Stoneman Kolkata: মনে আছে, কলকাতার সেই ভয়ঙ্কর খুনি স্টোনম্যানকে! কে ছিল সে জানেন? কী হল শেষমেশ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Stoneman Kolkata: আটের দশকের একেবারে শেষে ১৯৮৯ সালে এই কলকাতা শহরেও দেখা দেয় ‘লার্জার দ্যান লাইফ’ নির্মম হত্যাকারী। তারও নাম দেওয়া হয় ‘স্টোনম্যান’।
সিরিয়াল কিলার! একের পর এক খুন করা যার নেশা। এরকম খুনির আবির্ভাব যখন কোনও এলাকায় ঘটে, তখন তা পরিণত হয় এক আতঙ্কের নগরীতে। আজ আপনাদের জানাব, ‘দ্য স্টোনম্যান’ -এর কাহিনি, ১৯৮৫-১৯৮৯ সাল পর্যন্ত যে ভারতের মুম্বই আর কলকাতায় সে তৈরি করেছিল এক ত্রাসের রাজত্ব।
advertisement
একজন সিরিয়াল কিলার, যে ভিক্ষুক এবং গরীব মানুষদের খুন করে চলেছে, এমন সন্দেহের প্রথম শুরু হয় ভারতের মুম্বইতে। দুঃখের বিষয়, প্রথম ৬টি খুন একইভাবে হলেও ৬ নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বই পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি এটি একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা হতে পারে। ৬ নম্বর খুনের পর পুলিশ খুনগুলোর মাঝে একধরনের প্যাটার্ন বা মিল খুঁজে পায়, যা তাদের সিরিয়াল কিলিং সম্বন্ধে ভাবতে বাধ্য করে।
advertisement
খুনগুলো শুরু হয়েছিল ১৯৮৫ সালে। মুম্বই বা বোম্বেতে টানা ২ বছরে ১২ জনকে খুন করে এই খুনি। তারপর ১৯৮৭ সালে সে ক্ষান্ত হয়। মুম্বইয়ের সিয়ন এবং কিং’স সার্কেল এলাকায় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল। কিন্তু সেই সিরিয়াল কিলারকে ধরা যায়নি।
advertisement
এরপর আটের দশকের একেবারে শেষে ১৯৮৯ সালে এই কলকাতা শহরেও দেখা দেয় ‘লার্জার দ্যান লাইফ’ নির্মম হত্যাকারী। তারও নাম দেওয়া হয় ‘স্টোনম্যান’। এক বিখ্যাত ইংরেজি দৈনিকই এই নাম দিয়েছিল। তারপর ক্রমে সেই নামই চালু হয়ে গেল।
advertisement
একটা-দু’টো নয়, ছ’মাসে তেরোটা খুন করেছিল সেই ‘অদৃশ্য’ খুনি! অদৃশ্যই, কেননা কেউ তাকে দেখেনি। কলকাতার পথেঘাটে কত মানুষের বাস। কিন্তু কেউ কোনও খোঁজ দিতে পারেনি স্টোনম্যানের। যেন অন্ধকার কুঁদে নিজের শরীর গড়ে সে ঘুরে বেড়াত শহরের পথেঘাটে। ফলে তার খুনগুলো সত্যি হওয়া সত্ত্বেও সে হয়ে উঠল এক অলীক অস্তিত্ব!
advertisement
একের পর এক মানুষকে পাথর দিয়ে মুখ থেঁতলে খুন করত সে। আর তারপর কী এক মন্তরে হাওয়া হয়ে যেত শহরের ফিনফিনে হাওয়ার ভিতরে। কেউ তার নাগাল পায়নি।
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আবারও পাথরে মুখ থেঁতলে খুন করার ঘটনার কথা শোনা গিয়েছিল। তবে এবার মুম্বই বা কলকাতা নয়। গুয়াহাটি। তারপর সেও অন্তর্হিত হয়। ঠিক যেমন মুম্বই বা কলকাতায় হয়েছিল।
advertisement
স্টোনম্যানের গল্প ভারতীয় অপরাধ জগতের এক অমীমাংসিত রহস্য হয়েই রয়েছে এবং সম্ভবত রহস্য হয়েই থাকবে। রাতের আঁধারে নিরপরাধ মানুষদের কোনও কারণ ছাড়াই পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে দিয়ে মেরে ফেলা হচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় আর কী হতে পারে?
advertisement