Snake Facts: সাপের লক্ষ্মণ রেখা! ‘এই’ বীজ ছড়িয়ে দিলেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ...আদিবাসীদের দারুণ টোটকা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বীজের উপর গবেষণা চলছে। রাঁচীর পিথোরিয়া এলাকার জঙ্গলে এই বীজটি পাওয়া যায় বলে জানা গিয়েছে।
advertisement
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বীজের উপর গবেষণা চলছে। রাঁচীর পিথোরিয়া এলাকার জঙ্গলে এই বীজটি পাওয়া যায় বলে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছিল যে, আদিবাসীরা সাপ তাড়ানোর জন্য এই বীজ ব্যবহার করে। কারণ, বীজের গন্ধে সাপ চলে যায়। গবেষণায় আরও দেখা গিয়েছে যে এই বীজগুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
advertisement
বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী প্রশান্ত লোকাল ১৮-কে বলেন, ‘‘রাঁচীর বনে অনেক ওষধি গাছ পাওয়া যায়। আমাদের গবেষণায় আমরা সেগুলোই খোঁজার চেষ্টা করি৷ অনেক সময় দেখা যায়, যে ওষধি গাছের একটি গুণ আমাদের জানা ছিল, প্রকৃতপক্ষে, তার অন্য গুণও রয়েছে৷ বা হয়ত সেই গাছের বীজেরও যে গুণ রয়েছে, সেটা তার আগে আমরা জানতাম না৷ জঙ্গলে গবেষণা করতে গিয়ে আমরা জানতে পারি সেখানকার স্থানীয় লোকেরা সাপ তাড়ানোর জন্য এমনকি খাওয়ার জন্যও এই বিশেষ বীজ ব্যবহার করেন।’’
advertisement
কৃষি বিজ্ঞানী প্রশান্ত ব্যাখ্যা করেছেন, আমরা বীজগুলি দেখে বুঝতে পারি যেটা সর্পগন্ধা গাছের বীজ। এর গন্ধে সাপ দূর থেকে থাকে। শুধু বড় সাপই নয়, বাচ্চা সাপও এর কাছে আসতে পারে না। সর্পগন্ধার কয়েকটি বীজ ঘরে বা ঘর থেকে কিছুটা দূরে রেখে দিলে সাপকেও দূরে রাখা যায়। আসলে, বনে বা প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষের জন্য ঘরে সাপ ঢুকে পড়া একটা বড় সমস্যা। এমন পরিস্থিতিতে, এই বীজ তাদের জন্য লক্ষ্মণ রেখা হিসেবে কাজ করে।
advertisement
advertisement
