Shani Jayanti 2021: ১৪৮ বছর পর মহাযোগ পড়েছে শনি জয়ন্তীতে, জেনে নিন শুভদিন, পুজোর সময়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এ বছর আবার শনি জয়ন্তীর দিনই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ । ভারত থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে । এমন যোগ প্রায় দেড়শ বছর পর ফিরে এসেছে ।
advertisement
advertisement
• মনে করা হয় শনি হলেন বিচারের দেবতা । তিনি রুষ্ট হলে রক্ষে নেই । মানুষের কাজের উপর ভিত্তি করে তিনি আশীর্বাদ বা শাস্তি দেন । তিনি শনি গ্রহণের দেবতা । মনে করা হয় সৌর মণ্ডলে এই গ্রহই সবচেয়ে আসতে ঘোরে । শনির অবস্থানের উপর প্রত্যেকের জন্ম ছক নির্ভর করে । প্রার্থনা আর সঠিক পদ্ধতিতে পুজো করলে শনির কৃপালাভ করা সম্ভব ।
advertisement
• পুরাণ মতে সূর্যের স্ত্রী শারণ্যু দেবী স্বামীর তেজ আর প্রখরতা সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে ছায়ার সৃষ্টি করে তাঁকে নিজের জায়গায় বসিয়ে রেখে তিনি তপস্যা করতে চলে যান । ইতিমধ্যে ছায়ার সঙ্গে সূর্যদেবের মিলনের ফলে শনির জন্ম হয় । কিন্তু তাঁর গায়ের রং হল কুচকুচে কালো । এ নিয়ে সূর্যদেব দিনরাত দেবী ছায়াকে তাঁর পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন । মায়ের এই অপমান সহ্য করতে পারতেন না শনি দেব ।
advertisement
advertisement
• অমাবস্যা শুরু হচ্ছে ৯ জুন, দুপুর ১২টা ২৭ মিনিট থেকে । ১০ জুন দুপুর ২টো ৫২ মিনিটে শেষ হচ্ছে । ১০ জুন সূর্যদয় ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে । ব্রহ্ম মুহূর্ত সকাল ৪টে ৪৫ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট । অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৪ থেকে রাত ১২টা ৪১ মিনিট পর্যন্ত । অমৃতকাল সকাল ৬টা ৩৯ থেকে ৮টা ২৭ মিনিট পর্যন্ত ।
advertisement
advertisement