স্বপ্নে যদি দেখেন, আপনি পান খাচ্ছেন তা হলেই কেল্লাফতে। এমন স্বপ্ন দেখলেই জীবনের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
স্বপ্নে যদি দেখেন আপনি ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন তা হলে অর্থ প্রাপ্তি হতে পারে। ব্যবসায় উন্নতি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে।
স্বপ্নে যদি দেখেন যে আপনি নখ বা চুল কাটছেন, তা হলে শুভ সঙ্কেত হতে পারে সেটা। এমন স্বপ্ন দেখলে ঋণ মুক্তি হতে পারে।
স্বপ্নে যদি দেখেন যে আপনি নিজের মুখ দেখছেন আয়নায়, তা হলে সেটা শুভ সঙ্কেত হতে পারে। এক্ষেত্রে আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে।
বৃষ্টি হচ্ছে এমনটা দেখলেও আপনার আর্থিক উন্নতি হতে পারে। এক্ষেত্রে আবার পুরনো কোনও বিনিয়োগ থেকে অর্থলাভের সম্ভাবনাও থাকে।
...