Sorry: কথায়-কথায় সরি বলেন? শুধুই ক্ষমা চাওয়া? নাহ্, রয়েছে অনেক বড় কারণ! জানলে চমকে উঠবেন

Last Updated:
Sorry: কথায় কথায় সরি বলে, তার মানে তারা কথায় কথায় দুঃখ প্রকাশ করে বা ক্ষমা প্রার্থনা করে, বিষয়টা তেমন নয়।
1/6
‘সরি’ শব্দটি এসেছে ইংরেজি শব্দ ‘সারিগ’ থেকে, যার অর্থ হচ্ছে ‘ক্ষুব্ধ বা মনোকষ্ট’। কিন্তু অধিকাংশ মানুষই এসব বোঝাতে সরি শব্দটি ব্যবহার করেন না।
‘সরি’ শব্দটি এসেছে ইংরেজি শব্দ ‘সারিগ’ থেকে, যার অর্থ হচ্ছে ‘ক্ষুব্ধ বা মনোকষ্ট’। কিন্তু অধিকাংশ মানুষই এসব বোঝাতে সরি শব্দটি ব্যবহার করেন না।
advertisement
2/6
সাউদার্ন অরেগন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্বের বিশেষজ্ঞ ও ‘সরি অ্যাবাউট দ্যাট: দ্য ল্যাঙ্গুয়েজ অব পাবলিক অ্যাপোলজি’ বইয়ের লেখক এডউইন বাটিস্টেলা বলেন, ‘মানুষ বিভিন্নভাবে সরি শব্দটা ব্যবহার করে। যারা এ শব্দটি অতিরিক্ত ব্যবহার করে, তার মানে এই না যে তারা অধিক অনুশোচনাপ্রবণ।’
সাউদার্ন অরেগন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্বের বিশেষজ্ঞ ও ‘সরি অ্যাবাউট দ্যাট: দ্য ল্যাঙ্গুয়েজ অব পাবলিক অ্যাপোলজি’ বইয়ের লেখক এডউইন বাটিস্টেলা বলেন, ‘মানুষ বিভিন্নভাবে সরি শব্দটা ব্যবহার করে। যারা এ শব্দটি অতিরিক্ত ব্যবহার করে, তার মানে এই না যে তারা অধিক অনুশোচনাপ্রবণ।’
advertisement
3/6
তিনি বলেন, ‘অনেক সময় সহানুভূতি প্রকাশের জন্যও সরি বলা হয়ে থাকে। যেমন অনাকাঙ্খিত বৃষ্টির জন্য মানুষ বলে যে, ‘বৃষ্টির জন্য আমি দুঃখিত’। যারা সরি বলতে অভ্যস্ত, এমন অনেক ক্ষেত্রে সরি শব্দটি ব্যবহার করেন তারা, যা বাকিদের কাছে যা অনভিপ্রেত। যেমন অপরিচিত কারও সঙ্গে কিছু বলতে চাইলে সরি বলে তার দৃষ্টি আকর্ষণ করে অনেকে।
তিনি বলেন, ‘অনেক সময় সহানুভূতি প্রকাশের জন্যও সরি বলা হয়ে থাকে। যেমন অনাকাঙ্খিত বৃষ্টির জন্য মানুষ বলে যে, ‘বৃষ্টির জন্য আমি দুঃখিত’। যারা সরি বলতে অভ্যস্ত, এমন অনেক ক্ষেত্রে সরি শব্দটি ব্যবহার করেন তারা, যা বাকিদের কাছে যা অনভিপ্রেত। যেমন অপরিচিত কারও সঙ্গে কিছু বলতে চাইলে সরি বলে তার দৃষ্টি আকর্ষণ করে অনেকে।
advertisement
4/6
কিংবা বাসে-ট্রেনে কারও পাশে বসতে হলেও তাকে সরি বলে থাকেন অনেকে। অর্থাৎ, কথায় কথায় সরি বলে, তার মানে তারা কথায় কথায় দুঃখ প্রকাশ করে বা ক্ষমা প্রার্থনা করে, বিষয়টা তেমন নয়’।
কিংবা বাসে-ট্রেনে কারও পাশে বসতে হলেও তাকে সরি বলে থাকেন অনেকে। অর্থাৎ, কথায় কথায় সরি বলে, তার মানে তারা কথায় কথায় দুঃখ প্রকাশ করে বা ক্ষমা প্রার্থনা করে, বিষয়টা তেমন নয়’।
advertisement
5/6
 সরি বলার একটি ভাল দিক হচ্ছে, সহজেই কারো বিশ্বাস অর্জন করা যায়। কোনও ভুল করা ছাড়াই কেউ যখন সরি বলে, তখন সহজেই সে অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে, পরিস্থিতিও তাদের নিয়ন্ত্রণে থাকে। তবে অনেকেই অতিরিক্ত সরি বলাটাকে মানসিক দুর্বলতা মনে করেন।
সরি বলার একটি ভাল দিক হচ্ছে, সহজেই কারো বিশ্বাস অর্জন করা যায়। কোনও ভুল করা ছাড়াই কেউ যখন সরি বলে, তখন সহজেই সে অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে, পরিস্থিতিও তাদের নিয়ন্ত্রণে থাকে। তবে অনেকেই অতিরিক্ত সরি বলাটাকে মানসিক দুর্বলতা মনে করেন।
advertisement
6/6
তবে বাটিস্টেলা অতির্কিত সরি বলা থেকে বেরিয়ে আসতে একটি পরামর্শ দিচ্ছেন। তার পরামর্শ হচ্ছে, ‘পরিবার থেকে যেভাবে এবং যে পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করা শেখানো হয়েছে, শুধু সেসব পরিস্থিতিতেই দুঃখ প্রকাশ করতে হবে’।
তবে বাটিস্টেলা অতির্কিত সরি বলা থেকে বেরিয়ে আসতে একটি পরামর্শ দিচ্ছেন। তার পরামর্শ হচ্ছে, ‘পরিবার থেকে যেভাবে এবং যে পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করা শেখানো হয়েছে, শুধু সেসব পরিস্থিতিতেই দুঃখ প্রকাশ করতে হবে’।
advertisement
advertisement
advertisement