Stoneman Kolkata: মনে আছে, কলকাতার সেই ভয়ঙ্কর খুনি স্টোনম্যানকে! কে ছিল সে জানেন? কী হল শেষমেশ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Stoneman Kolkata: আটের দশকের একেবারে শেষে ১৯৮৯ সালে এই কলকাতা শহরেও দেখা দেয় ‘লার্জার দ্যান লাইফ’ নির্মম হত্যাকারী। তারও নাম দেওয়া হয় ‘স্টোনম্যান’।
advertisement
একজন সিরিয়াল কিলার, যে ভিক্ষুক এবং গরীব মানুষদের খুন করে চলেছে, এমন সন্দেহের প্রথম শুরু হয় ভারতের মুম্বইতে। দুঃখের বিষয়, প্রথম ৬টি খুন একইভাবে হলেও ৬ নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বই পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি এটি একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা হতে পারে। ৬ নম্বর খুনের পর পুলিশ খুনগুলোর মাঝে একধরনের প্যাটার্ন বা মিল খুঁজে পায়, যা তাদের সিরিয়াল কিলিং সম্বন্ধে ভাবতে বাধ্য করে।
advertisement
advertisement
advertisement
একটা-দু’টো নয়, ছ’মাসে তেরোটা খুন করেছিল সেই ‘অদৃশ্য’ খুনি! অদৃশ্যই, কেননা কেউ তাকে দেখেনি। কলকাতার পথেঘাটে কত মানুষের বাস। কিন্তু কেউ কোনও খোঁজ দিতে পারেনি স্টোনম্যানের। যেন অন্ধকার কুঁদে নিজের শরীর গড়ে সে ঘুরে বেড়াত শহরের পথেঘাটে। ফলে তার খুনগুলো সত্যি হওয়া সত্ত্বেও সে হয়ে উঠল এক অলীক অস্তিত্ব!
advertisement
advertisement
advertisement
advertisement
