Shocking: এই গ্রামে ১৩ বছরের কিশোর রাত কাটায় বিবাহিতা, বয়সে অনেক বড় মহিলার সঙ্গে, কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
দু’সপ্তাহ ধরে লাগাতার কশোরটিকে যৌনমিলন করে যেতে হয়। মহিলার থেকে সে শিখে নেয় কীভাবে একজন নারীকে সুখী করতে হয়। যৌনতা বিষয়ে 'এক্সপার্ট' হয়ে যাওয়ার পর গ্রামে ফিরে আসে ১৩ বছরের ওই কিশোর।
1/4
সেই আদিম যুগ থেকে যৌনতা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি কৌতূহল। যৌনজীবনে রয়েছে নানাবিধ বৈচিত্র-ও। সময়ের সঙ্গে সঙ্গে ব্যতক্রমী যৌনতা রীতি ও সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়! যেমন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপমালা হল ‘কুক আইল্যান্ড’। সেখানে ১৩ বছরের ছেলেকে বাধ্যতামূলকভাবে যৌনতা করতে হবে বিবাহিতা ও বয়সে অনেকটা বড় মহিলার সঙ্গে।
সেই আদিম যুগ থেকে যৌনতা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি কৌতূহল। যৌনজীবনে রয়েছে নানাবিধ বৈচিত্র-ও। সময়ের সঙ্গে সঙ্গে ব্যতক্রমী যৌনতা রীতি ও সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়! যেমন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপমালা হল ‘কুক আইল্যান্ড’। সেখানে ১৩ বছরের ছেলেকে বাধ্যতামূলকভাবে যৌনতা করতে হবে বিবাহিতা ও বয়সে অনেকটা বড় মহিলার সঙ্গে।
advertisement
2/4
পনেরোটি দ্বীপ নিয়ে তৈরি 'কুক আইল্যান্ড'-এর দক্ষিণে এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ‘মানগাইয়া’। এই দ্বীপে প্রচলিত এক আজব প্রথা। ছেলেদের বয়স তেরো বছর হলেই তাঁদের বয়সে অনেক বড় বিবাহিতা মহিলাদের সঙ্গে গ্রাম থেকে দূরে একটি কুঁড়ে বাড়িতে চলে যেতে হয়। সেখানে টানা দু’সপ্তাহ ধরে কিশোরটিকে বাধ্যতামূলকভাবে যৌনমিলন করতে হয় সেই মহিলার সঙ্গে।
পনেরোটি দ্বীপ নিয়ে তৈরি 'কুক আইল্যান্ড'-এর দক্ষিণে এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ‘মানগাইয়া’। এই দ্বীপে প্রচলিত এক আজব প্রথা। ছেলেদের বয়স তেরো বছর হলেই তাঁদের বয়সে অনেক বড় বিবাহিতা মহিলাদের সঙ্গে গ্রাম থেকে দূরে একটি কুঁড়ে বাড়িতে চলে যেতে হয়। সেখানে টানা দু’সপ্তাহ ধরে কিশোরটিকে বাধ্যতামূলকভাবে যৌনমিলন করতে হয় সেই মহিলার সঙ্গে।
advertisement
3/4
অভিজ্ঞ বিবাহিতা মহিলাটি কিশোরকে শিখিয়ে দেন যৌনমিলনের হরেক পদ্ধতি ও আসন।
অভিজ্ঞ বিবাহিতা মহিলাটি কিশোরকে শিখিয়ে দেন যৌনমিলনের হরেক পদ্ধতি ও আসন।
advertisement
4/4
দু’সপ্তাহ ধরে লাগাতার কশোরটিকে যৌনমিলন করে যেতে হয়। মহিলার থেকে সে শিখে নেয় কীভাবে একজন নারীকে সুখী করতে হয়। যৌনতা বিষয়ে 'এক্সপার্ট' হয়ে যাওয়ার পর গ্রামে ফিরে আসে ১৩ বছরের ওই কিশোর।
দু’সপ্তাহ ধরে লাগাতার কশোরটিকে যৌনমিলন করে যেতে হয়। মহিলার থেকে সে শিখে নেয় কীভাবে একজন নারীকে সুখী করতে হয়। যৌনতা বিষয়ে 'এক্সপার্ট' হয়ে যাওয়ার পর গ্রামে ফিরে আসে ১৩ বছরের ওই কিশোর।
advertisement
advertisement
advertisement