Story of B.R Shetty: ১৮ হাজার কোটি টাকার মালিক, বুর্জ খালিফায় ফ্লোর, মাত্র ৭৪ টাকায় ব্যবসা বেচে দেন এই ভারতীয়

Last Updated:
ধূমকেতুর মতো উত্থান। উল্কার মতো পতন। বিলিওনিয়ার ব্যবসায়ী বিআর শেঠির জীবন এককথায় এমনই।
1/5
ধূমকেতুর মতো উত্থান। উল্কার মতো পতন। বিলিওনিয়ার ব্যবসায়ী বিআর শেঠির জীবন এককথায় এমনই। কী ছিল না তাঁর। প্রাইভেট জেট, রোলস রয়েস তো ছোটখাটো ব্যাপার। বুর্জ খলিফার গোটা একটা ফ্লোর কিনে নিয়েছিলেন। শূন্য থেকে শুরু করে নিজে হাতে গড়েছিলেন ১৮ হাজার কোটি টাকার সাম্রাজ্য। তাঁর কোম্পানির বাজারমূল্য ছিল ২ বিলিয়ন ডলার। কিন্তু সেই কোম্পানিই মাত্র ৭৪ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন। কর্পোরেট জগতের ইতিহাসে এমন ঘটনা বিরল। Photo Courtesy: @RahulReply/X (Twitter)
ধূমকেতুর মতো উত্থান। উল্কার মতো পতন। বিলিওনিয়ার ব্যবসায়ী বিআর শেঠির জীবন এককথায় এমনই। কী ছিল না তাঁর। প্রাইভেট জেট, রোলস রয়েস তো ছোটখাটো ব্যাপার। বুর্জ খলিফার গোটা একটা ফ্লোর কিনে নিয়েছিলেন। শূন্য থেকে শুরু করে নিজে হাতে গড়েছিলেন ১৮ হাজার কোটি টাকার সাম্রাজ্য। তাঁর কোম্পানির বাজারমূল্য ছিল ২ বিলিয়ন ডলার। কিন্তু সেই কোম্পানিই মাত্র ৭৪ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন। কর্পোরেট জগতের ইতিহাসে এমন ঘটনা বিরল। Photo Courtesy: @RahulReply/X (Twitter)
advertisement
2/5
বিআর শেঠির পুরো নাম বাভাগুথু রঘুরাম শেঠি। কাজের সন্ধানে পাড়ি জমান মধ্য প্রাচ্যে। এসে পৌঁছন সংযুক্ত আরব আমিরশাহী। পকেটে মাত্র ৮ ডলার। কঠোর পরিশ্রম করতে পিছ-পা হননি কোনও দিন। অল্প সময়ের মধ্যে তৈরি করেন ব্যক্তিগত মালিকানাধীন স্বাস্থ্য অপারেটর এনএমসি হেলথ। সেই শুরু। এখান থেকে বিশ্বের বিলিয়নিয়ারদের ক্লাবে ঢুকে পড়েন রঘুরাম। নিজের বৈভব দেখানোর, নিজেকে জাহির করার অদম্য শখ ছিল তাঁর। আজকের ভাষায় ‘শোঅফ’ করতে ভালবাসতেন।
বিআর শেঠির পুরো নাম বাভাগুথু রঘুরাম শেঠি। কাজের সন্ধানে পাড়ি জমান মধ্য প্রাচ্যে। এসে পৌঁছন সংযুক্ত আরব আমিরশাহী। পকেটে মাত্র ৮ ডলার। কঠোর পরিশ্রম করতে পিছ-পা হননি কোনও দিন। অল্প সময়ের মধ্যে তৈরি করেন ব্যক্তিগত মালিকানাধীন স্বাস্থ্য অপারেটর এনএমসি হেলথ। সেই শুরু। এখান থেকে বিশ্বের বিলিয়নিয়ারদের ক্লাবে ঢুকে পড়েন রঘুরাম। নিজের বৈভব দেখানোর, নিজেকে জাহির করার অদম্য শখ ছিল তাঁর। আজকের ভাষায় ‘শোঅফ’ করতে ভালবাসতেন।
advertisement
3/5
সেই করতে গিয়েই ২৫ মিলিয়ন ডলার খরচ করে কেনেন বুর্জ খলিফার দুটি ফ্লোর। রাতে পার্টি দিতেন এখানে। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পাম জুমেরাহতেও সম্পত্তি ছিল তাঁর। শেঠির আরও একটা শখ ছিল। সেটা হল গাড়ি, বিশেষ করে ভিন্টেজ কার। কোটি টাকা খরচ করে গ্যারেজ বানিয়েছিলেন। সেখানে কী নেই! মরিস মাইনর ১০০০, সিলভার স্পিরিট, ফ্যান্টম, ৭টি রোলস রয়েস, মার্সিডিজ-মেবাচ এম ৬০০ – বিলাসের চূড়ান্ত নিদর্শন।
সেই করতে গিয়েই ২৫ মিলিয়ন ডলার খরচ করে কেনেন বুর্জ খলিফার দুটি ফ্লোর। রাতে পার্টি দিতেন এখানে। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পাম জুমেরাহতেও সম্পত্তি ছিল তাঁর। শেঠির আরও একটা শখ ছিল। সেটা হল গাড়ি, বিশেষ করে ভিন্টেজ কার। কোটি টাকা খরচ করে গ্যারেজ বানিয়েছিলেন। সেখানে কী নেই! মরিস মাইনর ১০০০, সিলভার স্পিরিট, ফ্যান্টম, ৭টি রোলস রয়েস, মার্সিডিজ-মেবাচ এম ৬০০ – বিলাসের চূড়ান্ত নিদর্শন।
advertisement
4/5
 একটি প্রাইভেট জেটের অর্ধেক মালিকানাও ছিল তাঁর। ২০১৪ সালে ৪.২ মিলিয়ন ডলারে মধ্যপ্রাচ্যের এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৯ সালে একটা ট্যুইটই শেঠি সাম্রাজ্য ধ্বসিয়ে দিল। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। ইউকে-ভিত্তিক ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম মাডি ওয়াটারস একটি ট্যুইট করে। এই সংস্থাটি চালান কারসন ব্লক। এনএমসি স্বাস্থ্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। তারপরই বিপর্যয়। আর ঘুরে দাঁড়াতে পারেননি শেঠি।
একটি প্রাইভেট জেটের অর্ধেক মালিকানাও ছিল তাঁর। ২০১৪ সালে ৪.২ মিলিয়ন ডলারে মধ্যপ্রাচ্যের এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৯ সালে একটা ট্যুইটই শেঠি সাম্রাজ্য ধ্বসিয়ে দিল। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। ইউকে-ভিত্তিক ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম মাডি ওয়াটারস একটি ট্যুইট করে। এই সংস্থাটি চালান কারসন ব্লক। এনএমসি স্বাস্থ্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। তারপরই বিপর্যয়। আর ঘুরে দাঁড়াতে পারেননি শেঠি।
advertisement
5/5
২ বিলিয়ন ডলার বাজারমূল্যের তাঁর সংস্থা ফিনাব্লার পিএলসিকে ইজরায়েল-ইউএই কনসর্টিয়ামের কাছে মাত্র ১ ডলারে বিক্রি করে দিতে বাধ্য হন। কী ছিল সেই প্রতিবেদনে? মাডি ওয়াটারস দাবি করেছিল, শেঠি লুকিয়ে ১ বিলিয়ন ডলারের ঋণ নিয়েছেন। কিন্তু ফিনাব্লার পিএলসি বোর্ডের কাছে গোটাটাই চেপে যান। এই প্রতিবেদনের পরই পতন শুরু হয়। লন্ডন স্টক এক্সচেঞ্জে শেঠির সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই এই ঘটনার সঙ্গে আদানি-হিন্ডেনবার্গ রিসার্চের মিল পেতে পারেন। অমিল হল, আদানি ঘুরে দাঁড়িয়েছেন। শেঠি পারেননি।
২ বিলিয়ন ডলার বাজারমূল্যের তাঁর সংস্থা ফিনাব্লার পিএলসিকে ইজরায়েল-ইউএই কনসর্টিয়ামের কাছে মাত্র ১ ডলারে বিক্রি করে দিতে বাধ্য হন। কী ছিল সেই প্রতিবেদনে? মাডি ওয়াটারস দাবি করেছিল, শেঠি লুকিয়ে ১ বিলিয়ন ডলারের ঋণ নিয়েছেন। কিন্তু ফিনাব্লার পিএলসি বোর্ডের কাছে গোটাটাই চেপে যান। এই প্রতিবেদনের পরই পতন শুরু হয়। লন্ডন স্টক এক্সচেঞ্জে শেঠির সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই এই ঘটনার সঙ্গে আদানি-হিন্ডেনবার্গ রিসার্চের মিল পেতে পারেন। অমিল হল, আদানি ঘুরে দাঁড়িয়েছেন। শেঠি পারেননি।
advertisement
advertisement
advertisement