Strange Creature Of This Universe: শরীরে ৩টে হার্ট, ৯টা ব্রেন আর নীল রক্ত...চিনে নিন এই অদ্ভুত প্রাণীটিকে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণী যার শরীরে ৩টে হার্ট, ৯টা ব্রেন আর নীল রক্ত... চিনে নিন প্রাণীটিকে
advertisement
advertisement
অক্টোপাসের সেন্ট্রাল ব্রেন নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, অক্টোপাসের ৮টা হাতে রয়েছে একটি করে ছোট ব্রেন বা মস্তিস্ক। গবেষকরা বলেন, এই ছোট ব্রেন হল কিছু নার্ভ সেল যা অক্টোপাসের গতি নিয়ন্ত্রণ করে। একদিকে যেমন ৮টা হাতকে স্বাধীনভাবে নড়াচড়া করতে দেয়, অন্যদিকে অক্টোপাসের ৮ টা হাত যাতে একসঙ্গে এগিয়ে যেতে পারে, তাও নিয়ন্ত্রণ করে।
advertisement
advertisement