্য করে। শরীরের বাকি অংশ পেশী দিয়ে গঠিত। দুটো হার্ট শুধুমাত্র গিল-এ রক্ত পাম্প করে। আরেকটি বড় হার্ট বাকি শরীরে রক্ত সঞ্চালন করে।
advertisement
5/5
অক্টোপাসের রক্তে রয়েছে প্রচুর পরিমাণে কপার সমৃদ্ধ প্রোটিন হিমোসায়ানিন যা সামুদ্রিক পরিবেশে শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। এই হিমোসায়ানিন-এর কারণেই অক্টোপাসের রক্তের রং নীল।
অক্টোপাসের রক্তে রয়েছে প্রচুর পরিমাণে কপার সমৃদ্ধ প্রোটিন হিমোসায়ানিন যা সামুদ্রিক পরিবেশে শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। এই হিমোসায়ানিন-এর কারণেই অক্টোপাসের রক্তের রং নীল।
advertisement
advertisement
advertisement