এই শ্মশানে হয় প্রি-ওয়েডিং শুট! মাত্র এক টাকা দিলেই মৃতদেহ সৎকার হয়ে যায়

Last Updated:
Shamshan Ghat: শ্মশানে প্রি-ওয়েডিং শুট, পিকনিক! কোনওদিন শুনেছেন? জেনে নিন এই শ্মশান সম্পর্কে।
1/6
এমন শ্মশান হয়তো আপনি খুব কমই দেখেছেন। এতে শেষকৃত্য যেমন সম্পন্ন হয়, তেমনই এটি পিকনিক এবং প্রি-ওয়েডিং শ্যুটের জন্য মানুষের পছন্দের জায়গা হয়ে উঠছে।
এমন শ্মশান হয়তো আপনি খুব কমই দেখেছেন। এতে শেষকৃত্য যেমন সম্পন্ন হয়, তেমনই এটি পিকনিক এবং প্রি-ওয়েডিং শ্যুটের জন্য মানুষের পছন্দের জায়গা হয়ে উঠছে।
advertisement
2/6
গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় নির্মিত শ্মশানটি দারুণ সুন্দর। দিশায় বনস নদীর তীরে ১৪ বিঘায় ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয়ে এই শ্মশান নির্মাণ করা হয়েছিল।
গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় নির্মিত শ্মশানটি দারুণ সুন্দর। দিশায় বনস নদীর তীরে ১৪ বিঘায় ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয়ে এই শ্মশান নির্মাণ করা হয়েছিল।
advertisement
3/6
এই শ্মশানে প্রি-ওয়েডিং শুট, পিকনিক সবই হয়। শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।
এই শ্মশানে প্রি-ওয়েডিং শুট, পিকনিক সবই হয়। শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।
advertisement
4/6
এই শ্মশানের সৌন্দর্যায়নের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এখনও পর্যন্ত। এটা স্থানীয় মানুষের কাছে একটি দেখার জায়গা।
এই শ্মশানের সৌন্দর্যায়নের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এখনও পর্যন্ত। এটা স্থানীয় মানুষের কাছে একটি দেখার জায়গা।
advertisement
5/6
সাধারণত লোকজন শ্মশানের নাম শুনলেই পিছিয়ে আসেন। তবে এখানে অনেক মানুষ প্রি-ওয়েডিং শুট করতে আসেন।
সাধারণত লোকজন শ্মশানের নাম শুনলেই পিছিয়ে আসেন। তবে এখানে অনেক মানুষ প্রি-ওয়েডিং শুট করতে আসেন।
advertisement
6/6
এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে লাগে মাত্র এক টাকা। শ্মশানের গেট দেখে মনে হবে কোনও রিসর্টে প্রবেশ করছেন।
এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে লাগে মাত্র এক টাকা। শ্মশানের গেট দেখে মনে হবে কোনও রিসর্টে প্রবেশ করছেন।
advertisement
advertisement
advertisement