Snake Attack on Baby: ভয়ঙ্কর বিষধর সাপের ছোবলে ১১ মাসের শিশুর যমে-মানুষে টানাটানি! তারপর কী হল জানলে মন ভাল হয়ে যাবে...

Last Updated:
Snake Attack on Baby: ছত্তিশগড়ের জগদলপুরে এক ভয়ংকর ক্রেট সাপের কামড়ে ১১ মাসের এক শিশুর মৃত্যুর ভয়ঙ্কর পরিস্থিতি। ৯৭ ঘণ্টা ভেন্টিলেটরে রাখা হয় শিশুটিকে, তারপর কী হল বিস্তারিত জানুন...
1/9
ছত্তিশগড়ের জগদলপুর থেকে উঠে এসেছে এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনা, যা চমক এবং বিস্ময়ের উদাহরণ হয়ে উঠেছে। মাত্র ১১ মাসের একটি শিশু ক্রেট নামের এক ভয়ংকর বিষধর সাপের ছোবল খেয়ে জীবন-মৃত্যুর মাঝখানে চলে যায়, কিন্তু চিকিৎসকদের কঠোর পরিশ্রম, আধুনিক চিকিৎসা এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে সে ফিরে আসে জীবনের কাছে।
ছত্তিশগড়ের জগদলপুর থেকে উঠে এসেছে এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনা, যা চমক এবং বিস্ময়ের উদাহরণ হয়ে উঠেছে। মাত্র ১১ মাসের একটি শিশু ক্রেট নামের এক ভয়ংকর বিষধর সাপের ছোবল খেয়ে জীবন-মৃত্যুর মাঝখানে চলে যায়, কিন্তু চিকিৎসকদের কঠোর পরিশ্রম, আধুনিক চিকিৎসা এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে সে ফিরে আসে জীবনের কাছে।
advertisement
2/9
ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার মাড্ডেড ব্লকের অন্তর্গত তোয়নाর গ্রামে। ১৭ জুন রাতের সময় আল্পনা নামের শিশুটি নিজের বাড়িতে বিছানায় ঘুমাচ্ছিল। তখনই একটি ক্রেট সাপ চুপিচুপি ঢুকে পড়ে এবং শিশুকে ছোবল দেয়। বিশের তেজে মুহূর্তেই শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার মাড্ডেড ব্লকের অন্তর্গত তোয়নाর গ্রামে। ১৭ জুন রাতের সময় আল্পনা নামের শিশুটি নিজের বাড়িতে বিছানায় ঘুমাচ্ছিল। তখনই একটি ক্রেট সাপ চুপিচুপি ঢুকে পড়ে এবং শিশুকে ছোবল দেয়। বিশের তেজে মুহূর্তেই শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়ে।
advertisement
3/9
শিশুর অবস্থা দেখে আতঙ্কিত বাবা-মা সঙ্গে সঙ্গে তাকে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শিশুর শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ছিল। চিকিৎসকরা বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ, তাই কোনও সময় নষ্ট না করে শিশুকে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
শিশুর অবস্থা দেখে আতঙ্কিত বাবা-মা সঙ্গে সঙ্গে তাকে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শিশুর শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ছিল। চিকিৎসকরা বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ, তাই কোনও সময় নষ্ট না করে শিশুকে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
advertisement
4/9
জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডঃ অনুরূপ সাহুর নেতৃত্বাধীন একটি ৯ সদস্যের চিকিৎসক দল। সঙ্গে সঙ্গেই শিশুকে এন্টি-স্নেক ভেনম ইনজেকশন দেওয়া হয় এবং ভেন্টিলেটরে স্থানান্তর করা হয়।
জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডঃ অনুরূপ সাহুর নেতৃত্বাধীন একটি ৯ সদস্যের চিকিৎসক দল। সঙ্গে সঙ্গেই শিশুকে এন্টি-স্নেক ভেনম ইনজেকশন দেওয়া হয় এবং ভেন্টিলেটরে স্থানান্তর করা হয়।
advertisement
5/9
পরবর্তী ৯৭ ঘণ্টা অর্থাৎ প্রায় ৪ দিন ধরে শিশুটি ভেন্টিলেটরে ছিল। এই সময়সীমায় তার শারীরিক অবস্থা প্রতিমুহূর্তে নজরে রাখা হচ্ছিল। নার্সিং টিম এবং চিকিৎসকরা দিন-রাত এক করে চলছিলেন শিশুটিকে বাঁচানোর জন্য।
পরবর্তী ৯৭ ঘণ্টা অর্থাৎ প্রায় ৪ দিন ধরে শিশুটি ভেন্টিলেটরে ছিল। এই সময়সীমায় তার শারীরিক অবস্থা প্রতিমুহূর্তে নজরে রাখা হচ্ছিল। নার্সিং টিম এবং চিকিৎসকরা দিন-রাত এক করে চলছিলেন শিশুটিকে বাঁচানোর জন্য।
advertisement
6/9
অবশেষে, ডাক্তারদের আপ্রাণ প্রচেষ্টা সার্থক হয়। শিশুর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এবং ধীরে ধীরে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার অভিভাবকদের হাতে তুলে দেয়। এই অলৌকিক সাফল্যে হাসপাতাল চত্বরেই খুশির জোয়ার বয়ে যায়।
অবশেষে, ডাক্তারদের আপ্রাণ প্রচেষ্টা সার্থক হয়। শিশুর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এবং ধীরে ধীরে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার অভিভাবকদের হাতে তুলে দেয়। এই অলৌকিক সাফল্যে হাসপাতাল চত্বরেই খুশির জোয়ার বয়ে যায়।
advertisement
7/9
ডঃ অনুরূপ সাহু জানিয়েছেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল একটি কেস ছিল। ক্রেট সাপের বিষ নিউরোটক্সিক হয়ে থাকে, যা সরাসরি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। সামান্য দেরি হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত না। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু করায় এবং দারুণ টিমওয়ার্কের মাধ্যমে আমরা শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি।”
ডঃ অনুরূপ সাহু জানিয়েছেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল একটি কেস ছিল। ক্রেট সাপের বিষ নিউরোটক্সিক হয়ে থাকে, যা সরাসরি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। সামান্য দেরি হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত না। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু করায় এবং দারুণ টিমওয়ার্কের মাধ্যমে আমরা শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি।”
advertisement
8/9
এই ঘটনা কেবল চিকিৎসা বিজ্ঞানের জয় নয়, বরং মানুষের মনোবল, সাহস এবং সদিচ্ছার একটি বাস্তব উদাহরণ। “যাকে রক্ষা করেন ঈশ্বর, তাকে মারতে পারে না কেউ”—এই প্রবাদ যেন বাস্তবে রূপ নিয়েছে আল্পনার জীবনে।
এই ঘটনা কেবল চিকিৎসা বিজ্ঞানের জয় নয়, বরং মানুষের মনোবল, সাহস এবং সদিচ্ছার একটি বাস্তব উদাহরণ। “যাকে রক্ষা করেন ঈশ্বর, তাকে মারতে পারে না কেউ”—এই প্রবাদ যেন বাস্তবে রূপ নিয়েছে আল্পনার জীবনে।
advertisement
9/9
কমন ক্রেট সাপ (Common Krait) ভারতের অন্যতম বিষাক্ত সাপ। এর বিষ নিঃশব্দে শরীরের স্নায়ুতন্ত্রকে প্যারালাইজ করে দেয়। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা শুরু না হলে মৃত্যু অনিবার্য। তাই গ্রামের মানুষদের মধ্যে সাপ কামড়ের পর প্রাথমিক চিকিৎসা ও সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়ে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
কমন ক্রেট সাপ (Common Krait) ভারতের অন্যতম বিষাক্ত সাপ। এর বিষ নিঃশব্দে শরীরের স্নায়ুতন্ত্রকে প্যারালাইজ করে দেয়। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা শুরু না হলে মৃত্যু অনিবার্য। তাই গ্রামের মানুষদের মধ্যে সাপ কামড়ের পর প্রাথমিক চিকিৎসা ও সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়ে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
advertisement
advertisement
advertisement