এমন শ্মশান হয়তো আপনি খুব কমই দেখেছেন। এতে শেষকৃত্য যেমন সম্পন্ন হয়, তেমনই এটি পিকনিক এবং প্রি-ওয়েডিং শ্যুটের জন্য মানুষের পছন্দের জায়গা হয়ে উঠছে।
2/ 6
গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় নির্মিত শ্মশানটি দারুণ সুন্দর। দিশায় বনস নদীর তীরে ১৪ বিঘায় ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয়ে এই শ্মশান নির্মাণ করা হয়েছিল।
এই শ্মশানে হয় প্রি-ওয়েডিং শুট! মাত্র এক টাকা দিলেই মৃতদেহ সৎকার হয়ে যায়
গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় নির্মিত শ্মশানটি দারুণ সুন্দর। দিশায় বনস নদীর তীরে ১৪ বিঘায় ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয়ে এই শ্মশান নির্মাণ করা হয়েছিল।