Poisonous Snake: এক ছোবলেই মৃত্যু...! কোবরার চেয়েও ভয়ঙ্কর বিষাক্ত 'এই' সাপ, কামড়ালেও টের পাবেন না, বর্ষায় ঘরে ঘাপটি মেরে থাকে 'নীরব ঘাতক' বিষধর, সাবধান!
Last Updated:
Poisonous Snake: পৃথিবীতে তিন হাজারেরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। কিছু সাপ অত্যন্ত বিষাক্ত। এর মধ্যে সাধারণ ক্রেইট সাপটি কোবরার চেয়েও বেশি বিপজ্জনক এবং একে 'নীরব ঘাতক' বলা হয়।
পৃথিবীতে তিন হাজারেরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। কিছু সাপ অত্যন্ত বিষাক্ত। এর মধ্যে সাধারণ ক্রেইট সাপটি কোবরার চেয়েও বেশি বিপজ্জনক এবং একে 'নীরব ঘাতক' বলা হয়। কমন ক্রেইট ভারতের চারটি সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি। এর সবচেয়ে বড় সমস্যা হল এটি যখন কামড়ায়, তখন একজন ব্যক্তি বুঝতেও পারেন না যে তাকে একটি বিষাক্ত সাপ কামড়েছে। এটি কোনও ব্যথা, জ্বালাপোড়া এবং গভীর ক্ষত সৃষ্টি করে না। মুহূর্তের মধ্যে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রেই ব্যক্তি মারা যায়।
advertisement
সাপ সম্পর্কে প্রায়ই নানান কথা শোনা যায়, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সাপ কতদিন বাঁচতে পারে? অথবা তাদের বয়স কীভাবে নির্ধারণ করা হয়? যদিও আমাদের বেশিরভাগ মানুষই মানুষের গড় আয়ু সম্পর্কে অবগত, তবুও সাপের বয়স অনেকের কাছেই রহস্যময়। মধ্যপ্রদেশের একজন সাপ বিশেষজ্ঞ এই নিয়ে রিসার্চ করেছেন৷ যার মধ্যে রয়েছে কোন প্রজাতি সবচেয়ে বেশি বাঁচে এবং তাদের বয়স কীভাবে অনুমান করা যায়। তায় আজ আবার নাগ পঞ্চমী, জেনে নিন এই পবিত্র দিনেই সাপের সম্পর্কে বিশেষ তথ্য৷