সাপের লেজে পা দিলে কী হয়? সত্যিই কি মৃত্যুর আশঙ্কা? অজানা তথ্য জানালেন বিশেষজ্ঞরা
- Published by:Tias Banerjee
Last Updated:
সাপের লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়! মহাদেব প্যাটেল জানিয়েছেন, সাপের লেজে আদৌ কি বিষ থাকে? লেজ দিয়ে আঘাতে ক্ষত বা সংক্রমণ হতে পারে, তবে তা প্রাণঘাতী কি? বিশদে জানুন।
সাধারণভাবে সবাই জানেন, সাপ কামড়ালে বিষ ছড়িয়ে পড়ে এবং তা প্রাণঘাতী হতে পারে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন—সাপ যদি লেজ দিয়ে আঘাত করে, অথবা সেই পরিচিত প্রবাদ, 'সাপের লেজে পা দিয়েছ কি...'! কিন্তু এতে কি মানুষের মৃত্যু হতে পারে? এই ধারণার মধ্যে কতটা সত্য আছে, তা নিয়েই কৌতূহল। আসুন জেনে নেওয়া যাক আসল তথ্য।
advertisement
advertisement
এই বিষয়ে মধ্যপ্রদেশের খারগোনের খ্যাতনামা সাপ ধরার বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল নিউজ ১৮-কে জানিয়েছেন, সাপের লেজে কোনও ধরনের বিষ থাকে না। সাপ যদি লেজ দিয়ে কাউকে আঘাত করে, তাতে অজ্ঞান হওয়া বা বিষক্রিয়াজনিত জ্বর হওয়ার প্রশ্নই নেই। সাপের লেজ সম্পূর্ণ বিষমুক্ত এবং এটি মূলত আত্মরক্ষার জন্যই ব্যবহার করা হয়।
advertisement
advertisement
এছাড়া সাপের কামড় বা আঁচড়ে ত্বক কেটে গেলে সংক্রমণ হতে পারে। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় এবং জ্বর দেখা দিতে পারে। এটি বিরল হলেও সম্ভব। আবার কিছু মানুষ খুব সংবেদনশীল হন—সামান্য আঘাত বা মানসিক চাপেও তাঁদের মাথাব্যথা বা জ্বর দেখা দেয়। সাপ লেজ দিয়ে আঘাত করলে ভয়ের কারণে কেউ কেউ অসুস্থ বোধ করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আবার, সাপের আঘাতে ত্বকে যদি কোনও কাটা বা আঁচড় লাগে, সেখান থেকে সংক্রমণ হতে পারে। তখন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে জ্বর তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে এই সংক্রমণ বিরল হলেও সম্ভব। আবার এমনও মানুষ আছেন, যাঁরা খুব সংবেদনশীল—অল্প আঘাত বা মানসিক চাপেই তাঁদের মাথাব্যথা বা জ্বর দেখা দিতে পারে। সাপের লেজের আঘাতে অনেক সময় ভয়ের কারণেই মানুষ অসুস্থ বোধ করেন।
advertisement









