Durga Puja 2021: মা দুর্গার ১০ হাতের ১০ অস্ত্র কেন থাকে? জেনে নিন তার কারণ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দেবীকে কোন কোন দেবতা সেই অস্ত্র, কী কাজে প্রদান করেছিলেন, কোন অস্ত্রের কী-ই বা অর্থ, তা জেনে নেওযা যাক ।
• আর মাস দুয়েকের অপেক্ষা । তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) । আকাশে-বাতালে পুজোর গন্ধ যেন ম ম করছে । নদীর ধারে কাশ ফুলে হালকা হালকা রেশ দেখা যাচ্ছে । মায়ের আগমণের প্রাককালে নিজেকে সাজিয়ে তুলছে ধরিত্রী । আমরাও প্রস্তুত হচ্ছি মনে মনে । তবে সকলের আরাধ্যা দেবী দুর্গা সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না । যেমন অনেকেই জানেন না, দেবীর দশ হাতের অস্ত্রের সম্বন্ধে । দেবীকে কোন কোন দেবতা সেই অস্ত্র, কী কাজে প্রদান করেছিলেন, কোন অস্ত্রের কী-ই বা অর্থ, তাও জানা নেই অনেকের । আসুন আজ এ সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক । প্রকৃত অর্থে মহামায়া’কে সর্বক্ষেত্রে পারদর্শী করে গড়েছিলেন দেবতাগণ । সমস্ত যুদ্ধে, লড়াইয়ে, সঙ্কটে তাঁকে রুখে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছিলেন । তাই তো তাঁর ১০ হাতে তুলে দিয়েছিলেন ১০ অস্ত্র । জেনে নিন সেই অস্ত্রের মাহাত্ম্য ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• তির-ধনুক- বায়ু দিয়েছিলেন ধনুক ও তির৷ উভয়ই ইতিবাচক শক্তির প্রতিক৷ মনুষ্য শরীরের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তারই প্রকাশ ঘটে ধনুর টঙ্কারে। আর এই ধনু টঙ্কারের সঙ্গে জুড়ে থাকে তীর যা এই ধনুর টঙ্কারে প্রকাশিত শক্তির ভারকে বহন করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। মানব দেহে সেই শক্তির সঞ্চার করতেই মা দুর্গা নিজের হাতে তীর-ধনুক বহন করেন।
advertisement