Shani Jayanti 2021: ১৪৮ বছর পর মহাযোগ পড়েছে শনি জয়ন্তীতে, জেনে নিন শুভদিন, পুজোর সময়

Last Updated:
এ বছর আবার শনি জয়ন্তীর দিনই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ । ভারত থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে । এমন যোগ প্রায় দেড়শ বছর পর ফিরে এসেছে ।
1/8
• ১৪৮ বছর পর এই বিরল মহেন্দ্রযোগ আসতে চলেছে শনি জয়ন্তীর দিন । আগামী ১০ জুন, অর্থাৎ আগামিকাল শনি জয়ন্তী । পুরাণ মতে জৈষ্ঠ্য মাসের অমাবস্যায় সূর্য ও ছায়া পুত্র শনি জন্মগ্রহণ করে। তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় শনি জয়ন্তী।
• ১৪৮ বছর পর এই বিরল মহেন্দ্রযোগ আসতে চলেছে শনি জয়ন্তীর দিন । আগামী ১০ জুন, অর্থাৎ আগামিকাল শনি জয়ন্তী । পুরাণ মতে জৈষ্ঠ্য মাসের অমাবস্যায় সূর্য ও ছায়া পুত্র শনি জন্মগ্রহণ করে। তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় শনি জয়ন্তী।
advertisement
2/8
• এ বছর আবার শনি জয়ন্তীর দিনই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ । ভারত থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে । এমন যোগ প্রায় দেড়শ বছর পর ফিরে এসেছে । ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৪২ মিনিটে সূর্য গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে।
• এ বছর আবার শনি জয়ন্তীর দিনই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ । ভারত থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে । এমন যোগ প্রায় দেড়শ বছর পর ফিরে এসেছে । ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৪২ মিনিটে সূর্য গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে।
advertisement
3/8
• মনে করা হয় শনি হলেন বিচারের দেবতা । তিনি রুষ্ট হলে রক্ষে নেই । মানুষের কাজের উপর ভিত্তি করে তিনি আশীর্বাদ বা শাস্তি দেন । তিনি শনি গ্রহণের দেবতা । মনে করা হয় সৌর মণ্ডলে এই গ্রহই সবচেয়ে আসতে ঘোরে । শনির অবস্থানের উপর প্রত্যেকের জন্ম ছক নির্ভর করে । প্রার্থনা আর সঠিক পদ্ধতিতে পুজো করলে শনির কৃপালাভ করা সম্ভব ।
• মনে করা হয় শনি হলেন বিচারের দেবতা । তিনি রুষ্ট হলে রক্ষে নেই । মানুষের কাজের উপর ভিত্তি করে তিনি আশীর্বাদ বা শাস্তি দেন । তিনি শনি গ্রহণের দেবতা । মনে করা হয় সৌর মণ্ডলে এই গ্রহই সবচেয়ে আসতে ঘোরে । শনির অবস্থানের উপর প্রত্যেকের জন্ম ছক নির্ভর করে । প্রার্থনা আর সঠিক পদ্ধতিতে পুজো করলে শনির কৃপালাভ করা সম্ভব ।
advertisement
4/8
• পুরাণ মতে সূর্যের স্ত্রী শারণ্যু দেবী স্বামীর তেজ আর প্রখরতা সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে ছায়ার সৃষ্টি করে তাঁকে নিজের জায়গায় বসিয়ে রেখে তিনি তপস্যা করতে চলে যান । ইতিমধ্যে ছায়ার সঙ্গে সূর্যদেবের মিলনের ফলে শনির জন্ম হয় । কিন্তু তাঁর গায়ের রং হল কুচকুচে কালো । এ নিয়ে সূর্যদেব দিনরাত দেবী ছায়াকে তাঁর পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন । মায়ের এই অপমান সহ্য করতে পারতেন না শনি দেব ।
• পুরাণ মতে সূর্যের স্ত্রী শারণ্যু দেবী স্বামীর তেজ আর প্রখরতা সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে ছায়ার সৃষ্টি করে তাঁকে নিজের জায়গায় বসিয়ে রেখে তিনি তপস্যা করতে চলে যান । ইতিমধ্যে ছায়ার সঙ্গে সূর্যদেবের মিলনের ফলে শনির জন্ম হয় । কিন্তু তাঁর গায়ের রং হল কুচকুচে কালো । এ নিয়ে সূর্যদেব দিনরাত দেবী ছায়াকে তাঁর পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন । মায়ের এই অপমান সহ্য করতে পারতেন না শনি দেব ।
advertisement
5/8
• একদিন মায়ের অপমানের বদলা নিতে অগ্নিদৃষ্টিতে সূর্যের দিকে তাকান শনিদেব । সূর্যকে পুড়িয়ে কালো করে দেন তিনি । সূর্যের ক্ষমতা নাশ হওয়ার ভয়ে শিব এসে রক্ষা করেন সূর্যকে । তাঁকে সমস্ত সত্যি কথা খুলে বলেন এবং শনিকে অন্যায় দেখলে তার বিচার করার ক্ষমতা দিয়ে যান । সেই থেকেই বিচারের দেবতা হলেন শনি দেব ।
• একদিন মায়ের অপমানের বদলা নিতে অগ্নিদৃষ্টিতে সূর্যের দিকে তাকান শনিদেব । সূর্যকে পুড়িয়ে কালো করে দেন তিনি । সূর্যের ক্ষমতা নাশ হওয়ার ভয়ে শিব এসে রক্ষা করেন সূর্যকে । তাঁকে সমস্ত সত্যি কথা খুলে বলেন এবং শনিকে অন্যায় দেখলে তার বিচার করার ক্ষমতা দিয়ে যান । সেই থেকেই বিচারের দেবতা হলেন শনি দেব ।
advertisement
6/8
• অমাবস্যা শুরু হচ্ছে ৯ জুন, দুপুর ১২টা ২৭ মিনিট থেকে । ১০ জুন দুপুর ২টো ৫২ মিনিটে শেষ হচ্ছে । ১০ জুন সূর্যদয় ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে । ব্রহ্ম মুহূর্ত সকাল ৪টে ৪৫ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট । অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৪ থেকে রাত ১২টা ৪১ মিনিট পর্যন্ত । অমৃতকাল সকাল ৬টা ৩৯ থেকে ৮টা ২৭ মিনিট পর্যন্ত ।
• অমাবস্যা শুরু হচ্ছে ৯ জুন, দুপুর ১২টা ২৭ মিনিট থেকে । ১০ জুন দুপুর ২টো ৫২ মিনিটে শেষ হচ্ছে । ১০ জুন সূর্যদয় ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে । ব্রহ্ম মুহূর্ত সকাল ৪টে ৪৫ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট । অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৪ থেকে রাত ১২টা ৪১ মিনিট পর্যন্ত । অমৃতকাল সকাল ৬টা ৩৯ থেকে ৮টা ২৭ মিনিট পর্যন্ত ।
advertisement
7/8
• কী ভাবে করবেন শনি পুজো--- মন্দির বা বাড়ি যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন । মন্দিরে শনি পুজোয় প্রথমে দেবের তৈলভিষেকম ও শনি শান্ত পূজা করা হয় । অনেকেই উপবাস রাখেন । শনি স্তোস্ত্র পাঠ করা হয় । সর্ষের তেল, কালো কাপড় দেওয়া হয় শনি মন্দিরে । অবলা পশুদের খাওয়ানো হয় ।
• কী ভাবে করবেন শনি পুজো--- মন্দির বা বাড়ি যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন । মন্দিরে শনি পুজোয় প্রথমে দেবের তৈলভিষেকম ও শনি শান্ত পূজা করা হয় । অনেকেই উপবাস রাখেন । শনি স্তোস্ত্র পাঠ করা হয় । সর্ষের তেল, কালো কাপড় দেওয়া হয় শনি মন্দিরে । অবলা পশুদের খাওয়ানো হয় ।
advertisement
8/8
• এ দিন অবশ্যই দেবের পিুজো করে পাঠ করুন শনি বীজ মন্ত্র ।  ‘‘ওম্ প্রাম প্রিম প্রম শাহ শনিয় নমহ’’ । শনির গায়ন্ত্রী মন্ত্র- ‘‘ওম্ শনিয়চরেয় ভিদমহে সূর্যপুত্র ধীমাহি তন্ন মন্ডা প্রচদয়া ।’’ শনির মহামন্ত্র ‘‘ওম্ নীলাঞ্জন সমভাসম, রবি পুত্র ইয়ামাগ্রাজম, ছায়া মার্তণ্ড সম্ভূতম, তামা নমামি শনিসচরম ।’’
• এ দিন অবশ্যই দেবের পিুজো করে পাঠ করুন শনি বীজ মন্ত্র । ‘‘ওম্ প্রাম প্রিম প্রম শাহ শনিয় নমহ’’ । শনির গায়ন্ত্রী মন্ত্র- ‘‘ওম্ শনিয়চরেয় ভিদমহে সূর্যপুত্র ধীমাহি তন্ন মন্ডা প্রচদয়া ।’’ শনির মহামন্ত্র ‘‘ওম্ নীলাঞ্জন সমভাসম, রবি পুত্র ইয়ামাগ্রাজম, ছায়া মার্তণ্ড সম্ভূতম, তামা নমামি শনিসচরম ।’’
advertisement
advertisement
advertisement